উপচে পড়া ভিড় বাংলাদেশ প্যাভিলিয়নে, মুসলিম গ্রন্থে আগ্রহ বাড়ছে পাঠকদের
- আপডেট : ১২ মার্চ ২০২২, শনিবার
- / 60
অর্পিতা লাহিড়ী :প্রখ্যাত কথাসাহিত্যিক বাংলাদেশের হুমায়ুন আহমেদ বলেছিলেন পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে…কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে। করোনা অতিমারীর আবহে গোটা পৃথিবী যেন ঘুমন্ত দৈত্যে পরিণত হয়েছিল। আবারও সে ফিরে পাচ্ছে জীবনের ছন্দ।

মননশীল বাঙালির অন্যতম প্রেম অবশ্যই বই। টানা ২ টো মরসুম করোনার দাপটে হয়নি বইমেলা। চলতি বইমেলায় এবার ফোকাল থিমকান্ট্রি বাংলাদেশ।ইতিমধ্যেই বই মেলায় উদযাপন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর। পাশাপাশি পালিত হয় বাংলাদেশ দিবসও।বাংলাদেশের প্যাভিলিয়নে গিয়ে দেখা গেল পাঠকদের উপচে পড়া ভিড়। বাংলাদেশের প্রায় সমস্ত নামীদামী প্রকাশনী স্টল দিয়েছে।ইসলামের প্রচার ও প্রসারে সেই দেশের রাষ্ট্রীয় প্রকাশনা সংস্থা ইসলামিক ফাউণ্ডেশনের কর্ণধার মুহাম্মদ শাহরুল্লাহ জানালেন এপার বাংলার পাঠকদের এত সাড়া পেয়ে তাঁরা রীতিমতো আপ্লুত।

ওপার বাংলার স্মৃতিকে উস্কে দিয়েছে এই বাংলাদেশের প্যাভিলিয়ন। সেই স্মৃতিতেই ডুব দিলেন দুই পাঠিকা। তাঁদের একজনের কথায় ৮০ পেরিয়েও আজও মনে পড়ে ময়মনসিংহের সেইসব দিনের। তাই শরীর সাথ না দিলেও প্রাণের টানেই বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে আসা। অন্যদিকে হরফ প্রকাশনীর তরফে মনিরুল আজিজ জানালেন কুরাণ সহ ইসলামিক বই এর বিক্রি বেড়েছে অনেকটাই। বই মানেই মনের খোরাক। সেটা হয়ত ব্যাক্তি বিশেষে আলাদা। তবুও কোথাও গিয়ে যেন একটাই উদ্দেশ্য ছাপার অক্ষরের সঙ্গে একাত্ম হওয়া
( ছবি সন্দীপ সাহা)
































