উত্তরা মাইলস্টোন কলেজ: বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম প্রকাশ

- আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার
- / 53
পুবের কলম,ওয়েবডেস্ক: আজ দুপুর ১ টার দিকে ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজে ভেঙে পড়ে প্রশিক্ষণপ্রাপ্ত একটি বিমান। যেই ঘটনায় এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত বহু। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
এদিকে গুরুতর আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করেছে ফায়ার সার্ভিস। দুপুর সাড়ে ৩ টে নাগাদ মোট ২৮ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে।
ইনস্টিটিউটের ভর্তি তালিকায় এই ২৮ জনের নাম রয়েছে। তাঁরা হলেন:
*শামীম ইউসুফ(১৪),
*মাহিন (১৫),
*আবিদ(১৭),
*রফি বড়ুয়া(২১),
*সায়েম (১২),
*সায়েম ইউসুফ (১৪),
*মুনতাহা (১১),
*নাফি (বয়স জানা যায়নি)
*মেহেরিন(১২),
*আয়মান (১০),
* জায়েনা (১৩),
* ইমন(১৭),
*রোহান (১৪),
*আবিদ (৯),
*আশরাফ (৩৭),
*ইউশা (১১),
*পায়েল (১২),
*আলবেরা (১০),
*তাসমিয়া (১৫),
*মাহিয়া (বয়স জানা যায়নি),
*অয়ন (১৪),
*ফয়াজ (১৪),
*মাসুমা (৩৮),
*মাহাতা (১৪),
*শামীম (বয়স জানা যায়নি)
*জাকির (৫৫),
*নিলয়(১৪),
*সামিয়া (বয়স জানা যায়নি)