১৮ অক্টোবর ২০২৫, শনিবার, ৩১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গণপিটুনি অব্যাহত উত্তরপ্রদেশে,পিটিয়ে মারা হল এক মুসলিম প্রৌঢ়কে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ জুন ২০২১, রবিবার
  • / 151

পুবের কলম ওয়েবডেস্কঃ গণপিটুনি বা লিঞ্চিং অব্যাহত উত্তরপ্রদেশে। আবার প্রকাশ্যে এল নতুন একটি ঘটনা। যেখানে এক মুসলিম প্রৌঢ়কে পিটিয়ে মারা হল। ওই রাজ্যের সুলতানপুর জেলার ঘটনা। বুধবার সুলতানপুর সিভিল লাইন্স এলাকায় এই ঘটনা ঘটে– পরের দিন সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি দৃশ্য ভাইরাল হওয়ার পরেই তা প্রকাশ পায়। ওই মুসলিম প্রৌঢ়কে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।তার নাম খুরশিদ আহমদ (৫৫)– কোতোয়ালি এলাকার ঘরখারদুড় গ্রামের বাসিন্দা। নিহতের ভাই জহির আহমদের অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার হত্যার অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত করেছে।

হিন্দি পত্রিকা ওমর উজালা জানিয়েছে–যে খুরশিদকে গুরুতর অহত অবস্থায় ওই অঞ্চলের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান। পুলিশ সুপার বিপিন মিশ্র জানান– খুরশিদকে মারধর করে হিমাংশু পান্ডে নামে একজন। খুরশিদের ছোট ভাই আনোয়ার জানিয়েছেন – শুক্রবার তিনি এফআইআর করার জন্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন– তবে পুলিশ পরিদর্শক তাকে তার অভিযোগে শুধুমাত্র এক ব্যক্তি হিমাংশু পান্ডে-র নামে করতে বলেছেন। আনোয়ারের বলেন– এক ব্যক্তি নয়– বেশ কয়েক জন তার ভাইয়ের হত্যায় জড়িত আছেন।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে হত্যা, সরব রাহুল গান্ধি

সূত্রের খবর–ইউপি-র সুলতানপুরে ২২ জুন হিমাংশু পান্ডে ও শিবম সহ আরও ৬ জন মুসলিম বৃদ্ধ খুরশিদ আহমদ উরফ পাপ্পু (৫৫) কে নির্মমভাবে পিটিয়ে মেরেছে। তারা প্রথমে এমজিএস এলাকায় তাকে মারধর করে এবং তারপর খুরশিদকে পিডব্লিউডির ভিতরে নিয়ে যায়। মারধরের পরে তারা তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।খুরশিদের অপরাধ কী পুলিশ তা জানাতে পারেনি।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

আরও পড়ুন: তেহট্টে তৃতীয় শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যু, জনতার মারে ২ প্রতিবেশীর মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গণপিটুনি অব্যাহত উত্তরপ্রদেশে,পিটিয়ে মারা হল এক মুসলিম প্রৌঢ়কে

আপডেট : ২৭ জুন ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ গণপিটুনি বা লিঞ্চিং অব্যাহত উত্তরপ্রদেশে। আবার প্রকাশ্যে এল নতুন একটি ঘটনা। যেখানে এক মুসলিম প্রৌঢ়কে পিটিয়ে মারা হল। ওই রাজ্যের সুলতানপুর জেলার ঘটনা। বুধবার সুলতানপুর সিভিল লাইন্স এলাকায় এই ঘটনা ঘটে– পরের দিন সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি দৃশ্য ভাইরাল হওয়ার পরেই তা প্রকাশ পায়। ওই মুসলিম প্রৌঢ়কে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।তার নাম খুরশিদ আহমদ (৫৫)– কোতোয়ালি এলাকার ঘরখারদুড় গ্রামের বাসিন্দা। নিহতের ভাই জহির আহমদের অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার হত্যার অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত করেছে।

হিন্দি পত্রিকা ওমর উজালা জানিয়েছে–যে খুরশিদকে গুরুতর অহত অবস্থায় ওই অঞ্চলের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান। পুলিশ সুপার বিপিন মিশ্র জানান– খুরশিদকে মারধর করে হিমাংশু পান্ডে নামে একজন। খুরশিদের ছোট ভাই আনোয়ার জানিয়েছেন – শুক্রবার তিনি এফআইআর করার জন্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন– তবে পুলিশ পরিদর্শক তাকে তার অভিযোগে শুধুমাত্র এক ব্যক্তি হিমাংশু পান্ডে-র নামে করতে বলেছেন। আনোয়ারের বলেন– এক ব্যক্তি নয়– বেশ কয়েক জন তার ভাইয়ের হত্যায় জড়িত আছেন।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে হত্যা, সরব রাহুল গান্ধি

সূত্রের খবর–ইউপি-র সুলতানপুরে ২২ জুন হিমাংশু পান্ডে ও শিবম সহ আরও ৬ জন মুসলিম বৃদ্ধ খুরশিদ আহমদ উরফ পাপ্পু (৫৫) কে নির্মমভাবে পিটিয়ে মেরেছে। তারা প্রথমে এমজিএস এলাকায় তাকে মারধর করে এবং তারপর খুরশিদকে পিডব্লিউডির ভিতরে নিয়ে যায়। মারধরের পরে তারা তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।খুরশিদের অপরাধ কী পুলিশ তা জানাতে পারেনি।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

আরও পড়ুন: তেহট্টে তৃতীয় শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যু, জনতার মারে ২ প্রতিবেশীর মৃত্যু