ওবিসি সংরক্ষণ: হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েই সমাধানের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার

- আপডেট : ৩ জুন ২০২৫, মঙ্গলবার
- / 590
আবদুল ওদুদ : ওবিসি সংরক্ষণ আইন নিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং সরকারের বিভিন্ন দফতরে চাকরির ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছে, সেই সমস্যার সমাধানে উদ্যোগী হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার এক বৈঠকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই ওবিসি নিয়ে রাজ্যের সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য সরকার।
এদিন ওবিসি (এ) তে ৭ শতাংশ এবং ওবিসি (বি) তে ১০ শতাংশ সংরক্ষণের নিয়মকেই পুনর্বহাল রাখল রাজ্য মন্ত্রিসভা। জনগোষ্ঠীর ক্ষেত্রে ওবিসি (এ) তে ৪৯ টি এবং ওবিসি (বি) তে ৯১ টি মোট ১৪০ টি জনগোষ্ঠীকে সংরক্ষণের আওতায় আনা হল। এখনও ৪৩ টি জনগোষ্ঠী পর্যবেক্ষণের আওতায় থাকল। এই হিসেবে অনুযায়ী ওবিসি নিয়ে সংরক্ষণ নীতি সোমবারের মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল।
আগামী ৯ জুন থেকে শুরু হচ্ছে বিধানসভার বর্ষাকালী অধিবেশন। সেখানেই এই ওবিসি সংরক্ষণ নিয়ে বিল পেশ করা হবে। যা বিধানসভায় পাস হওয়ার পরে রাজ্যপালের কাছে পাঠানো হবে স্বাক্ষরের জন্য। ওবিসি নিয়ে সংরক্ষণ বিষয়টি চূড়ান্ত না হওয়ায় উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পড়ুয়াদের।
এছাড়া বিষয়টি ঝুলে থাকলে এসএসসি নিয়ে পরীক্ষার পর নিয়োগের ক্ষেত্রেও জটিলতা দেখা দিতে পারে। সেই কারণেই ওবিসি সমস্যা সমাধানে উদ্যোগী হল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভা বৈঠকে ওবিসি সংরক্ষণ বিধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে জানানো হয় রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ বিধি নিয়ে দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগী হতে চায় রাজ্য সরকার।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে চাকরি ক্ষেত্রে যেমন অনেক উপকৃত হবেন, তেমনি স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রেও বহু পড়ুয়া সুযোগ পাবেন। ওবিসি সংরক্ষণ আইন সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় স্কুল-কলেজ এবং সরকারের বিভিন্ন দফতরে চাকরির পরীক্ষায় হয়রানির শিকার হচ্ছে পড়ুয়া থেকে চাকরি প্রার্থীরা। সেই জটিলতা দ্রুত মিটবে বলেই মনে করছে রাজ্য মন্ত্রিসভা।
এদিনের বৈঠকে ফরাক্কাকে মহাকুমা তৈরির শিলমোহর দেওয়া হয়। মুর্শিদাবাদ সফরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন জঙ্গিপুর প্রশাসনিক জেলার ফরাক্কাকে আলাদা মহাকুমা করা হবে । প্রশাসনিক কাজকর্মের গতি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। তিনি জেলায় যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন তা পূরণ করলেন।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে ফরাক্কাকে আলাদা মহাকুমা তৈরির সিলমোহর দিলেন। সামশেরগঞ্জ, সুতি-১,সুতি-২ এবং ফরাক্কা এই ৪টি ব্লক নিয়ে তৈরি হল ফরাক্কা মহাকুমা বলে তিনি জানিয়ে দেন। আর সোমবার থেকে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা নতুন মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করল। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে জেলাটির প্রশাসনিক কাঠামোয় যুক্ত হল আরও একটি মহকুমা।