২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার টলিউডে রাজ- বাবুল যুগলবন্দী! নয়া কেমিস্ট্রির অপেক্ষায় অনুরাগীরা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২১ জানুয়ারী ২০২২, শুক্রবার
  • / 42

 

পুবের কলম ওয়েবডেস্কঃ আপাতত টলিউড জুড়ে একটাই ফিসফাস৷ কামব্যাক করছেন বাবুল সুপ্রিয়। জনপ্রিয় গায়ক, তারপর রাজনীতিতে বিজেপির হয়ে ময়দানে। আসানসোলের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী। এরপর পদ্ম শিবিরের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে তৃণমূলে নিজের রাজনীতি জীবনের সেকেন্ড ইনিংস শুরু করেছেন বাবুল।

আরও পড়ুন: চিত্রগ্রাহক গিল্ডে আর্থিক তছরুপ, প্রতিবাদে সভাপতির পদত্যাগ

 

আরও পড়ুন: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে টলি তারকারা, শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শর্মিলা-মমতা-স্বস্তিকাদের

বাবুলের লুকটেস্টও ইতিমধ্যেই সম্পন্ন। পরিচালক, প্রযোজক রাজ চক্রবর্তী তাঁর আগামী সিরিয়ালের জন্য মুখ্য চরিত্র হিসেবে বেছে নিয়েছেন বাবুলকে।
ছোটপর্দার জনপ্রিয় নায়িকা দেবচন্দ্রিমা সিংহ রায়ের বিপরীতে দেখা যাবে বাবুলকে।

আরও পড়ুন: বিধায়ক পদে শপথ নিলেন বাবুল সুপ্রিয়

সম্প্রতি রাজ চক্রবর্তী পরিচালিত রিয়ালিটি শো ‘সংগীতের মহামঞ্চ’-এ অতিথি বিচারক হিসাবে উপস্থিত হয়েছিলেন বাবুল। উস্তাদ রশিদ খানের বিবাহবার্ষিকীর পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল রাজ ও বাবুলকে, সেখানে তাঁদের সঙ্গে হাজির ছিলেন সংগীতশিল্পী অভিজিৎও। সেখানেই আড্ডার মাঝে বাবুলের সঙ্গে কাজ করার ইচ্ছার কথা বলেন
রাজ।

উল্লেখ্য রাজনীতিতে নিজের নতুন ইনিংস শুরু করেছেন পরিচালক রাজ চক্রবর্তী, তৃণমূলে যোগদান করার পর ভোটে জিতে এখন তিনি ব্যারাকপুরের বিধায়ক। বাবুলও এখন জোড়াফুল শিবিরের প্রথম সারির সৈনিক। আপাতত রুপোলি পর্দায় তাঁদের কেমিস্ট্রি টা কেমন জমে তা দেখার জন্যই অনুরাগীদের অধীর অপেক্ষা।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার টলিউডে রাজ- বাবুল যুগলবন্দী! নয়া কেমিস্ট্রির অপেক্ষায় অনুরাগীরা

আপডেট : ২১ জানুয়ারী ২০২২, শুক্রবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ আপাতত টলিউড জুড়ে একটাই ফিসফাস৷ কামব্যাক করছেন বাবুল সুপ্রিয়। জনপ্রিয় গায়ক, তারপর রাজনীতিতে বিজেপির হয়ে ময়দানে। আসানসোলের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী। এরপর পদ্ম শিবিরের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে তৃণমূলে নিজের রাজনীতি জীবনের সেকেন্ড ইনিংস শুরু করেছেন বাবুল।

আরও পড়ুন: চিত্রগ্রাহক গিল্ডে আর্থিক তছরুপ, প্রতিবাদে সভাপতির পদত্যাগ

 

আরও পড়ুন: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে টলি তারকারা, শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শর্মিলা-মমতা-স্বস্তিকাদের

বাবুলের লুকটেস্টও ইতিমধ্যেই সম্পন্ন। পরিচালক, প্রযোজক রাজ চক্রবর্তী তাঁর আগামী সিরিয়ালের জন্য মুখ্য চরিত্র হিসেবে বেছে নিয়েছেন বাবুলকে।
ছোটপর্দার জনপ্রিয় নায়িকা দেবচন্দ্রিমা সিংহ রায়ের বিপরীতে দেখা যাবে বাবুলকে।

আরও পড়ুন: বিধায়ক পদে শপথ নিলেন বাবুল সুপ্রিয়

সম্প্রতি রাজ চক্রবর্তী পরিচালিত রিয়ালিটি শো ‘সংগীতের মহামঞ্চ’-এ অতিথি বিচারক হিসাবে উপস্থিত হয়েছিলেন বাবুল। উস্তাদ রশিদ খানের বিবাহবার্ষিকীর পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল রাজ ও বাবুলকে, সেখানে তাঁদের সঙ্গে হাজির ছিলেন সংগীতশিল্পী অভিজিৎও। সেখানেই আড্ডার মাঝে বাবুলের সঙ্গে কাজ করার ইচ্ছার কথা বলেন
রাজ।

উল্লেখ্য রাজনীতিতে নিজের নতুন ইনিংস শুরু করেছেন পরিচালক রাজ চক্রবর্তী, তৃণমূলে যোগদান করার পর ভোটে জিতে এখন তিনি ব্যারাকপুরের বিধায়ক। বাবুলও এখন জোড়াফুল শিবিরের প্রথম সারির সৈনিক। আপাতত রুপোলি পর্দায় তাঁদের কেমিস্ট্রি টা কেমন জমে তা দেখার জন্যই অনুরাগীদের অধীর অপেক্ষা।