০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিম মন পেতে মোদির  ‘মন কী বাত’ এবার উর্দুতে

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ মার্চ ২০২৩, রবিবার
  • / 64

পুবের কলম,ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার মুসলিমদের মন জয়ে উঠেপড়ে লেগেছে ক্ষমতাসীন বিজেপি। সেই লক্ষ্যেই মোদির মন কি বাত-এর ১২ এপিসোড উর্দুতে অনুবাদ করে প্রচারের কাজে ব্যবহার করার প্রস্তুতি শুরু হয়েছে। মন কি বাত-এর একটি সংকলন বই আকারে বিনামূল্যে বিতরণ করা হবে উত্তরপ্রদেশের মাদ্রাসা, উলেমা এবং অন্যান্য মুসলিম বিদ্বজনদের মধ্যে। উত্তরপ্রদেশ বিজেপির  সংখ্যালঘু মোর্চার সভাপতি কুওয়ার ওয়াসিত আলি পিএম-এর ২০২২ সালের ১২ রেডিয়ো উপস্থাপনার সংকলন উর্দু বই আকারে প্রকাশের দায়িত্ব নিয়েছেন। ২০২২-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২টি এপিসোডের উর্দু অনুবাদ করেছেন তাবিশ ফরিদ। তিনি জানান, বইটি তৈরি হয়ে গিয়েছে। উর্দুতে অনূদিত পুস্তকটি রমজানের মধ্যেই ছাপার কাজ শেষ হয়ে যাবে।

আলি জানান, এই পুস্তকে বিখ্যাত উলেমাদের বাণীও সংকলিত করা হয়েছে। এই লক্ষ্যে দারুল উলুম দেওব¨, নদওয়াতুল উলামার মতো বিশ্বখ্যাত ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার প্রধান মাওলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহালি এবং বিশিষ্ট শিয়া ধর্মগুরু মাওলানা কালবে জাওয়াদের সঙ্গে শুভেচ্ছাবার্তার জন্য যোগাযোগ করা হবে। এই পুস্তকটি প্রাথমিকভাবে ১ লক্ষ কপি ছাপা হবে। তিনি জানান, এই পুস্তক বিনামূল্যে বিতরণের উদ্দেশ্য প্রধানমন্ত্রীর বিচারধারাকে মুসলিম সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। তিনি আরও বলেন, মন কি বাত-এর মাধ্যমে প্রধানমন্ত্রী সর্বদাই সমাজের উন্নতির গভীর বার্তা দেন যা মুসলিম সমাজের মানুষ অনেক সময়ই জানতে পারেন না।

আরও পড়ুন: স্কুলের নামে উর্দুর ব্যবহার, অধ্যক্ষকে বরখাস্ত করল যোগী প্রশাসন

আলি বলেন, আমি মনে করি যারা মোদির মন কি বাত শোনেন না তারা সরকারি প্রকল্প ও কার্যক্রমের সঙ্গে সামাজিক ক্ষেত্রে অবদান রাখা অপরিচিত ব্যক্তিদের কথোপকথন কিছুই জানতে পারেন না। বিশেষ করে এই মানুষদের জন্যই  পুস্তকটি প্রকাশিত হতে চলেছে। উল্লেখ্য, পাসমান্দা মুসলিমদের সংযুক্ত করার জন্য সম্মেলন আয়োজনের পর এবার আগামী এপ্রিল মাস থেকে উত্তর-পশ্চিম রাজ্যের মুসলিম অধ্যুষিত লোকসভা কেন্দ্রগুলিতে স্নেহ মিলন-এক দেশ এক ডিএনএ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি।

আরও পড়ুন: অপারেশন সিঁদুর ভারতের সাহসিকতার প্রতীক: মন কি বাতে প্রধানমন্ত্রী

আরও পড়ুন: ‘উর্দু পড়িয়ে বাচ্চাদের মৌলবি বানাতে চান’? বিধানসভায় সপা নেতাকে কদর্য আক্রমণ যোগীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুসলিম মন পেতে মোদির  ‘মন কী বাত’ এবার উর্দুতে

