ধ্বংসস্তূপের নীচে মিলল পাসপোর্ট, এখনও নিখোঁজ ভারতীয় যুবক
ইমামা খাতুন
- আপডেট :
১১ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্ক: ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দুই দেশে আহতের সংখ্যা ৮৫ হাজারের বেশি। তুরস্ক ও সিরিয়ায় ইতিমধ্যেই কয়েক হাজার বাড়িঘর ধূলিসাৎ হয়ে গিয়েছে। স্বজনহারা হাজার হাজার মানুষ। গৃহহীন কমপক্ষে ৫৩ লক্ষ। হাসপাতালে তিলধারণের জায়গা নেই। এর পাশাপাশি, হাড়কাঁপানো প্রবল ঠান্ডায় উদ্ধারকাজ চালানো মাঝেমাঝেই অসম্ভব হয়ে পড়ছে। খোলা আকাশের নীচে রাত কাটাতে হচ্ছে অনেককে। ঠান্ডার কারণে ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা মানুষের বেঁচে থাকার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে বলে মনে করছেন উদ্ধারকারীরা।
আর সেখানেই খোঁজ মিলছিল না এক ভারতীয়ের খোঁজ। শুধু তাই নয়, সে দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে আটকে রয়েছে আরও ১০ জন ভারতীয়। বুধবার এমনটাই জানিয়েছিল বিদেশমন্ত্রক।
তুরস্কে হোটেলের ধ্বংসস্তূপের নিচে মিলেছে নিখোঁজ হওয়া সেই ভারতীয় যুবকের পাসপোর্ট এবং জিনিসপত্র। কিন্তু যুবকের খোঁজ এখনও পাওয়া যায়নি। তাঁর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
নিখোঁজ যুবকের নাম বিজয় কুমার। তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা। বেঙ্গালুরুর এক সংস্থায় কর্মরত বিজয়। কাজের সূত্রেই গিয়েছিলেন তুরস্কে। সেখানে ‘অবসর’ হোটেলে থাকছিলেন তিনি। তাঁর ঘরটি ছিল ২৪ তলা বহুতলের তিন তলায়।
শুক্রবার সকালে ওই হোটেলের ধ্বংসাবশেষে খোঁজ করা হয়েছিল। তখনই পাওয়া গেছে বিজয়ের পাসপোর্ট এবং অন্য জিনিসপত্র। কিন্তু কোনো দেহ ওই ধ্বংসস্তূপের নিচে মেলেনি। যা আশা জাগিয়েছে পরিবারের সদস্যদের মনে।
গত সোমবার সকালে ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। মূল কম্পনের পর আফটার শকে অন্তত ১২০০ বার কেঁপেছে দুই দেশের মাটি। পরিসংখ্যান বলছে, সিরিয়া এবং তুরস্কে এখনও পর্যন্ত ২৪ হাজার ছাড়িয়ে গিয়েছে মৃতের সংখ্যা।