নাজিরগঞ্জে দুইভাইয়ের রহস্যজনক মৃত্যু, গঙ্গার ঘাট থেকে দেহ উদ্ধার

- আপডেট : ২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার
- / 8
আইভি আদক, হাওড়া: একই পরিবারে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার হলো হাওড়ার নাজিরগঞ্জ থানা এলাকার পোদরা পাঁচপাড়ার গঙ্গার ঘাট থেকে।
জানা গেছে, সোমবার সকালে বাড়ির পাশের একটি মাঠে খেলা করছিল দুই ভাই। এরপর দুপুরের পর থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় তারা। দীর্ঘ সময় ধরে পরিবারের লোক এবং এলাকার স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি পরও প্রথমে খোঁজ পাওয়া যায়নি দুই ভাইয়ের। এরপর পরিবারের লোকেরা রাতে নাজিরগঞ্জ তদন্তকেন্দ্রে গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করতে এসে সেখান থেকে খবর পান দুই নাবালকের দেহ উদ্ধার হয় পোদরায় গঙ্গার ঘাট থেকে।
মা রানী খাতুন, কেন আমাদের ছেলেদের এই ভাবে মারা হল কিছু বুঝতে পারছি না। গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল কিনা বুঝতে পারছি না।
পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ।