১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাবামাকে লুকিয়ে যৌনতায় লিপ্ত হতে পারবে নাবালকরা !

ছবি প্রতীকী

পুবের কলম ওয়েবডেস্ক : স্কটল্যান্ডে যৌনতায় সম্মতির সর্বনিম্ন বয়স ছিল ১৬ । অর্থাৎ ১৬ বছর বয়সী যে কেউ আইন মোতাবেক পছন্দের ব্যক্তির সঙ্গে যৌনতায় লিপ্ত হতে পারতেন । কিন্ত এখন সরকার যে গাইডলাইন প্রকাশ করেছে তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।  বিতর্কে ফুঁসছেন শিশুদের অভিভাবকরা । ইতিমধ্যেই তাঁরা উকিল ঠিক করে সরকারের বিরুদ্ধে আইনি যুদ্ধে নামার কথা ভাবছেন । বলা হচ্ছে স্কটিশ সরকারের নয়া গাইডলাইনে যৌনতার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১৬ থেকে ১৩ বছর করা হয়েছে ।

 

আরও পড়ুন: নতুন ফোন কিনে দেয়নি বাবা-মা, রাগে আত্মহত্যা অষ্টম শ্রেণির ছাত্রীর

নয়া নীতিতে বলা হয় তরুণ ব্যক্তি যদি নিরাপদ ও শ্রদ্ধাশীল সম্পর্কে যুক্ত থাকে তাহলে তারা বাবা মাকে না জানিয়ে যৌনতায় লিপ্ত হতে পারে । সরকারের এই নির্দেশ নিয়েই তুমুল বিতর্ক চলছে । কারণ স্কটিশ আইন অনুযায়ী ১৬ বছরের আগে কেউই নিজের ইচ্ছায় বা পরের ইচ্ছায় যৌন সম্পর্ক তৈরি করতে পারে না । সে সম্পর্ক যতই নিরাপদ হোক না কেন । বিশ্লেষকরা বলছেন সরকারের এই নীতি আসলে নাবালকদের যৌনতার জন্য এক সনদ এর মাধ্যমে আইনি পিতামাতার প্রতিও শ্রদ্ধা কমে যাবে এবং নাবালকের স্বাস্থ্য নিয়ে গুরুতর সমস্যা দেখা দিতে পারে ।

আরও পড়ুন: ঝাড়গ্রামে চাঞ্চল্য, বাবা-মাকে খুনের পর আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর

 

আরও পড়ুন: টাকি গার্লস স্কুলের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি অভিভাবকদের

তাই নাবালকদের যৌনতা থেকে বাঁচিয়ে রাখাই অভিভাবকদের প্রধান কর্তব্য । স্কটিশ সরকার নয়া নির্দেশে বলেছে ক্ষমতার ভারসাম্য বজায় না থাকলে ঘুষ জবরদস্তি অ্যালকোহল বা ড্রাগ ব্যবহার করে যৌনতা করতে চাইলে তা অভিভাবকদের জানানো যাবে । তবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে যৌন সম্পর্ক হলে তা গোপন রেখে চালানো যাবে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

স্বাধীনতার আগের বাসিন্দা হয়েও তলব—এসআইআর শুনানিতে ডাকা হল সামিরুল ইসলামকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাবামাকে লুকিয়ে যৌনতায় লিপ্ত হতে পারবে নাবালকরা !

আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : স্কটল্যান্ডে যৌনতায় সম্মতির সর্বনিম্ন বয়স ছিল ১৬ । অর্থাৎ ১৬ বছর বয়সী যে কেউ আইন মোতাবেক পছন্দের ব্যক্তির সঙ্গে যৌনতায় লিপ্ত হতে পারতেন । কিন্ত এখন সরকার যে গাইডলাইন প্রকাশ করেছে তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।  বিতর্কে ফুঁসছেন শিশুদের অভিভাবকরা । ইতিমধ্যেই তাঁরা উকিল ঠিক করে সরকারের বিরুদ্ধে আইনি যুদ্ধে নামার কথা ভাবছেন । বলা হচ্ছে স্কটিশ সরকারের নয়া গাইডলাইনে যৌনতার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১৬ থেকে ১৩ বছর করা হয়েছে ।

 

আরও পড়ুন: নতুন ফোন কিনে দেয়নি বাবা-মা, রাগে আত্মহত্যা অষ্টম শ্রেণির ছাত্রীর

নয়া নীতিতে বলা হয় তরুণ ব্যক্তি যদি নিরাপদ ও শ্রদ্ধাশীল সম্পর্কে যুক্ত থাকে তাহলে তারা বাবা মাকে না জানিয়ে যৌনতায় লিপ্ত হতে পারে । সরকারের এই নির্দেশ নিয়েই তুমুল বিতর্ক চলছে । কারণ স্কটিশ আইন অনুযায়ী ১৬ বছরের আগে কেউই নিজের ইচ্ছায় বা পরের ইচ্ছায় যৌন সম্পর্ক তৈরি করতে পারে না । সে সম্পর্ক যতই নিরাপদ হোক না কেন । বিশ্লেষকরা বলছেন সরকারের এই নীতি আসলে নাবালকদের যৌনতার জন্য এক সনদ এর মাধ্যমে আইনি পিতামাতার প্রতিও শ্রদ্ধা কমে যাবে এবং নাবালকের স্বাস্থ্য নিয়ে গুরুতর সমস্যা দেখা দিতে পারে ।

আরও পড়ুন: ঝাড়গ্রামে চাঞ্চল্য, বাবা-মাকে খুনের পর আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর

 

আরও পড়ুন: টাকি গার্লস স্কুলের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি অভিভাবকদের

তাই নাবালকদের যৌনতা থেকে বাঁচিয়ে রাখাই অভিভাবকদের প্রধান কর্তব্য । স্কটিশ সরকার নয়া নির্দেশে বলেছে ক্ষমতার ভারসাম্য বজায় না থাকলে ঘুষ জবরদস্তি অ্যালকোহল বা ড্রাগ ব্যবহার করে যৌনতা করতে চাইলে তা অভিভাবকদের জানানো যাবে । তবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে যৌন সম্পর্ক হলে তা গোপন রেখে চালানো যাবে।