১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলার অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করতে বিজেপি সাংসদের দিল্লিতে ডাক মোদির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ মার্চ ২০২২, সোমবার
  • / 56

পুবের কলম, ওয়েবডেস্কঃ একের পর এক ঘটনায় উত্তপ্ত বাংলা। রামপুরহাটে বগটুই হত্যালীলা থেকে শুরু করে আজ বিধানসভায় বিজেপি ও তৃণমূল নেতাদের হাতাহাতির ঘটনায় ফের উত্তেজনা ছড়ায়। সূত্রের খবর, এই ঘটনায় দু-পক্ষের বিধায়করা আহত হয়েছেন।

পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার শিলিগুড়ি থেকেই ‘বগটুই’ ঘটনার পিছনে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিরোধীদের তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। এই অবস্থায় রাজ্যের অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করতে আগামী বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর নিজ বাসভবনে ডেকে পাঠালেন বিজেপি সাংসদদের। বুধবার সকাল ৮টা’য় সেই বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতি বাংলার: গণধর্ষণ-কাণ্ডে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি বগটুই কাণ্ড নিয়ে এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, রামপুরহাটে একটি নারকীয় হত্যালীলা ঘটেছে। এই অপরাধের কোনও ক্ষমা হয় না। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের, ও এই ঘটনায় যারা মদদ দিয়েছে তারা যেন কোনভাবেই ছাড় না পায়। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, রাজ্য সরকারও সেই অপরাধীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেবে বলে আমি বিশ্বাস করি। দোষীদের উপযুক্ত শাস্তি দিতে রাজ্যেকে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: দিল্লিতেই সাংবাদিক বৈঠক ডাকলেন তালিবান মন্ত্রী মুত্তাকী, উপস্থিত থাকবেন মহিলা সাংবাদিকরাও

সম্প্রতি রামপুরহাট কাণ্ড নিয়ে সংসদে সোচ্চার হন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। বগটুই নিয়ে বলতে গিয়ে আবেগে কেঁদে ফেলেন তিনি।
এদিন বিধানসভায় ফের রামপুরহাট কাণ্ড নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। যা ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুন: দিল্লিতে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলার অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করতে বিজেপি সাংসদের দিল্লিতে ডাক মোদির

আপডেট : ২৮ মার্চ ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ একের পর এক ঘটনায় উত্তপ্ত বাংলা। রামপুরহাটে বগটুই হত্যালীলা থেকে শুরু করে আজ বিধানসভায় বিজেপি ও তৃণমূল নেতাদের হাতাহাতির ঘটনায় ফের উত্তেজনা ছড়ায়। সূত্রের খবর, এই ঘটনায় দু-পক্ষের বিধায়করা আহত হয়েছেন।

পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার শিলিগুড়ি থেকেই ‘বগটুই’ ঘটনার পিছনে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিরোধীদের তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। এই অবস্থায় রাজ্যের অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করতে আগামী বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর নিজ বাসভবনে ডেকে পাঠালেন বিজেপি সাংসদদের। বুধবার সকাল ৮টা’য় সেই বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতি বাংলার: গণধর্ষণ-কাণ্ডে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি বগটুই কাণ্ড নিয়ে এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, রামপুরহাটে একটি নারকীয় হত্যালীলা ঘটেছে। এই অপরাধের কোনও ক্ষমা হয় না। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের, ও এই ঘটনায় যারা মদদ দিয়েছে তারা যেন কোনভাবেই ছাড় না পায়। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, রাজ্য সরকারও সেই অপরাধীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেবে বলে আমি বিশ্বাস করি। দোষীদের উপযুক্ত শাস্তি দিতে রাজ্যেকে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: দিল্লিতেই সাংবাদিক বৈঠক ডাকলেন তালিবান মন্ত্রী মুত্তাকী, উপস্থিত থাকবেন মহিলা সাংবাদিকরাও

সম্প্রতি রামপুরহাট কাণ্ড নিয়ে সংসদে সোচ্চার হন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। বগটুই নিয়ে বলতে গিয়ে আবেগে কেঁদে ফেলেন তিনি।
এদিন বিধানসভায় ফের রামপুরহাট কাণ্ড নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। যা ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুন: দিল্লিতে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক