১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা

পুবের কলম ওয়েবডেস্ক: রাজ্যের ঘূর্ণাবর্ত সরে কমছে বৃষ্টি, কিছুদিনেই হিমেল হাওয়া… বাতাসে ছাতিম গন্ধ…। ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ডের ওপরে আছে। এর প্রভাবে বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। পূর্ব, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়াতে বৃষ্টিপাত থাকবে। আগামী তিন দিন এক আবহাওয়া। চতুর্থ দিন থেকে বৃষ্টি কমবে।

মঙ্গলবার থেকেই দেশ থেকে বর্ষা বিদায় শুরু হয়েছে। কয়েকটি জায়গায় ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যে এখানেও প্রভাব লক্ষ করা যাবে। একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা। অন্যদিকে দেশে বৃষ্টির সম্ভাবনা কমছে। এবার থমকে থাকা বর্ষা বিদায় রেখা গতি পেতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

আরও পড়ুন: ১১ ডিসেম্বরের মধ্যে ছাঁটাই করতে হবে মৃত, ডুপ্লিকেট ভোটার: বিএলওদের নির্দেশ সিইও-র

১০ অক্টোবর নির্ধারিত সময়ে বাংলার বর্ষা বিদায় না হলেও সপ্তাহান্তে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হয়েছিল নির্ধারিত সময়ের তিন দিন আগে। ১৭ সেপ্টেম্বরের জায়গায় ১৪ সেপ্টেম্বর বর্ষা বিদায় শুরু হয়েছিল। কিন্তু গুজরাতের ভিরাবল শহরে এসে বর্ষা বিদায় রেখা থমকে যায় ২৪ সেপ্টেম্বর। বর্ষা বিদায় রেখার অন্য অংশ উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এসে ২৬ সেপ্টেম্বর থেকে থমকে আছে।

আরও পড়ুন: এখন পর্যন্ত রাজ্যে SIR প্রক্রিয়ায় বাদ গেল ২৭ লক্ষ নাম

এর পরের ফেজেই বাংলায় বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্তের প্রভাবেই বাংলায় হালকা মাঝারি বৃষ্টি। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আর নেই। ক্রমশ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।

আরও পড়ুন: বাংলাই এখন দেশের সেরা! SIR কর্মসূচিতে শীর্ষে পশ্চিমবঙ্গ

বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আরো কমবে। স্থানীয়ভাবেই শুধু কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বেশিরভাগ অংশই কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উপকূলে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।

কাল বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকবে। হুগলি উত্তর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব-পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা থাকবে।

হাওড়া উত্তর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ও নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার ও শনিবার বৃষ্টি আরও কমবে কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার সোমবারে বৃষ্টির সম্ভাবনা আরো কম থাকবে। কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। নির্ধারিত দিনের সাত দিন আগে থেকেই সতর্কতা জারি হয়েছিল উত্তরবঙ্গে। তিন দিন আগে কমলা সতর্কতা এবং ৪৮ ঘণ্টা আগে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বেলডাঙায় এইচ এম এস পাবলিক স্কুলের শুভ উদ্বোধন, শিক্ষার নতুন দিগন্তের সূচনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা

আপডেট : ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: রাজ্যের ঘূর্ণাবর্ত সরে কমছে বৃষ্টি, কিছুদিনেই হিমেল হাওয়া… বাতাসে ছাতিম গন্ধ…। ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ডের ওপরে আছে। এর প্রভাবে বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। পূর্ব, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়াতে বৃষ্টিপাত থাকবে। আগামী তিন দিন এক আবহাওয়া। চতুর্থ দিন থেকে বৃষ্টি কমবে।

মঙ্গলবার থেকেই দেশ থেকে বর্ষা বিদায় শুরু হয়েছে। কয়েকটি জায়গায় ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যে এখানেও প্রভাব লক্ষ করা যাবে। একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা। অন্যদিকে দেশে বৃষ্টির সম্ভাবনা কমছে। এবার থমকে থাকা বর্ষা বিদায় রেখা গতি পেতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

আরও পড়ুন: ১১ ডিসেম্বরের মধ্যে ছাঁটাই করতে হবে মৃত, ডুপ্লিকেট ভোটার: বিএলওদের নির্দেশ সিইও-র

১০ অক্টোবর নির্ধারিত সময়ে বাংলার বর্ষা বিদায় না হলেও সপ্তাহান্তে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হয়েছিল নির্ধারিত সময়ের তিন দিন আগে। ১৭ সেপ্টেম্বরের জায়গায় ১৪ সেপ্টেম্বর বর্ষা বিদায় শুরু হয়েছিল। কিন্তু গুজরাতের ভিরাবল শহরে এসে বর্ষা বিদায় রেখা থমকে যায় ২৪ সেপ্টেম্বর। বর্ষা বিদায় রেখার অন্য অংশ উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এসে ২৬ সেপ্টেম্বর থেকে থমকে আছে।

আরও পড়ুন: এখন পর্যন্ত রাজ্যে SIR প্রক্রিয়ায় বাদ গেল ২৭ লক্ষ নাম

এর পরের ফেজেই বাংলায় বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্তের প্রভাবেই বাংলায় হালকা মাঝারি বৃষ্টি। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আর নেই। ক্রমশ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।

আরও পড়ুন: বাংলাই এখন দেশের সেরা! SIR কর্মসূচিতে শীর্ষে পশ্চিমবঙ্গ

বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আরো কমবে। স্থানীয়ভাবেই শুধু কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বেশিরভাগ অংশই কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উপকূলে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।

কাল বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকবে। হুগলি উত্তর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব-পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা থাকবে।

হাওড়া উত্তর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ও নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার ও শনিবার বৃষ্টি আরও কমবে কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার সোমবারে বৃষ্টির সম্ভাবনা আরো কম থাকবে। কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। নির্ধারিত দিনের সাত দিন আগে থেকেই সতর্কতা জারি হয়েছিল উত্তরবঙ্গে। তিন দিন আগে কমলা সতর্কতা এবং ৪৮ ঘণ্টা আগে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছিল।