২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার হাওড়া থেকে পটনা পর্যন্ত চলবে বন্দে ভারত এক্সপ্রেস

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ জুন ২০২৩, বুধবার
  • / 38

পুবের কলম প্রতিবেদক: দেশের নানান প্রান্তকে দ্রুতগতির বন্দে ভারত ট্রেন উপহার দিচ্ছে ভারতীয় রেল। এবার অঙ্গ আর বঙ্গকে জুড়তে চলেছে নরেন্দ্র মোদির নয়া বন্দে ভারত এক্সপ্রেস। সাহিত্য ও ইতিহাসের অঙ্গ মানে বিহার আর বঙ্গ মানে বাংলা। সেই দুই রাজ্যের দুই রাজধানীকে জুড়তে চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস। সব কিছু ঠিক থাকলে চলতি বছরে পুজোর আগেই চালু হতে পারে এই নয়া ট্রেন।

জানা গিয়েছে, হাওড়া ও পটনার মধ্যে চলাচল করবে এই ট্রেন। সপ্তাহে ৬দিন মিলবে এই পরিষেবা। সূত্রের খবর, হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেস সকালবেলায় হাওড়া থেকে ছাড়বে ও রাতের মধ্যে ফের ফিরে আসবে। রুটের মধ্যে আসানসোল, জসিডি ও বক্তিয়ারপুরে স্টেশনে স্টপেজ থাকতে পারে।

আরও পড়ুন: আসন বদল নিয়ে ঝামেলা, বন্দে ভারত এক্সপ্রেসের এক যাত্রীকে মারধরের অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে

রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে বারাণসী রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালুর কথা থাকলেও প্রধানমন্ত্রী চাইছেন তার আগে হাওড়া ও পটনার মধ্যে এই ট্রেন চালু হোক। সেই কারণেই পুজোর আগেই এই ট্রেন চালু করে দেওয়ার উদ্যোগী হয়েছে রেল। এটা চালু হলে হাওড়া-এনজেপি, হাওড়া-পুরী এবং এনজেপি-গুয়াহাটির পর বাংলার চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে। এ নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সবদিক বিবেচনা করছে ভারতীয় রেল বোর্ড।

আরও পড়ুন: সোদপুর নির্যাতিতা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত আরিয়ান খান

 

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

প্রসঙ্গত, গত শনিবার মুম্বই-গোয়া রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের কথা ছিল। কিন্তু ২জুন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে তা বাতিল হয়। রেল সূত্রের খবর, এখনও পর্যন্ত নতুন করে উদ্বোধনের দিনক্ষণ স্থির হয়নি। তবে শীঘ্রই তা ঘোষণা করা হবে। জানা যাচ্ছে, এরপরেই তালিকায় থাকতে পারে হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেসের নাম। একইসঙ্গে পটনা-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসও থাকতে পারে সেই তালিকায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বাংলার মানুষের মন জয়ে উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কারণে অভিজাত বন্দে ভারত এক্সপ্রেস চালুর দিকে নজর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই রেলমন্ত্রক জানিয়ে দিয়েছে, আগামী মাসের মধ্যে দেশের সবক’টি রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলবে। পরের মাঝামাঝি সময়ে গোটা দেশের ২০০টি শহরে বন্দে ভারত এক্সপ্রেস চালাতে চাইছে রেল।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার হাওড়া থেকে পটনা পর্যন্ত চলবে বন্দে ভারত এক্সপ্রেস

আপডেট : ১৪ জুন ২০২৩, বুধবার

পুবের কলম প্রতিবেদক: দেশের নানান প্রান্তকে দ্রুতগতির বন্দে ভারত ট্রেন উপহার দিচ্ছে ভারতীয় রেল। এবার অঙ্গ আর বঙ্গকে জুড়তে চলেছে নরেন্দ্র মোদির নয়া বন্দে ভারত এক্সপ্রেস। সাহিত্য ও ইতিহাসের অঙ্গ মানে বিহার আর বঙ্গ মানে বাংলা। সেই দুই রাজ্যের দুই রাজধানীকে জুড়তে চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস। সব কিছু ঠিক থাকলে চলতি বছরে পুজোর আগেই চালু হতে পারে এই নয়া ট্রেন।

জানা গিয়েছে, হাওড়া ও পটনার মধ্যে চলাচল করবে এই ট্রেন। সপ্তাহে ৬দিন মিলবে এই পরিষেবা। সূত্রের খবর, হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেস সকালবেলায় হাওড়া থেকে ছাড়বে ও রাতের মধ্যে ফের ফিরে আসবে। রুটের মধ্যে আসানসোল, জসিডি ও বক্তিয়ারপুরে স্টেশনে স্টপেজ থাকতে পারে।

আরও পড়ুন: আসন বদল নিয়ে ঝামেলা, বন্দে ভারত এক্সপ্রেসের এক যাত্রীকে মারধরের অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে

রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে বারাণসী রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালুর কথা থাকলেও প্রধানমন্ত্রী চাইছেন তার আগে হাওড়া ও পটনার মধ্যে এই ট্রেন চালু হোক। সেই কারণেই পুজোর আগেই এই ট্রেন চালু করে দেওয়ার উদ্যোগী হয়েছে রেল। এটা চালু হলে হাওড়া-এনজেপি, হাওড়া-পুরী এবং এনজেপি-গুয়াহাটির পর বাংলার চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে। এ নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সবদিক বিবেচনা করছে ভারতীয় রেল বোর্ড।

আরও পড়ুন: সোদপুর নির্যাতিতা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত আরিয়ান খান

 

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

প্রসঙ্গত, গত শনিবার মুম্বই-গোয়া রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের কথা ছিল। কিন্তু ২জুন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে তা বাতিল হয়। রেল সূত্রের খবর, এখনও পর্যন্ত নতুন করে উদ্বোধনের দিনক্ষণ স্থির হয়নি। তবে শীঘ্রই তা ঘোষণা করা হবে। জানা যাচ্ছে, এরপরেই তালিকায় থাকতে পারে হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেসের নাম। একইসঙ্গে পটনা-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসও থাকতে পারে সেই তালিকায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বাংলার মানুষের মন জয়ে উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কারণে অভিজাত বন্দে ভারত এক্সপ্রেস চালুর দিকে নজর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই রেলমন্ত্রক জানিয়ে দিয়েছে, আগামী মাসের মধ্যে দেশের সবক’টি রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলবে। পরের মাঝামাঝি সময়ে গোটা দেশের ২০০টি শহরে বন্দে ভারত এক্সপ্রেস চালাতে চাইছে রেল।