১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আমার ভরসার স্তম্ভটাই চলে গেল: রায়না

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২২, সোমবার
  • / 31

file picture

পুবের কলম ওয়েবডেস্কঃ রবিবার বসন্ত পঞ্চমীর ঠিক পরের দিনটাতেই গোটা দেশকে কাঁদিয়ে চলে গিয়েছেন সুরসম্রাজ্ঞ্রী  লতা মঙ্গেশকর। ভারতীয় সঙ্গীত জগৎ মাতৃহারা হয়েছে।আর একই দিনে পিতৃহারা হলেন সুরেশ রায়না। সুরেশ রায়নার বাবা ক্রিলোকচাঁদ রায়না বেশ কিছুদিন ধরেই দূরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। মাঝে পরিস্থিতি বেশ জটিল হয়েছিল। কিছুটা সুস্থ হওয়ার মুখেই ফের তিনি অসুস্থ হয়ে পড়েন।

অবশেষে রবিবার নিজের উত্তর প্রদেশের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন সুরেশের বাবা তথা সেনাবাহিনীর প্রাক্তন  অফিসার ত্রিলোকচাঁদ রায়না। আদতে তাঁরা ছিলেন কাশ্মীরের বাসিন্দা। চাকরি সূত্রে উত্তরপ্রদেশে আসা। আর সেখানেই পাকাপাকিভাবে থেকে যাওয়া। সুরেশ রায়নারও বেড়ে ওঠা উত্তরপ্রদেশেই। বাবার মৃত্যুতে  শোকাহত সুরেশ রায়না বলেন– ‘আমার সামনে থেকে মূল ভরসার জায়গাটাই চলে গেল। বাবার মৃত্যু কতটা শূন্য করে দিয়ে গেল আমায় সেটা  ভাষায় প্রকাশ করতে পারব না। আমি শুধু পিতৃহারাই হলাম না। আমার সাফল্যের স্তম্ভটাই চলে গেল। শেষ নিশ্বাস পর্যন্ত তিনি আমার কাছে একজন প্রকৃত পিতা ছিলেন।

বাবা আপনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন। আপনাকে আমরা সবসময়ই মিস করব।’ সুরেশ রায়নার পাশে দাঁড়িয়ে শোকজ্ঞাপন করেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংও। তিনি নিজের ট্যুইট বার্তায় লিখেছেন– ‘সুরেশ রায়নার  পিতৃবিয়োগ হয়েছে– খবরটা শুনে আমি মর্মাহত। আমি ওর পাশে আছি।’ পাশাপাশি ভাজ্জি এও লিখেছেন– ‘আঙ্কেলজি! আপনি যেখানেই থাকুন– শান্তিতে থাকুন।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমার ভরসার স্তম্ভটাই চলে গেল: রায়না

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ রবিবার বসন্ত পঞ্চমীর ঠিক পরের দিনটাতেই গোটা দেশকে কাঁদিয়ে চলে গিয়েছেন সুরসম্রাজ্ঞ্রী  লতা মঙ্গেশকর। ভারতীয় সঙ্গীত জগৎ মাতৃহারা হয়েছে।আর একই দিনে পিতৃহারা হলেন সুরেশ রায়না। সুরেশ রায়নার বাবা ক্রিলোকচাঁদ রায়না বেশ কিছুদিন ধরেই দূরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। মাঝে পরিস্থিতি বেশ জটিল হয়েছিল। কিছুটা সুস্থ হওয়ার মুখেই ফের তিনি অসুস্থ হয়ে পড়েন।

অবশেষে রবিবার নিজের উত্তর প্রদেশের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন সুরেশের বাবা তথা সেনাবাহিনীর প্রাক্তন  অফিসার ত্রিলোকচাঁদ রায়না। আদতে তাঁরা ছিলেন কাশ্মীরের বাসিন্দা। চাকরি সূত্রে উত্তরপ্রদেশে আসা। আর সেখানেই পাকাপাকিভাবে থেকে যাওয়া। সুরেশ রায়নারও বেড়ে ওঠা উত্তরপ্রদেশেই। বাবার মৃত্যুতে  শোকাহত সুরেশ রায়না বলেন– ‘আমার সামনে থেকে মূল ভরসার জায়গাটাই চলে গেল। বাবার মৃত্যু কতটা শূন্য করে দিয়ে গেল আমায় সেটা  ভাষায় প্রকাশ করতে পারব না। আমি শুধু পিতৃহারাই হলাম না। আমার সাফল্যের স্তম্ভটাই চলে গেল। শেষ নিশ্বাস পর্যন্ত তিনি আমার কাছে একজন প্রকৃত পিতা ছিলেন।

বাবা আপনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন। আপনাকে আমরা সবসময়ই মিস করব।’ সুরেশ রায়নার পাশে দাঁড়িয়ে শোকজ্ঞাপন করেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংও। তিনি নিজের ট্যুইট বার্তায় লিখেছেন– ‘সুরেশ রায়নার  পিতৃবিয়োগ হয়েছে– খবরটা শুনে আমি মর্মাহত। আমি ওর পাশে আছি।’ পাশাপাশি ভাজ্জি এও লিখেছেন– ‘আঙ্কেলজি! আপনি যেখানেই থাকুন– শান্তিতে থাকুন।’