২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রহস্যমৃত্যু! ১৪ দিনের মাথায় ফের তৃতীয় রুশ নাগরিকের দেহ উদ্ধার ওড়িশায়

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 54

পুবের কলম, ওয়েবডেস্ক : ওড়িশায় ফের এক রাশিয়ান নাগরিকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ১৪ দিনের মাথায় এই নিয়ে তৃতীয় রুশ নাগরিকের মৃত্যু হল। পুলিশ জানিয়েছে, মৃত রাশিয়ান নাগরিকের নাম মিলিয়াকভ সের্গেই। জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ বন্দরে নোঙর করা একটি জাহাজ থেকে মঙ্গলবার রাশিয়ান নাগরিককে মৃত অবস্থায় পাওয়া গেছে।  মিলিয়াকভ ছিলেন ওই জাহাজের প্রধান ইঞ্জিনিয়ার। জাহাজে ভারতীয় ও রাশিয়ান মিলে ২৩ জন নাবিক ছিলেন।

 

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

সম্প্রতি ওড়িশার রায়গড়ের একটি হোটেলে দুই রাশিয়ান নাগরিকের দেহ উদ্ধারের পর মঙ্গলবার এই নিয়ে তৃতীয় ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। আগের দুই মৃত্যুর সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: নিউটাউনে উদ্ধার তরুণীর মৃতদেহ

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ওড়িশার রায়গড়ের একটি হোটেলে রাশিয়ান আইনজীবী, ব্যবসায়ী পাভেল আন্তোভের দেহ উদ্ধার হয়। হোটেলের প্রথম তলার ছাদ থেকে আন্তোভের দেহ উদ্ধার করে পুলিশ। ওই ছাদে নির্মাণ কাজ চলছিল। জানা যায়, আন্তোভ হোটেলের তিন তলার ওপর থেকে পড়ে যান। হোটেলের তিন তলার ঘরে আন্তোভ তার বন্ধু ভ্লাদিমির বিদেনভ এবং অন্য দুই রাশিয়ান নাগরিকের সঙ্গে ছিলেন। আন্তোভের মৃত্যুর ঠিক দুদিন পরেই রহস্যজনকভাবে তার বন্ধু, অপর রুশ নাগরিক ভ্লাদিমির বিদেনভকে ওই একই হোটেল থেকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিদেনভের।

আরও পড়ুন: আইআইটি পড়ুয়ার রহস্যমৃত্যু উদঘাটনে এবার সিট গড়লো কলকাতা হাইকোর্ট

 

পুলিশি রিপোর্টে জানানো হয়, বিদেনভের হার্ট অ্যাটাক হয়েছে অত্যধিক ওয়াইন সেবনের কারণে।  এদিকে পাভেল আন্তোভের মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমে তীব্র জল্পনা-কল্পনা শুরু হয়। তথ্য অনুসারে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধের তীব্র সমালোচনা করেছিলেন এই আন্তোভ। রাশিয়ায় একজন আইন প্রণেতা ছিলেন তিনি।

 

সূত্রের খবর, এর আগেও ভ্লাদিমির পুতিনের সমালোচনার জন্য বেশ কয়েকজন ব্যবসায়ীদের অতীতে রাশিয়ায় একইভাবে মৃত্যু হয়েছে। যদিও রাশিয়ান দূতাবাস জানিয়েছে, ওড়িশা পুলিশ এখনও হোটেলের দুই নাগরিকের মৃত্যুর কোনও অপরাধমূলক কারণ খুঁজে পায়নি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রহস্যমৃত্যু! ১৪ দিনের মাথায় ফের তৃতীয় রুশ নাগরিকের দেহ উদ্ধার ওড়িশায়

আপডেট : ৩ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক : ওড়িশায় ফের এক রাশিয়ান নাগরিকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ১৪ দিনের মাথায় এই নিয়ে তৃতীয় রুশ নাগরিকের মৃত্যু হল। পুলিশ জানিয়েছে, মৃত রাশিয়ান নাগরিকের নাম মিলিয়াকভ সের্গেই। জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ বন্দরে নোঙর করা একটি জাহাজ থেকে মঙ্গলবার রাশিয়ান নাগরিককে মৃত অবস্থায় পাওয়া গেছে।  মিলিয়াকভ ছিলেন ওই জাহাজের প্রধান ইঞ্জিনিয়ার। জাহাজে ভারতীয় ও রাশিয়ান মিলে ২৩ জন নাবিক ছিলেন।

 

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

সম্প্রতি ওড়িশার রায়গড়ের একটি হোটেলে দুই রাশিয়ান নাগরিকের দেহ উদ্ধারের পর মঙ্গলবার এই নিয়ে তৃতীয় ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। আগের দুই মৃত্যুর সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: নিউটাউনে উদ্ধার তরুণীর মৃতদেহ

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ওড়িশার রায়গড়ের একটি হোটেলে রাশিয়ান আইনজীবী, ব্যবসায়ী পাভেল আন্তোভের দেহ উদ্ধার হয়। হোটেলের প্রথম তলার ছাদ থেকে আন্তোভের দেহ উদ্ধার করে পুলিশ। ওই ছাদে নির্মাণ কাজ চলছিল। জানা যায়, আন্তোভ হোটেলের তিন তলার ওপর থেকে পড়ে যান। হোটেলের তিন তলার ঘরে আন্তোভ তার বন্ধু ভ্লাদিমির বিদেনভ এবং অন্য দুই রাশিয়ান নাগরিকের সঙ্গে ছিলেন। আন্তোভের মৃত্যুর ঠিক দুদিন পরেই রহস্যজনকভাবে তার বন্ধু, অপর রুশ নাগরিক ভ্লাদিমির বিদেনভকে ওই একই হোটেল থেকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিদেনভের।

আরও পড়ুন: আইআইটি পড়ুয়ার রহস্যমৃত্যু উদঘাটনে এবার সিট গড়লো কলকাতা হাইকোর্ট

 

পুলিশি রিপোর্টে জানানো হয়, বিদেনভের হার্ট অ্যাটাক হয়েছে অত্যধিক ওয়াইন সেবনের কারণে।  এদিকে পাভেল আন্তোভের মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমে তীব্র জল্পনা-কল্পনা শুরু হয়। তথ্য অনুসারে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধের তীব্র সমালোচনা করেছিলেন এই আন্তোভ। রাশিয়ায় একজন আইন প্রণেতা ছিলেন তিনি।

 

সূত্রের খবর, এর আগেও ভ্লাদিমির পুতিনের সমালোচনার জন্য বেশ কয়েকজন ব্যবসায়ীদের অতীতে রাশিয়ায় একইভাবে মৃত্যু হয়েছে। যদিও রাশিয়ান দূতাবাস জানিয়েছে, ওড়িশা পুলিশ এখনও হোটেলের দুই নাগরিকের মৃত্যুর কোনও অপরাধমূলক কারণ খুঁজে পায়নি।