১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে বিরোধী প্রস্তাব পেশ মার্কিন কংগ্রেসে

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 149

পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন হাউস অব রিপ্রেসেন্টটেটিভসে হাউস সদস্য ইলহান ওমর এক প্রস্তাব পেশ করেছেন যাতে বলা হয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভারতকে ‘ধর্মীয় স্বাধীনতার জঘন্য হত্যাকারী’ বলে ঘোষণা করুক। ওমর হলেন হাউসে ডেমোক্র্যাটিক সদস্য। তাঁর পেশ করা প্রস্তাবকে সমর্থন করেছেন অন্যান্য হাউস সদস্য যেমন রাশিদা তালিব, জিম ম্যাক গর্ভান এবং জুয়ান ভার্গাস এরা সবাই ডেমোক্র্যাটিক সদস্য।

 

আরও পড়ুন: ‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের

মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম মহিলা সদস্য হিসেবে ওমর এবং তালিব বিশ্বজুড়ে মুসলিমদের বিরুদ্ধে হিংসা এবং ঘৃণা প্রচারের প্রতিবাদ জানিয়ে আসছেন। বুধবারের প্রস্তাবে তারা মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেনকে অনুরোধ করেছেন ভারতকে ধর্মীয় স্বাধীনতা বিষয়ে ‘বিশেষ উদ্বেগের দেশ’-এর শ্রেণিভুক্ত করতে। এই ধরনের শ্রেণি বিভাজন করে থাকে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইনের আলোয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

আরও পড়ুন: মারাঠিদের জন্য ওবিসি’তে ৪২ শতাংশ কোটা চেয়ে র‍্যালি কংগ্রেসের

 

আরও পড়ুন: ১৩ দিনে ভারতে ১৪৫ টন ইলিশ পাঠাল বাংলাদেশ

ওমর এই প্রসঙ্গে বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ভারতে হামেশাই মানবাধিকার লঙ্ঘিত হয়ে থাকে। তিনি আরও বলেন, সাম্প্রতিককালে ভারতে মুসলিম, খ্রিস্টান, শিখ, দলিতদের বিরুদ্ধে দমনমূলক নীতি প্রয়োগ করছে সরকার। তিনি এর আগে জম্মু-কাশ্মীরের বিশেষ অধিকার হরণেরও তীব্র সমালোচনা করেছিলেন। সম্প্রতি এই কংগ্রেস সদস্যা পাকিস্তান সফর নিয়ে বিতর্ক দানা বাঁধলে আমেরিকার তরফে জানানো হয় পাকিস্তান সরকারের অতিথি হিসেব কংগ্রেস সদস্য পাকিস্তান যেতেই পারেন।

 

তিনি পাকিস্তানে গিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীর সফরেও যান। তিনি সেখানেও ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন। তাঁর বক্তব্যের তীব্র সমালোচনা করেছিল ভারত। ভারতের বিদেশমন্ত্রকের এক মুখপাত্র বলেছিলেন, ওমর ভারতের জম্মু-কাশ্মীর সফরে গিয়েছেন যার একাংশকে বেআইনিভাবে অধিকৃত করে রেখেছে পাকিস্তান।

 

ওমর যে প্রস্তাব হাউসে পেশ করেছেন তার মূল ভিত্তি হল ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের একটি রিপোর্ট। মার্কিন কংগ্রেস এই এজেন্সির গঠন করেছে। এই এজেন্সির রিপোর্টেও ভারতের বিরুদ্ধে ওমরের অভিযোগের পুনরাবৃত্তি করা হয়েছে। তবে মোদি সরকার দৃঢ়স্বরে এই অভিযোগগুলি লাগাতার খণ্ডন করে চলেছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতে বিরোধী প্রস্তাব পেশ মার্কিন কংগ্রেসে

আপডেট : ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন হাউস অব রিপ্রেসেন্টটেটিভসে হাউস সদস্য ইলহান ওমর এক প্রস্তাব পেশ করেছেন যাতে বলা হয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভারতকে ‘ধর্মীয় স্বাধীনতার জঘন্য হত্যাকারী’ বলে ঘোষণা করুক। ওমর হলেন হাউসে ডেমোক্র্যাটিক সদস্য। তাঁর পেশ করা প্রস্তাবকে সমর্থন করেছেন অন্যান্য হাউস সদস্য যেমন রাশিদা তালিব, জিম ম্যাক গর্ভান এবং জুয়ান ভার্গাস এরা সবাই ডেমোক্র্যাটিক সদস্য।

 

আরও পড়ুন: ‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের

মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম মহিলা সদস্য হিসেবে ওমর এবং তালিব বিশ্বজুড়ে মুসলিমদের বিরুদ্ধে হিংসা এবং ঘৃণা প্রচারের প্রতিবাদ জানিয়ে আসছেন। বুধবারের প্রস্তাবে তারা মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেনকে অনুরোধ করেছেন ভারতকে ধর্মীয় স্বাধীনতা বিষয়ে ‘বিশেষ উদ্বেগের দেশ’-এর শ্রেণিভুক্ত করতে। এই ধরনের শ্রেণি বিভাজন করে থাকে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইনের আলোয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

আরও পড়ুন: মারাঠিদের জন্য ওবিসি’তে ৪২ শতাংশ কোটা চেয়ে র‍্যালি কংগ্রেসের

 

আরও পড়ুন: ১৩ দিনে ভারতে ১৪৫ টন ইলিশ পাঠাল বাংলাদেশ

ওমর এই প্রসঙ্গে বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ভারতে হামেশাই মানবাধিকার লঙ্ঘিত হয়ে থাকে। তিনি আরও বলেন, সাম্প্রতিককালে ভারতে মুসলিম, খ্রিস্টান, শিখ, দলিতদের বিরুদ্ধে দমনমূলক নীতি প্রয়োগ করছে সরকার। তিনি এর আগে জম্মু-কাশ্মীরের বিশেষ অধিকার হরণেরও তীব্র সমালোচনা করেছিলেন। সম্প্রতি এই কংগ্রেস সদস্যা পাকিস্তান সফর নিয়ে বিতর্ক দানা বাঁধলে আমেরিকার তরফে জানানো হয় পাকিস্তান সরকারের অতিথি হিসেব কংগ্রেস সদস্য পাকিস্তান যেতেই পারেন।

 

তিনি পাকিস্তানে গিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীর সফরেও যান। তিনি সেখানেও ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন। তাঁর বক্তব্যের তীব্র সমালোচনা করেছিল ভারত। ভারতের বিদেশমন্ত্রকের এক মুখপাত্র বলেছিলেন, ওমর ভারতের জম্মু-কাশ্মীর সফরে গিয়েছেন যার একাংশকে বেআইনিভাবে অধিকৃত করে রেখেছে পাকিস্তান।

 

ওমর যে প্রস্তাব হাউসে পেশ করেছেন তার মূল ভিত্তি হল ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের একটি রিপোর্ট। মার্কিন কংগ্রেস এই এজেন্সির গঠন করেছে। এই এজেন্সির রিপোর্টেও ভারতের বিরুদ্ধে ওমরের অভিযোগের পুনরাবৃত্তি করা হয়েছে। তবে মোদি সরকার দৃঢ়স্বরে এই অভিযোগগুলি লাগাতার খণ্ডন করে চলেছে।