পাকিস্তানি ড্রোন সহ হেরোইন উদ্ধার ভারতীয় সেনার

- আপডেট : ৩১ জুলাই ২০২৩, সোমবার
- / 19
পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানি ড্রোন সহ হেরোইন উদ্ধার করল ভারতীয় সেনা। বিএসএফ ও পঞ্জাব পুলিশের একটি দল পাকিস্তানি ড্রোন এবং ৩ কেজি হেরোইন উদ্ধার করেছে। সোমবার পঞ্জাবের তরন তারান জেলায় ভারত-পাকিস্তান সীমান্তের কাছে একটি মাঠ থেকে ড্রোন ও হেরোইন উদ্ধার করা হয়।
সূত্রের খবর, রবিবার গভীররাতে বিএসএফ সেনারা তরন তারান জেলার কালাশ গ্রামের কাছে ড্রোনের শব্দ শুনতে পায়। তারপরই প্রোটোকল অনুসারে ড্রোনটিকে আটকানো হয়। ড্রোনটি পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে বলে অনুমান সেনাদের।
𝐏𝐚𝐤𝐢𝐬𝐭𝐚𝐧𝐢 𝐝𝐫𝐨𝐧𝐞 𝐬𝐡𝐨𝐭 𝐝𝐨𝐰𝐧, 𝐃𝐫𝐮𝐠𝐬 𝐫𝐞𝐜𝐨𝐯𝐞𝐫𝐞𝐝
In a joint operation, @BSF_Punjab & @PunjabPoliceInd recovered a Pakistani drone (a hexacopter) & seized Appx 3kg Heroin in KhemKaran, Tarn Taran.#AlertBSF#BSFAgainstDrugs #IndiaAgainstDrugs pic.twitter.com/siNk1lKc4F
— BSF PUNJAB FRONTIER (@BSF_Punjab) July 31, 2023
এক বিএসএফ আধিকারিক বলেন, ‘সোমবার পঞ্জাব পুলিশের সাথে যৌথ অভিযানে খেমকারান গ্রামের ক্ষেত থেকে ড্রোন এবং হলুদ প্যাকেটে মোড়ানো ৩ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। একইভাবে আরও একটি পাকিস্তানি ড্রোন উদ্ধার করা হয়েছে।’