০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাতিল হচ্ছে না কোনও বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির অফলাইন পরীক্ষা, কড়া জবাব শীর্ষ আদালতের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২২, বুধবার
  • / 16

পুবের কলম, ওয়েবডেস্কঃ বাতিল হচ্ছে না কোনও বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির অফলাইন পরীক্ষা, কড়াভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দশম ও দ্বাদশ শ্রেণির অফলাইন বোর্ড পরীক্ষা বাতিলের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতের বিচারপতি এ এম খানউইলকরের নেতৃত্বে গঠিত একটি বেঞ্চ স্পষ্ট করে জানান, ‘এটি পরীক্ষা পরিচালন কর্তৃপক্ষের সম্পূর্ণ ‘নীতিহীন’ ও ‘অপরিণত’ সিদ্ধান্ত। যদি কর্তৃপক্ষের সিন্ধান্তগুলি আইনের পথে না চলে, তাহলে এটি ভুক্তভোগী ব্যক্তি দ্বারা চ্যালেঞ্জ করার একটি জায়গা থাকবে।’ শীর্ষ আদালত ভর্ৎসনা করে বলেন, ‘এই ধরনের আবেদন ছাত্রদের বিভ্রান্ত করবে। গত তিনদিন ধরে আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি কি ধরনের খবর হচ্ছে। কি ধরনের পিটিশন দাখিল করা হচ্ছে, সেগুলি প্রচার করা হচ্ছে, সেটা বন্ধ করতে হবে। এইভাবে জনস্বার্থ মামলা দায়ের করা যায় না’।

আরও পড়ুন: ২০ টি বুথে ভোট বাতিল, জানিয়ে দিল নির্বাচন কমিশন

বুধবার শুনানিতে গত বছরের সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করেন মামলাকারী অনুভা শ্রীবাস্তব সহায়ের আইনজীবী প্রশান্ত পদ্মানাভন। যে রায়ে করোনাভাইরাস পরিস্থিতিতে বিকল্প মূল্যায়ন প্রক্রিয়ার কথা বলা হয়েছিল। বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সিটি রবি কুমারের বেঞ্চ জানিয়ে দেয়, অতীতে কী হয়েছে, তার ভিত্তিতে বর্তমানে রায় দেওয়া হবে এমনটা নয়। গত বছর করোনা ভাইরাস মহামারীর বিশেষ পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে রায় দেওয়া হয়েছিল।বিচারপতি খানউইলকর বলেন,’ পড়ুয়াদের বৃথা আশা দেখায় এই ধরনের মামলা। এরকম মামলায় গুরুত্ব দিয়ে শুধুমাত্র পুরো কাঠামোয় বিভ্রান্তি বাড়ছে। কী ধরনের আবেদন দাখিল করা হচ্ছে? কর্তৃপক্ষকে (বিভিন্ন বোর্ড) সিদ্ধান্ত নিতে দেওয়া হোক। তারপর সেই নিয়মের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন।’

আরও পড়ুন: ওড়িশার দুর্ঘটনার জেরে রবিবারও বাতিল প্রায় ২০ ট্রেন

 

আরও পড়ুন: ব্রিটেনে বাতিল ‘দ্য কেরালা স্টোরি’র শো, মুক্তিতে বিলম্ব

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাতিল হচ্ছে না কোনও বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির অফলাইন পরীক্ষা, কড়া জবাব শীর্ষ আদালতের

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বাতিল হচ্ছে না কোনও বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির অফলাইন পরীক্ষা, কড়াভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দশম ও দ্বাদশ শ্রেণির অফলাইন বোর্ড পরীক্ষা বাতিলের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতের বিচারপতি এ এম খানউইলকরের নেতৃত্বে গঠিত একটি বেঞ্চ স্পষ্ট করে জানান, ‘এটি পরীক্ষা পরিচালন কর্তৃপক্ষের সম্পূর্ণ ‘নীতিহীন’ ও ‘অপরিণত’ সিদ্ধান্ত। যদি কর্তৃপক্ষের সিন্ধান্তগুলি আইনের পথে না চলে, তাহলে এটি ভুক্তভোগী ব্যক্তি দ্বারা চ্যালেঞ্জ করার একটি জায়গা থাকবে।’ শীর্ষ আদালত ভর্ৎসনা করে বলেন, ‘এই ধরনের আবেদন ছাত্রদের বিভ্রান্ত করবে। গত তিনদিন ধরে আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি কি ধরনের খবর হচ্ছে। কি ধরনের পিটিশন দাখিল করা হচ্ছে, সেগুলি প্রচার করা হচ্ছে, সেটা বন্ধ করতে হবে। এইভাবে জনস্বার্থ মামলা দায়ের করা যায় না’।

আরও পড়ুন: ২০ টি বুথে ভোট বাতিল, জানিয়ে দিল নির্বাচন কমিশন

বুধবার শুনানিতে গত বছরের সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করেন মামলাকারী অনুভা শ্রীবাস্তব সহায়ের আইনজীবী প্রশান্ত পদ্মানাভন। যে রায়ে করোনাভাইরাস পরিস্থিতিতে বিকল্প মূল্যায়ন প্রক্রিয়ার কথা বলা হয়েছিল। বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সিটি রবি কুমারের বেঞ্চ জানিয়ে দেয়, অতীতে কী হয়েছে, তার ভিত্তিতে বর্তমানে রায় দেওয়া হবে এমনটা নয়। গত বছর করোনা ভাইরাস মহামারীর বিশেষ পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে রায় দেওয়া হয়েছিল।বিচারপতি খানউইলকর বলেন,’ পড়ুয়াদের বৃথা আশা দেখায় এই ধরনের মামলা। এরকম মামলায় গুরুত্ব দিয়ে শুধুমাত্র পুরো কাঠামোয় বিভ্রান্তি বাড়ছে। কী ধরনের আবেদন দাখিল করা হচ্ছে? কর্তৃপক্ষকে (বিভিন্ন বোর্ড) সিদ্ধান্ত নিতে দেওয়া হোক। তারপর সেই নিয়মের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন।’

আরও পড়ুন: ওড়িশার দুর্ঘটনার জেরে রবিবারও বাতিল প্রায় ২০ ট্রেন

 

আরও পড়ুন: ব্রিটেনে বাতিল ‘দ্য কেরালা স্টোরি’র শো, মুক্তিতে বিলম্ব