আপডেট : ২৬ মার্চ ২০২৩, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার মুসলিমদের মন জয়ে উঠেপড়ে লেগেছে ক্ষমতাসীন বিজেপি। সেই লক্ষ্যেই মোদির মন কি বাত-এর ১২ এপিসোড উর্দুতে অনুবাদ করে প্রচারের কাজে ব্যবহার করার প্রস্তুতি শুরু হয়েছে। মন কি বাত-এর একটি সংকলন বই আকারে বিনামূল্যে বিতরণ করা হবে উত্তরপ্রদেশের মাদ্রাসা, উলেমা এবং অন্যান্য মুসলিম বিদ্বজনদের মধ্যে। উত্তরপ্রদেশ বিজেপির  সংখ্যালঘু মোর্চার সভাপতি কুওয়ার ওয়াসিত আলি পিএম-এর ২০২২ সালের ১২ রেডিয়ো উপস্থাপনার সংকলন উর্দু বই আকারে প্রকাশের দায়িত্ব নিয়েছেন। ২০২২-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২টি এপিসোডের উর্দু অনুবাদ করেছেন তাবিশ ফরিদ। তিনি জানান, বইটি তৈরি হয়ে গিয়েছে। উর্দুতে অনূদিত পুস্তকটি রমজানের মধ্যেই ছাপার কাজ শেষ হয়ে যাবে।

আলি জানান, এই পুস্তকে বিখ্যাত উলেমাদের বাণীও সংকলিত করা হয়েছে। এই লক্ষ্যে দারুল উলুম দেওব¨, নদওয়াতুল উলামার মতো বিশ্বখ্যাত ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার প্রধান মাওলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহালি এবং বিশিষ্ট শিয়া ধর্মগুরু মাওলানা কালবে জাওয়াদের সঙ্গে শুভেচ্ছাবার্তার জন্য যোগাযোগ করা হবে। এই পুস্তকটি প্রাথমিকভাবে ১ লক্ষ কপি ছাপা হবে। তিনি জানান, এই পুস্তক বিনামূল্যে বিতরণের উদ্দেশ্য প্রধানমন্ত্রীর বিচারধারাকে মুসলিম সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। তিনি আরও বলেন, মন কি বাত-এর মাধ্যমে প্রধানমন্ত্রী সর্বদাই সমাজের উন্নতির গভীর বার্তা দেন যা মুসলিম সমাজের মানুষ অনেক সময়ই জানতে পারেন না।

আরও পড়ুন: স্কুলের নামে উর্দুর ব্যবহার, অধ্যক্ষকে বরখাস্ত করল যোগী প্রশাসন

আলি বলেন, আমি মনে করি যারা মোদির মন কি বাত শোনেন না তারা সরকারি প্রকল্প ও কার্যক্রমের সঙ্গে সামাজিক ক্ষেত্রে অবদান রাখা অপরিচিত ব্যক্তিদের কথোপকথন কিছুই জানতে পারেন না। বিশেষ করে এই মানুষদের জন্যই  পুস্তকটি প্রকাশিত হতে চলেছে। উল্লেখ্য, পাসমান্দা মুসলিমদের সংযুক্ত করার জন্য সম্মেলন আয়োজনের পর এবার আগামী এপ্রিল মাস থেকে উত্তর-পশ্চিম রাজ্যের মুসলিম অধ্যুষিত লোকসভা কেন্দ্রগুলিতে স্নেহ মিলন-এক দেশ এক ডিএনএ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি।

আরও পড়ুন: অপারেশন সিঁদুর ভারতের সাহসিকতার প্রতীক: মন কি বাতে প্রধানমন্ত্রী

আরও পড়ুন: ‘উর্দু পড়িয়ে বাচ্চাদের মৌলবি বানাতে চান’? বিধানসভায় সপা নেতাকে কদর্য আক্রমণ যোগীর