মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে বিহারের দুই দল, রঞ্জিতে ঝামেলা

- আপডেট : ৬ জানুয়ারী ২০২৪, শনিবার
- / 13
পুবের কলম, ওয়েবডেস্ক: রঞ্জি ট্রফির মতো একটি ক্রিকেট প্রতিযোগিতা হচ্ছে। সেখানে একটি বিশেষ দলের দুটো টিম নেমে গেল মাঠে। যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়ে গেল। ঘটনাটি বিহারের পাটনায়। পাটনার মঈন উল স্টেডিয়ামে খেলাটি ছিল মুম্বই ও বিহারের মধ্যে। মুম্বই ঠিকঠাক দল নামালেও বিতর্ক তৈরি হয় বিহারের দল নামানো নিয়ে। মাঠে নেমে গেল বিহারের দুটি দল। আর তা নিয়ে রীতিমতো মারামারিও হয়ে গেল। আসলে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রাকেশ তিওয়ারি একটি দল ঘোষণা করেছিলেন। আবার সচিব পদ থেকে নির্বাসিত অমিত কুমার আরও একটি টিম ঘোষণা করেন। ম্যাচের আগে যা নিয়ে স্টেডিয়ামের বাইরে রীতিমতো তাণ্ডব চলে। আসল-নকল নিয়ে ঝামেলা চরমে ওঠে। বচসা শেষে অমিত কুমারের দলকে ফেরৎ পাঠানো হয়। ম্যাচ শুরু হতেও অনেকটা দেরি হয়ে যায়।