০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নয়া ২ গ্যাসক্ষেত্রের খোঁজ মিলল সউদিতে

ইমামা খাতুন
  • আপডেট : ১ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 6

পুবের কলম ওয়েব ডেস্কঃ  দু’টি নতুন প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে সউদি আরব। বুধবার দেশটির জ্বালানি মন্ত্রী যুবরাজ আবদুল আজিজ বিন সালমান এ তথ্য জানিয়েছেন। সউদির রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, হোফুফ শহর থেকে ১৪২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ঘাওয়ার গ্যাস ক্ষেত্রের দক্ষিণ-পশ্চিমে ‘আওতাদ’ নামের আরেকটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এছাড়া আল-দাহনা নামের নতুন প্রাকৃতিক  গ্যাসক্ষেত্র পাওয়া গেছে, যার অবস্থান ধাহরান শহরের ২৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

 

সউদির সবচেয়ে বড় রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি সউদি আরামকো এই দু’টি গ্যাসক্ষেত্রের সন্ধান পায়। জ্বালানিমন্ত্রী যুবরাজ আবদুল আজিজ বিন সালমান বলেন, এই দুই নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়ায় সউদির প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ আরও বেড়ে যাবে এবং তা জাতীয় উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। তিনি আরও মন্তব্য করেন, এই গ্যাস ক্ষেত্র আবিষ্কারের মাধ্যমে আবারও প্রমাণ হল সউদি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এর আগে গত ফেব্রুয়ারিতেও সউদি আরব ৪টি নতুন প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কারের কথা জানিয়েছিল। সেগুলো থেকে দৈনিক ৬ কোটি ঘনফুটের বেশি গ্যাস উত্তোলন করা যাবে বলে জানানো হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নয়া ২ গ্যাসক্ষেত্রের খোঁজ মিলল সউদিতে

আপডেট : ১ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ  দু’টি নতুন প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে সউদি আরব। বুধবার দেশটির জ্বালানি মন্ত্রী যুবরাজ আবদুল আজিজ বিন সালমান এ তথ্য জানিয়েছেন। সউদির রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, হোফুফ শহর থেকে ১৪২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ঘাওয়ার গ্যাস ক্ষেত্রের দক্ষিণ-পশ্চিমে ‘আওতাদ’ নামের আরেকটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এছাড়া আল-দাহনা নামের নতুন প্রাকৃতিক  গ্যাসক্ষেত্র পাওয়া গেছে, যার অবস্থান ধাহরান শহরের ২৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

 

সউদির সবচেয়ে বড় রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি সউদি আরামকো এই দু’টি গ্যাসক্ষেত্রের সন্ধান পায়। জ্বালানিমন্ত্রী যুবরাজ আবদুল আজিজ বিন সালমান বলেন, এই দুই নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়ায় সউদির প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ আরও বেড়ে যাবে এবং তা জাতীয় উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। তিনি আরও মন্তব্য করেন, এই গ্যাস ক্ষেত্র আবিষ্কারের মাধ্যমে আবারও প্রমাণ হল সউদি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এর আগে গত ফেব্রুয়ারিতেও সউদি আরব ৪টি নতুন প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কারের কথা জানিয়েছিল। সেগুলো থেকে দৈনিক ৬ কোটি ঘনফুটের বেশি গ্যাস উত্তোলন করা যাবে বলে জানানো হয়।