স্বাধীনতা দিবসের ভাষণে মোদির মুখে আরএসএস-এর প্রশংসা

- আপডেট : ১৫ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 161
পুবের কলম ওয়েবডেস্ক : স্বাধীনতা দিবসে এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকল গোটা দেশ। বৃহস্পতিবার লালকেল্লার প্রাচীর থেকে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অর্থাৎ (আরএসএস-এর) ভূয়সী প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বছরই আরএসএসের শতবর্ষ পূর্ণ হয়েছে।
সেই উদ্দেশ্যে তিনি বলেন, “১০০ বছর ধরে একই নিষ্ঠা ও সমর্পণের সঙ্গে দেশের সেবা করে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। দেশগঠনে এই সংঘের ভূমিকা অনস্বীকার্য।”রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, স্বাধীনতা দিবসের জাতীয় মঞ্চে দাঁড়িয়ে কোনও সংগঠনের এইভাবে সরাসরি প্রশংসা করার ঘটনা বিরল। গত ১১ বছরের প্রধানমন্ত্রিত্বে মোদি বরাবরই সরকারি অনুষ্ঠানে সংঘ সংক্রান্ত যে কোন প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন।
কিন্তু এইবছরই আরএসএসের শতবর্ষে এই প্রকাশ্য প্রশংসা কিন্তু রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর আগে অতীতে কংগ্রেস সরকার কিন্তু একাধিকবার এই আরএসএস সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। স্বাধীনতা দিবসে ভাষণে মোদির এই ভূয়সী প্রশংসা সংঘকে ‘শাপমুক্তি’করল বলেই ধারণা করছে রাজনৈতিক মহল। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব বিশেষ করে মোদি ও অমিত শাহের সঙ্গে সংঘের দূরত্ব নাকি বেড়েছে।
পাশাপাশি, মোদির সম্ভাব্য অবসর নিয়েও জল্পনা তুঙ্গে, কারণ সংঘপ্রধান মোহন ভাগবত ইঙ্গিত দিয়েছিলেন, ৭৫ বছর বয়সে বিদায় নেওয়াই রীতি। কিন্তু পঁচাত্তরের দোরগোড়ায় দাঁড়িয়ে লালকেল্লায় আরএসএসকে প্রশংসা করে প্রধানমন্ত্রী হয়তো স্পষ্ট বার্তা দিয়ে বোঝাতে চাইলেন সংঘের আদর্শের মেনেই তিনি এগিয়ে যেতে চান।