০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক হলেন প্যাট কামিন্স

পুবের কলম
  • আপডেট : ২৬ নভেম্বর ২০২১, শুক্রবার
  • / 11

পুবের কলম ওয়েবডেস্কঃ অ্যাশেজের ঠিক আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন ফাস্ট বোলার প্যাট কামিন্স। দলের সহ অধিনায়ক করা হয়েছে স্টিভ স্মিথকে। প্রসঙ্গত– আগামী ৮ ডিসেম্বর থেকে ব্রিসবেনে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজের প্রথম টেস্ট  খেলতে নামবে অস্ট্রেলিয়া।  

কামিন্স প্রায় ২  বছর অজি দলের সহ অধিনায়কের পদে ছিলেন। উল্লে্খ্য বিতর্কে জড়িয়ে পরে কয়েকদিন আগে অজি দলের টেস্ট অধিনায়ক পদ থেকে পদত্যাগ করেন টিম পেইন। অধিনায়ক নির্বাচিত হওয়ার পরে কামিন্স বলেন– ‘অ্যাশেজের মত মহা  গুরুত্বপূর্ন সিরিজের আগে অধিনায়ক নির্বাচিত হয়ে সম্মানিত বোধ করছি। গত কয়েকবছর ধরে টিম পেইন যেভাবে দলকে চালনা করেছেন– আশা করব আমিও সেইভাবে দলকে নেতৃত্ব দিতে পারব। আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি  তরুণ প্রতিভাধর ক্রিকেটাররা রয়েছে। স্টিভ স্মিথ আর আমি দলকে একসূত্রে গেঁথে  সমর্থকদের  প্রত্যাশা মেটানোর যথাসাধ্য চেষ্টা করব।

আরও পড়ুন: আজানের সুর ছুঁয়ে গেল কামিন্সের হৃদয়, কি বললেন এই অজি ক্রিকেটার?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক হলেন প্যাট কামিন্স

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ অ্যাশেজের ঠিক আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন ফাস্ট বোলার প্যাট কামিন্স। দলের সহ অধিনায়ক করা হয়েছে স্টিভ স্মিথকে। প্রসঙ্গত– আগামী ৮ ডিসেম্বর থেকে ব্রিসবেনে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজের প্রথম টেস্ট  খেলতে নামবে অস্ট্রেলিয়া।  

কামিন্স প্রায় ২  বছর অজি দলের সহ অধিনায়কের পদে ছিলেন। উল্লে্খ্য বিতর্কে জড়িয়ে পরে কয়েকদিন আগে অজি দলের টেস্ট অধিনায়ক পদ থেকে পদত্যাগ করেন টিম পেইন। অধিনায়ক নির্বাচিত হওয়ার পরে কামিন্স বলেন– ‘অ্যাশেজের মত মহা  গুরুত্বপূর্ন সিরিজের আগে অধিনায়ক নির্বাচিত হয়ে সম্মানিত বোধ করছি। গত কয়েকবছর ধরে টিম পেইন যেভাবে দলকে চালনা করেছেন– আশা করব আমিও সেইভাবে দলকে নেতৃত্ব দিতে পারব। আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি  তরুণ প্রতিভাধর ক্রিকেটাররা রয়েছে। স্টিভ স্মিথ আর আমি দলকে একসূত্রে গেঁথে  সমর্থকদের  প্রত্যাশা মেটানোর যথাসাধ্য চেষ্টা করব।

আরও পড়ুন: আজানের সুর ছুঁয়ে গেল কামিন্সের হৃদয়, কি বললেন এই অজি ক্রিকেটার?