৩০ অগাস্ট ২০২৫, শনিবার, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যে আগাম বর্ষার আগমন

সুস্মিতা
  • আপডেট : ২৫ মে ২০২৫, রবিবার
  • / 408

পুবের কলম ওয়েবডেস্ক: নির্ধারিত সময়ের আট দিন আগেই কেরালায় বর্ষা ঢুকে পড়েছে। এ দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু’দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকতে পারে। সেই সঙ্গে সিকিম এবং উত্তর-পূর্ব ভারত হয়ে বর্ষা রাজ্যে ঢুকবে। সেক্ষেত্রে এ বার ৮ জুনের অনেক আগেই বাংলায় বর্ষা ঢুকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শনিবার বৃষ্টি হয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়?

মঙ্গলবার ২৭ মে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এরপর নিম্নচাপ ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আরও শক্তিশালী হবে। এর প্রভাবে রাজ্যে বৃষ্টি বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। চলতি সপ্তাহের প্রায় প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোম ও মঙ্গলবার পর্যন্ত এ রকমই আবহাওয়া থাকবে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ভোটার বুথের সংখ্যা প্রায় ১৪ হাজার বাড়তে চলেছে

শনিবার কলকাতায় মূলত মেঘলা আকাশেরই দেখা মিলেছে। রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: রাজ্য জয়েন্ট ফলাফল: উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতার 

বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ওই দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এ ছাড়াও হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা-সহ সব জেলাতেই বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: Breaking: ১১৭ দিনের মাথায় প্রকাশিত রাজ্য জয়েন্টের ফলাফল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যে আগাম বর্ষার আগমন

আপডেট : ২৫ মে ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: নির্ধারিত সময়ের আট দিন আগেই কেরালায় বর্ষা ঢুকে পড়েছে। এ দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু’দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকতে পারে। সেই সঙ্গে সিকিম এবং উত্তর-পূর্ব ভারত হয়ে বর্ষা রাজ্যে ঢুকবে। সেক্ষেত্রে এ বার ৮ জুনের অনেক আগেই বাংলায় বর্ষা ঢুকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শনিবার বৃষ্টি হয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়?

মঙ্গলবার ২৭ মে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এরপর নিম্নচাপ ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আরও শক্তিশালী হবে। এর প্রভাবে রাজ্যে বৃষ্টি বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। চলতি সপ্তাহের প্রায় প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোম ও মঙ্গলবার পর্যন্ত এ রকমই আবহাওয়া থাকবে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ভোটার বুথের সংখ্যা প্রায় ১৪ হাজার বাড়তে চলেছে

শনিবার কলকাতায় মূলত মেঘলা আকাশেরই দেখা মিলেছে। রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: রাজ্য জয়েন্ট ফলাফল: উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতার 

বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ওই দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এ ছাড়াও হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা-সহ সব জেলাতেই বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: Breaking: ১১৭ দিনের মাথায় প্রকাশিত রাজ্য জয়েন্টের ফলাফল