০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

একের পর এক দুর্ঘটনা, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ প্রয়াগরাজ সঙ্গম স্টেশন

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার
  • / 22

পুবের কলম,ওয়েবডেস্ক: ভয়াবহ ভিড়! একের পর এক দুর্ঘটনার জের! বড় পদক্ষেপ ভারতীয় রেলের। জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ রাখা হচ্ছে। মহাকুম্ভ শেষ হওয়ার পর ২৭ ফেব্রুয়ারি থেকে ফের চালু করা হবে এই স্টেশন। শুধু তাই নয়, তীর্থ যাত্রীদের  নিরাপত্তার কথা মাথায় রেখে ভিড় এড়াতে প্রয়াগরাজগামী ১৫টি ট্রেনের রুট বাতিল করা হয়েছে। এই গাড়িগুলি প্রয়াগরাজ জংশনে দাঁড়াবে না।

 

বলা বাহুল্য, কুম্ভ মেলা চলাকালীন প্রতি বছরই বিপুল ভিড় হয়। তবে এবার পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ  তীর্থযাত্রী প্রয়াগরাজ আসছেন। ইতিমধ্যে ৫০ কোটিরও বেশি মানুষ ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন। কিন্তু, এই মহাকুম্ভে যাত্রীদের ভিড় এতটাই অস্বাভাবিক যে, সঙ্গম স্টেশনে একাধিক দুর্ঘটনা ঘটেছে। গত শনিবার নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

 

এক নজরে

১) ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ সঙ্গম রেলওয়ে স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত।

২) প্রাথমিকভাবে ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকার ঘোষণা করা হয়েছিল।

৩) অস্বাভাবিক ভিড় সামলানো সম্ভব হচ্ছে না,  তাই এই সিদ্ধান্ত।  যারা সঙ্গম স্টেশন থেকে ট্রেন ধরেন, তাদেরকে ফতেহপুর এবং ঝাঁসি রেলওয়ে স্টেশনগুলোর দিকে পাঠানো হয়েছে। যা স্থানীয়ভাবে অন্য স্টেশনগুলোতে চাপ বাড়াচ্ছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একের পর এক দুর্ঘটনা, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ প্রয়াগরাজ সঙ্গম স্টেশন

আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ভয়াবহ ভিড়! একের পর এক দুর্ঘটনার জের! বড় পদক্ষেপ ভারতীয় রেলের। জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ রাখা হচ্ছে। মহাকুম্ভ শেষ হওয়ার পর ২৭ ফেব্রুয়ারি থেকে ফের চালু করা হবে এই স্টেশন। শুধু তাই নয়, তীর্থ যাত্রীদের  নিরাপত্তার কথা মাথায় রেখে ভিড় এড়াতে প্রয়াগরাজগামী ১৫টি ট্রেনের রুট বাতিল করা হয়েছে। এই গাড়িগুলি প্রয়াগরাজ জংশনে দাঁড়াবে না।

 

বলা বাহুল্য, কুম্ভ মেলা চলাকালীন প্রতি বছরই বিপুল ভিড় হয়। তবে এবার পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ  তীর্থযাত্রী প্রয়াগরাজ আসছেন। ইতিমধ্যে ৫০ কোটিরও বেশি মানুষ ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন। কিন্তু, এই মহাকুম্ভে যাত্রীদের ভিড় এতটাই অস্বাভাবিক যে, সঙ্গম স্টেশনে একাধিক দুর্ঘটনা ঘটেছে। গত শনিবার নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

 

এক নজরে

১) ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ সঙ্গম রেলওয়ে স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত।

২) প্রাথমিকভাবে ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকার ঘোষণা করা হয়েছিল।

৩) অস্বাভাবিক ভিড় সামলানো সম্ভব হচ্ছে না,  তাই এই সিদ্ধান্ত।  যারা সঙ্গম স্টেশন থেকে ট্রেন ধরেন, তাদেরকে ফতেহপুর এবং ঝাঁসি রেলওয়ে স্টেশনগুলোর দিকে পাঠানো হয়েছে। যা স্থানীয়ভাবে অন্য স্টেশনগুলোতে চাপ বাড়াচ্ছে।