গবেষণায় বরাদ্দ কমিয়েছে ট্রাম্প, এবার আমেরিকা ছাড়ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক

- আপডেট : ১১ অক্টোবর ২০২৫, শনিবার
- / 217
পুবের কলম, ওয়েবডেস্ক: দ্বিতীয়বার মার্কিন মসনদে বসে জেনো বেপরোয়া হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় ফিরে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেন নিয়েছেন তিনি। ‘আমেরিকা ফাস্ট’ নীতি নিয়ে চলছে মার্কিন প্রশাসন। ক্ষমতায় ফিরেই একাধিক বিশ্ববিদ্যালয়ের আর্থিক বরাদ্দ কমিয়েছেন ট্রাম্প।
উচ্চশিক্ষা, গবেষণায় অর্থ দেওয়া ট্রাম্পের কাছে ‘বাড়তি খরচ’। এই পরিস্থিতিতে বহু অধ্যাপক, গবেষকই আর আমেরিকায় থাকতে চান না। এবার আমেরিকা ছাড়ার সিদ্ধান্ত নিলেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক গঙ্গোপাধ্যায়। আগামী বছর থেকে তাঁরা সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ে পড়ানো এবং গবেষণার কাজে যোগ দিতে পারেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।
জুরিখ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফ্লোরিয়ান শয়ের নিশ্চিত করে জানিয়েছেন, “দ্রুত বিশ্ববিদ্যালয়ের কাজে যোগ দেবেন তিনি। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডাফলো আমাদের বিশ্ববিদ্যালয়ে যে যোগ দিচ্ছেন, তা ঐতিহাসিক। আমাদের প্রতিষ্ঠানের মর্যাদা আরও বাড়বে।”
উল্লেখ্য, আমেরিকার ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী এস্থার ডাফলো। তবে এবার সেই কর্মক্ষেত্র বদলাতে চলেছেন নোবেলজয়ী দম্পতি। আগামী বছর তাঁরা যোগ দিচ্ছেন সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ে। সেখানে ‘সেন্টার ফর ডেভেলপমেন্ট ইকনমিকস’ গড়ে নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে চান অভিজিৎ-এস্থার। নোবেলজয়ী দম্পতি এক বিবৃতিতে জানিয়েছেন, জুরিখ বিশ্ববিদ্যালয় গবেষণা ও নীতি-নির্ভর কাজের জন্য আদর্শ পরিবেশ রয়েছে বলে তাঁদের বিশ্বাস। কাজের ক্ষেত্রকে আরও বিস্তৃত করবে।