০৯ নভেম্বর ২০২৫, রবিবার, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আবারও হাসপাতালে ভর্তি হলেন পেলে

সুস্মিতা
  • আপডেট : ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 29

পুবের কলম ওয়েবডেস্ক: ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে। জানা গিয়েছে, কোলন টিউমারে আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে কিংবদন্তী এই ফুটবলারকে। তাঁর মতো ফুটবলার হাসপাতালে ভর্তি হওয়ার খবরে ভক্তদের মধ্যে আশঙ্কা ছড়িয়েছে। তিনি কোলন টিউমারে আক্রান্ত হলেও, পেলের বর্তমান অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছে সাও পাওলো  হাসপাতাল কর্তৃপক্ষ। ব্রাজিল ফুটবল কিংবদন্তি পেলের বর্তমান শারিরীক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ‘পেলেকে পরবর্তী চিকিৎসার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে।এখন তিনি সুস্থ রয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে তাকে হাসপাতাল ছেড়ে দেওয়া হবে।’

গত সেপ্টেম্বর মাসে অস্ত্রোপচারের জন্য পেলেকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেবারে অস্ত্রোপচারের পর কেমোথেরাপিও দিতে হয় এই ফুটবলারকে। সেই সময় এক মাস হাসপাতালে থাকার পর অক্টোবরের শুরুতে বাড়ি ফিরেছিলেন তিনি। তবে এখন তাকে কেমোথেরাপি চালিয়ে যেতে হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।গত মাসে বাড়ি ফেরার পর সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থার কথা জানিয়েছিলেন পেলে নিজেই। তিনি টুইটারে লিখেছিলেন, ‘আমি রোজ একটু একটু করে সুস্থ হয়ে উঠছি। জানি আগের মতো ফুটবল খেলা হয়তো সম্ভব নয়, তবে ভিতরে ভিতরে বাড়তি একটা এনার্জি পাচ্ছি। ভক্তদের ভালোবাসাই সেটা দিচ্ছে আমাকে।’ উল্লেখ্য, ব্রাজিলীয় কিংবদন্তি ফুটবলার পেলেই বিশ্বের একমাত্র ফুটবলার যিনি জিতেছেন তিনটি ফুটবল বিশ্বকাপের শিরোপা। ৯২ ম্যাচে ৭৭ গোলে এখনও তিনি ব্রাজিলের ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবারও হাসপাতালে ভর্তি হলেন পেলে

আপডেট : ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে। জানা গিয়েছে, কোলন টিউমারে আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে কিংবদন্তী এই ফুটবলারকে। তাঁর মতো ফুটবলার হাসপাতালে ভর্তি হওয়ার খবরে ভক্তদের মধ্যে আশঙ্কা ছড়িয়েছে। তিনি কোলন টিউমারে আক্রান্ত হলেও, পেলের বর্তমান অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছে সাও পাওলো  হাসপাতাল কর্তৃপক্ষ। ব্রাজিল ফুটবল কিংবদন্তি পেলের বর্তমান শারিরীক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ‘পেলেকে পরবর্তী চিকিৎসার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে।এখন তিনি সুস্থ রয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে তাকে হাসপাতাল ছেড়ে দেওয়া হবে।’

গত সেপ্টেম্বর মাসে অস্ত্রোপচারের জন্য পেলেকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেবারে অস্ত্রোপচারের পর কেমোথেরাপিও দিতে হয় এই ফুটবলারকে। সেই সময় এক মাস হাসপাতালে থাকার পর অক্টোবরের শুরুতে বাড়ি ফিরেছিলেন তিনি। তবে এখন তাকে কেমোথেরাপি চালিয়ে যেতে হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।গত মাসে বাড়ি ফেরার পর সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থার কথা জানিয়েছিলেন পেলে নিজেই। তিনি টুইটারে লিখেছিলেন, ‘আমি রোজ একটু একটু করে সুস্থ হয়ে উঠছি। জানি আগের মতো ফুটবল খেলা হয়তো সম্ভব নয়, তবে ভিতরে ভিতরে বাড়তি একটা এনার্জি পাচ্ছি। ভক্তদের ভালোবাসাই সেটা দিচ্ছে আমাকে।’ উল্লেখ্য, ব্রাজিলীয় কিংবদন্তি ফুটবলার পেলেই বিশ্বের একমাত্র ফুটবলার যিনি জিতেছেন তিনটি ফুটবল বিশ্বকাপের শিরোপা। ৯২ ম্যাচে ৭৭ গোলে এখনও তিনি ব্রাজিলের ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।