২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এবার গুগল ম্যাপেই দেখা যাবে আপনার ট্রেনের রিয়েল টাইম, কি ভাবে জেনে নিন

ইমামা খাতুন
  • আপডেট : ১ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 177

পুবের কলম ওয়েব ডেস্ক: বর্তমানে ট্রেনের রিয়েল টাইম দেখার জন্য একাধিক অ্যাপ রয়েছে। থার্ড পার্টি অ্যাপের মধ্যে ‘Where is My Train’ নামক অ্যাপের জনপ্রিয়তা সবথেকে বেশি বললেই চলে। অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারী ট্রেনে সফরকালে এই অ্যাপটি ব্যবহার করে থাকেন। ট্রেনে সফরের সময় রিয়েল টাইম লোকেশন দেখা প্রয়োজন হয় প্রায় প্রত্যেকের। তাই ‘where is my train’ এর মতই গুগল ম্যাপের সাহায্যেও জেনে যাবেন আপনার ট্রেনের রিয়েল টাইম।

পুরো প্রক্রিয়াটি খুব সহজ হলেও যেহেতু অনেকেই Google Map এর ট্রেন লাইভ লোকেশন ব্যবহার করেন না সেকারণে তাঁদের মধ্যে অনেকের অজানা। পুরো পদ্ধতি জানুন-

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

১ প্রথমে নিজের মোবাইল থেকে Google Map ওপেন করুন।

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

২ এরপর গন্তব্য ট্রেন স্টেশন বা গন্তব্য স্থান সিলেক্ট করুন।

আরও পড়ুন: আহমেদাবাদ-কলকাতা এক্সপ্রেস থেকে যুবকের দেহ উদ্ধার

৩ এরপর উপরে দেওয়া একাধিক আইকনের মধ্যে ট্রেনের আইকন সিলেক্ট করুন। দুই চাকা এবং হাঁটার মাঝেই পাবেন এই আইকনটি।

৪ এরপর রুট অপশনে ট্রেন সিলেক্ট করুন।

৫ তারপর নেক্সট ক্লিক করে ট্রেনের নাম সিলেক্ট করে লাইভ স্টেটাস দেখতে পারবেন।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার গুগল ম্যাপেই দেখা যাবে আপনার ট্রেনের রিয়েল টাইম, কি ভাবে জেনে নিন

আপডেট : ১ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক: বর্তমানে ট্রেনের রিয়েল টাইম দেখার জন্য একাধিক অ্যাপ রয়েছে। থার্ড পার্টি অ্যাপের মধ্যে ‘Where is My Train’ নামক অ্যাপের জনপ্রিয়তা সবথেকে বেশি বললেই চলে। অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারী ট্রেনে সফরকালে এই অ্যাপটি ব্যবহার করে থাকেন। ট্রেনে সফরের সময় রিয়েল টাইম লোকেশন দেখা প্রয়োজন হয় প্রায় প্রত্যেকের। তাই ‘where is my train’ এর মতই গুগল ম্যাপের সাহায্যেও জেনে যাবেন আপনার ট্রেনের রিয়েল টাইম।

পুরো প্রক্রিয়াটি খুব সহজ হলেও যেহেতু অনেকেই Google Map এর ট্রেন লাইভ লোকেশন ব্যবহার করেন না সেকারণে তাঁদের মধ্যে অনেকের অজানা। পুরো পদ্ধতি জানুন-

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

১ প্রথমে নিজের মোবাইল থেকে Google Map ওপেন করুন।

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

২ এরপর গন্তব্য ট্রেন স্টেশন বা গন্তব্য স্থান সিলেক্ট করুন।

আরও পড়ুন: আহমেদাবাদ-কলকাতা এক্সপ্রেস থেকে যুবকের দেহ উদ্ধার

৩ এরপর উপরে দেওয়া একাধিক আইকনের মধ্যে ট্রেনের আইকন সিলেক্ট করুন। দুই চাকা এবং হাঁটার মাঝেই পাবেন এই আইকনটি।

৪ এরপর রুট অপশনে ট্রেন সিলেক্ট করুন।

৫ তারপর নেক্সট ক্লিক করে ট্রেনের নাম সিলেক্ট করে লাইভ স্টেটাস দেখতে পারবেন।