১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কেউ আইনের উর্ধ্বে নন, কোভিড বিধি মেনেই প্রবেশ করতে হবে, জোকোভিচ কে কড়া বার্তা স্পেনের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ জানুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 36

 

পুবের কলম ওয়েবডেস্কঃ আইনের উর্ধ্বে কেউ নন,তাই নোভাক জোকোভিচ কে স্পেনে খেলতে গেলে মানতেই হবে কোভিড প্রটোকল। সাফ জানিয়ে দিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ।

বিশ্বের এক নম্বর এই সার্বিয়ান টেনিস তারকাকে নিয়ে বেশ কিছুূদিন ধরেই চলছে টানাপোড়েন। কোভিড বিধি ভঙ্গ করা, টিকা না নেওয়া, করোনা আক্রান্ত হয়েও অবাধ ঘোরাঘুরি, ইন্টারভিউ দেওয়া সবই করেছেন জোকোভিচ।

অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হকে বলছেন, টিকা না নেওয়া জোকোভিচকে অস্ট্রেলিয়ায় থাকতে দিলে সেটি টিকাবিরোধী মানসিকতাকে উৎসাহিত করতে পারে, পাশাপাশি অস্ট্রেলিয়ার সাধারণ জনগণের মধ্যেও ক্ষোভ দেখা দিতে পারে। হকের সই করা বিবৃতিতে এ-ও বলে দেওয়া আছে, এবার জোকোভিচ আপিল না করলে কিংবা আপিল করেও না জিতলে আগামী তিন বছরে অস্ট্রেলিয়ায় ভিসা পাবেন না তিনি!

এবার স্পেনের প্রধানমন্ত্রীও জানিয়ে দিলেন যে কোন ক্রীড়াবিদ তাঁদের দেশে এসে খেলতেই পারেন কিন্তু তাঁকে যথাযথ কোভিড প্রটোকল মানতে হবে। কেউ আইনের উর্ধ্বে নন।

স্পেনের কোভিড বিধি অনুসারে সে দেশে প্রবেশ করতে হলে টিকাকরণের শংসাপত্র, আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট বা কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার রিপোর্ট দেখাতে হয়। কোনও বিদেশির কোভিড সংক্রমণ হলে তাঁকেও কড়া কোয়ারান্টাইন বিধির মধ্যে দিয়ে যেতে হবে। তাই স্পেনেও কোন সুবিধা পাচ্ছেন না জোকোভিচ।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেউ আইনের উর্ধ্বে নন, কোভিড বিধি মেনেই প্রবেশ করতে হবে, জোকোভিচ কে কড়া বার্তা স্পেনের

আপডেট : ১৮ জানুয়ারী ২০২২, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ আইনের উর্ধ্বে কেউ নন,তাই নোভাক জোকোভিচ কে স্পেনে খেলতে গেলে মানতেই হবে কোভিড প্রটোকল। সাফ জানিয়ে দিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ।

বিশ্বের এক নম্বর এই সার্বিয়ান টেনিস তারকাকে নিয়ে বেশ কিছুূদিন ধরেই চলছে টানাপোড়েন। কোভিড বিধি ভঙ্গ করা, টিকা না নেওয়া, করোনা আক্রান্ত হয়েও অবাধ ঘোরাঘুরি, ইন্টারভিউ দেওয়া সবই করেছেন জোকোভিচ।

অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হকে বলছেন, টিকা না নেওয়া জোকোভিচকে অস্ট্রেলিয়ায় থাকতে দিলে সেটি টিকাবিরোধী মানসিকতাকে উৎসাহিত করতে পারে, পাশাপাশি অস্ট্রেলিয়ার সাধারণ জনগণের মধ্যেও ক্ষোভ দেখা দিতে পারে। হকের সই করা বিবৃতিতে এ-ও বলে দেওয়া আছে, এবার জোকোভিচ আপিল না করলে কিংবা আপিল করেও না জিতলে আগামী তিন বছরে অস্ট্রেলিয়ায় ভিসা পাবেন না তিনি!

এবার স্পেনের প্রধানমন্ত্রীও জানিয়ে দিলেন যে কোন ক্রীড়াবিদ তাঁদের দেশে এসে খেলতেই পারেন কিন্তু তাঁকে যথাযথ কোভিড প্রটোকল মানতে হবে। কেউ আইনের উর্ধ্বে নন।

স্পেনের কোভিড বিধি অনুসারে সে দেশে প্রবেশ করতে হলে টিকাকরণের শংসাপত্র, আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট বা কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার রিপোর্ট দেখাতে হয়। কোনও বিদেশির কোভিড সংক্রমণ হলে তাঁকেও কড়া কোয়ারান্টাইন বিধির মধ্যে দিয়ে যেতে হবে। তাই স্পেনেও কোন সুবিধা পাচ্ছেন না জোকোভিচ।