০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমার ট্যুইটে মুগ্ধ পাকিস্তান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ মে ২০২৩, শনিবার
  • / 14

পুবের কলম, ওয়েবডেস্ক: খাতায় কলমে সম্পর্ক শেষ হয়ে গেলেও মনের বাঁধন যে ছিন্ন হয়নি, তাই প্রমাণ হল আরও একবার। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা ট্যুইটে বলেছেন, ইমরান খান ভুল কাজ করতে পারেন না। যেটা করেন পাকিস্তানের স্বার্থে করেন।

পাকিস্তানের সর্বোচ্চ  আদালত তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের গ্রেফতারকে অবৈধ আখ্যা দিয়ে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ  করেছেন  ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।

দেশটির  সুপ্রিম কোর্টের আদেশের প্রতিক্রিয়ায় এক ট্যুইটে জেমিমা লিখেছেন, অবশেষে বোধ জয়ী হয়েছে। জানা গেছে, সন্তানদের নিয়ে ইউনাইটেড কিংডমে বসবাস করছেন তিনি। ক্যাপশনে তিনি পাকিস্তানি পতাকার পাশাপাশি একটি হাই-ফাইভ ইমোজিও যোগ করেছেন। সেই কারণেই এত কষ্ট করে পাকিস্তানে লড়াই চালাচ্ছেন এই বয়সে। না হলে বিদেশে আরামের জীবন কাটাতে পারতেন তিনি।

ইমরানের সঙ্গে অনেক আগে ছাড়াছাড়ি হয়ে গেলেও জেমিমা, প্রাক্তন স্বামীর ব্যাপারেও তাঁকে সব সময় সহানুভূতিশীল দেখা গেছে।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমার ট্যুইটে মুগ্ধ পাকিস্তান

আপডেট : ১৩ মে ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: খাতায় কলমে সম্পর্ক শেষ হয়ে গেলেও মনের বাঁধন যে ছিন্ন হয়নি, তাই প্রমাণ হল আরও একবার। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা ট্যুইটে বলেছেন, ইমরান খান ভুল কাজ করতে পারেন না। যেটা করেন পাকিস্তানের স্বার্থে করেন।

পাকিস্তানের সর্বোচ্চ  আদালত তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের গ্রেফতারকে অবৈধ আখ্যা দিয়ে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ  করেছেন  ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।

দেশটির  সুপ্রিম কোর্টের আদেশের প্রতিক্রিয়ায় এক ট্যুইটে জেমিমা লিখেছেন, অবশেষে বোধ জয়ী হয়েছে। জানা গেছে, সন্তানদের নিয়ে ইউনাইটেড কিংডমে বসবাস করছেন তিনি। ক্যাপশনে তিনি পাকিস্তানি পতাকার পাশাপাশি একটি হাই-ফাইভ ইমোজিও যোগ করেছেন। সেই কারণেই এত কষ্ট করে পাকিস্তানে লড়াই চালাচ্ছেন এই বয়সে। না হলে বিদেশে আরামের জীবন কাটাতে পারতেন তিনি।

ইমরানের সঙ্গে অনেক আগে ছাড়াছাড়ি হয়ে গেলেও জেমিমা, প্রাক্তন স্বামীর ব্যাপারেও তাঁকে সব সময় সহানুভূতিশীল দেখা গেছে।