১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বাবামাকে লুকিয়ে যৌনতায় লিপ্ত হতে পারবে নাবালকরা !

ইমামা খাতুন
  • আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২২, সোমবার
  • / 190

ছবি প্রতীকী

পুবের কলম ওয়েবডেস্ক : স্কটল্যান্ডে যৌনতায় সম্মতির সর্বনিম্ন বয়স ছিল ১৬ । অর্থাৎ ১৬ বছর বয়সী যে কেউ আইন মোতাবেক পছন্দের ব্যক্তির সঙ্গে যৌনতায় লিপ্ত হতে পারতেন । কিন্ত এখন সরকার যে গাইডলাইন প্রকাশ করেছে তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।  বিতর্কে ফুঁসছেন শিশুদের অভিভাবকরা । ইতিমধ্যেই তাঁরা উকিল ঠিক করে সরকারের বিরুদ্ধে আইনি যুদ্ধে নামার কথা ভাবছেন । বলা হচ্ছে স্কটিশ সরকারের নয়া গাইডলাইনে যৌনতার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১৬ থেকে ১৩ বছর করা হয়েছে ।

 

আরও পড়ুন: ঝাড়গ্রামে চাঞ্চল্য, বাবা-মাকে খুনের পর আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর

নয়া নীতিতে বলা হয় তরুণ ব্যক্তি যদি নিরাপদ ও শ্রদ্ধাশীল সম্পর্কে যুক্ত থাকে তাহলে তারা বাবা মাকে না জানিয়ে যৌনতায় লিপ্ত হতে পারে । সরকারের এই নির্দেশ নিয়েই তুমুল বিতর্ক চলছে । কারণ স্কটিশ আইন অনুযায়ী ১৬ বছরের আগে কেউই নিজের ইচ্ছায় বা পরের ইচ্ছায় যৌন সম্পর্ক তৈরি করতে পারে না । সে সম্পর্ক যতই নিরাপদ হোক না কেন । বিশ্লেষকরা বলছেন সরকারের এই নীতি আসলে নাবালকদের যৌনতার জন্য এক সনদ এর মাধ্যমে আইনি পিতামাতার প্রতিও শ্রদ্ধা কমে যাবে এবং নাবালকের স্বাস্থ্য নিয়ে গুরুতর সমস্যা দেখা দিতে পারে ।

আরও পড়ুন: টাকি গার্লস স্কুলের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি অভিভাবকদের

 

আরও পড়ুন: ‘নরখাদক’ বাবা-মাকে খুন করল মার্কিন তরুণ

তাই নাবালকদের যৌনতা থেকে বাঁচিয়ে রাখাই অভিভাবকদের প্রধান কর্তব্য । স্কটিশ সরকার নয়া নির্দেশে বলেছে ক্ষমতার ভারসাম্য বজায় না থাকলে ঘুষ জবরদস্তি অ্যালকোহল বা ড্রাগ ব্যবহার করে যৌনতা করতে চাইলে তা অভিভাবকদের জানানো যাবে । তবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে যৌন সম্পর্ক হলে তা গোপন রেখে চালানো যাবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাবামাকে লুকিয়ে যৌনতায় লিপ্ত হতে পারবে নাবালকরা !

আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : স্কটল্যান্ডে যৌনতায় সম্মতির সর্বনিম্ন বয়স ছিল ১৬ । অর্থাৎ ১৬ বছর বয়সী যে কেউ আইন মোতাবেক পছন্দের ব্যক্তির সঙ্গে যৌনতায় লিপ্ত হতে পারতেন । কিন্ত এখন সরকার যে গাইডলাইন প্রকাশ করেছে তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।  বিতর্কে ফুঁসছেন শিশুদের অভিভাবকরা । ইতিমধ্যেই তাঁরা উকিল ঠিক করে সরকারের বিরুদ্ধে আইনি যুদ্ধে নামার কথা ভাবছেন । বলা হচ্ছে স্কটিশ সরকারের নয়া গাইডলাইনে যৌনতার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১৬ থেকে ১৩ বছর করা হয়েছে ।

 

আরও পড়ুন: ঝাড়গ্রামে চাঞ্চল্য, বাবা-মাকে খুনের পর আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর

নয়া নীতিতে বলা হয় তরুণ ব্যক্তি যদি নিরাপদ ও শ্রদ্ধাশীল সম্পর্কে যুক্ত থাকে তাহলে তারা বাবা মাকে না জানিয়ে যৌনতায় লিপ্ত হতে পারে । সরকারের এই নির্দেশ নিয়েই তুমুল বিতর্ক চলছে । কারণ স্কটিশ আইন অনুযায়ী ১৬ বছরের আগে কেউই নিজের ইচ্ছায় বা পরের ইচ্ছায় যৌন সম্পর্ক তৈরি করতে পারে না । সে সম্পর্ক যতই নিরাপদ হোক না কেন । বিশ্লেষকরা বলছেন সরকারের এই নীতি আসলে নাবালকদের যৌনতার জন্য এক সনদ এর মাধ্যমে আইনি পিতামাতার প্রতিও শ্রদ্ধা কমে যাবে এবং নাবালকের স্বাস্থ্য নিয়ে গুরুতর সমস্যা দেখা দিতে পারে ।

আরও পড়ুন: টাকি গার্লস স্কুলের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি অভিভাবকদের

 

আরও পড়ুন: ‘নরখাদক’ বাবা-মাকে খুন করল মার্কিন তরুণ

তাই নাবালকদের যৌনতা থেকে বাঁচিয়ে রাখাই অভিভাবকদের প্রধান কর্তব্য । স্কটিশ সরকার নয়া নির্দেশে বলেছে ক্ষমতার ভারসাম্য বজায় না থাকলে ঘুষ জবরদস্তি অ্যালকোহল বা ড্রাগ ব্যবহার করে যৌনতা করতে চাইলে তা অভিভাবকদের জানানো যাবে । তবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে যৌন সম্পর্ক হলে তা গোপন রেখে চালানো যাবে।