০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান জেতায় হাসি ফুটল ভারতীয় সমর্থকদের মুখে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ অক্টোবর ২০২১, বুধবার
  • / 37

পুবের কলম ওয়েবডেস্ক চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতকে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও জয় পেলেন বাবর আজমরা। দ্বিতীয় ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে চাপে রাখল পাকিস্তান।৮ বল বাকি থাকতেই ৫ উইকেট হাতে নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও জয় পাকিস্তানের। একদিকে পাকিস্তান যখন কঠিন লড়াই চালাচ্ছে কিউয়িদের সঙ্গে, তখন ভারতীয় সমর্থকরা বাবরদের জয় চাইছিলেন। অনেকের মনে প্রশ্ন জাগবে, ভারতীয়রা পাকিস্তানের জয়ের দিকে কেন তাকিয়ে বসেছিলেন? আসলে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ বি-তে শীর্ষ স্থান ধরে রাখল পাকিস্তান। দুই ম্যাচে তাদের পয়েন্ট চার। এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত করেই ফেললেন বাবররা।

লড়াই হবে দ্বিতীয় স্থানের জন্য। ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সেই ম্যাচে যে দল জিতবে সেমিফাইনালে যাওয়ার দিকেও তারাই এগিয়ে থাকবে।বিশেষজ্ঞদের মতে, কিউয়িদের সহজে হারিয়ে দেবে ভারত।গ্রুপ বি-তে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের পাশাপাশি রয়েছে আফগানিস্তান, নামিবিয়া এবং স্কটল্যান্ড।

আরও পড়ুন: পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই তিন দলের বিরুদ্ধেই অনায়াসে জিতবে প্রথম তিনটি দল। ফলে নিজেদের মধ্যে ম্যাচগুলি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাকিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়ায় ভারতের বিরুদ্ধে তাদের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড এবং ভারতও যদি আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিরুদ্ধে জেতে, তা হলে ৩১ তারিখের ম্যাচই সেমিফাইনালে ওঠার জন্য নির্ণায়ক হয়ে উঠবে। তাই নিউজিল্যান্ডকে পাকিস্তান হারাতেই ভারতীয় সমর্থকদের মুখেও হাসি ফুটল।

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা

আরও পড়ুন: ভারতে আসছে না পাকিস্তান হকি দল
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তান জেতায় হাসি ফুটল ভারতীয় সমর্থকদের মুখে

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতকে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও জয় পেলেন বাবর আজমরা। দ্বিতীয় ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে চাপে রাখল পাকিস্তান।৮ বল বাকি থাকতেই ৫ উইকেট হাতে নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও জয় পাকিস্তানের। একদিকে পাকিস্তান যখন কঠিন লড়াই চালাচ্ছে কিউয়িদের সঙ্গে, তখন ভারতীয় সমর্থকরা বাবরদের জয় চাইছিলেন। অনেকের মনে প্রশ্ন জাগবে, ভারতীয়রা পাকিস্তানের জয়ের দিকে কেন তাকিয়ে বসেছিলেন? আসলে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ বি-তে শীর্ষ স্থান ধরে রাখল পাকিস্তান। দুই ম্যাচে তাদের পয়েন্ট চার। এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত করেই ফেললেন বাবররা।

লড়াই হবে দ্বিতীয় স্থানের জন্য। ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সেই ম্যাচে যে দল জিতবে সেমিফাইনালে যাওয়ার দিকেও তারাই এগিয়ে থাকবে।বিশেষজ্ঞদের মতে, কিউয়িদের সহজে হারিয়ে দেবে ভারত।গ্রুপ বি-তে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের পাশাপাশি রয়েছে আফগানিস্তান, নামিবিয়া এবং স্কটল্যান্ড।

আরও পড়ুন: পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই তিন দলের বিরুদ্ধেই অনায়াসে জিতবে প্রথম তিনটি দল। ফলে নিজেদের মধ্যে ম্যাচগুলি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাকিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়ায় ভারতের বিরুদ্ধে তাদের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড এবং ভারতও যদি আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিরুদ্ধে জেতে, তা হলে ৩১ তারিখের ম্যাচই সেমিফাইনালে ওঠার জন্য নির্ণায়ক হয়ে উঠবে। তাই নিউজিল্যান্ডকে পাকিস্তান হারাতেই ভারতীয় সমর্থকদের মুখেও হাসি ফুটল।

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা

আরও পড়ুন: ভারতে আসছে না পাকিস্তান হকি দল