০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিবসে ট্যুইটে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ মে ২০২২, সোমবার
  • / 26

পুবের কলম, ওয়েবডেস্ক:  আজ ২৫ বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিবস। প্রতিবছরের মতো এবারেও পালিত হচ্ছে কবিগুরুর জন্মদিন। দুবছর করোনা আবহের প্রভাব পড়লেও এবছর সেই আনন্দ ভাগ নিতে চলেছে সকলেই। এই বিশেষ দিনে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ভিডিও ক্লিপ ও ট্যুইট বার্তায় কবিগুরুর প্রতি তাঁর শ্রদ্ধা নিবেদন করে ট্যুইট করে লিখেছেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর জন্ম জয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।  চিন্তা ও কর্মে তিনি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন আজও। আমাদের জাতি, সংস্কৃতি এবং নীতি নিয়ে গর্বিত হতে শিখিয়েছেন তিনি। শিক্ষা এবং সামাজিক ক্ষমতায়নের উপর প্রতিনিয়ত জোর দিয়েছেন তিনি। আমরা ভারতের জন্য তাঁর স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।”

কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার বিনম্র শ্রদ্ধা। মহান কবির শিক্ষা, গান, কবিতা, তাঁর সৃজনশীল ভাণ্ডার আমাদের পথ চলা অব্যাহত রাখুক। তিনি আমাদের জীবনে ধ্রুবতারা হয়ে থাকুক।”

সোমবার সকাল থেকেই রাজ্যের সর্বত্র পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। অন্যদিকে নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার ভোর ৫ টায় গৌড় প্রাঙ্গণে হয় বৈতালিক। এরপর সকাল ৬ টায় রবীন্দ্রভবনে হয় কবিকণ্ঠ। সকাল ৭ টায় উপাসনাগৃহে হয় উপাসনা। এর পাশাপাশি সকাল ৮ টা ৪৫ মিনিটে মাধবীবিতানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব অনুষ্ঠান আয়োজিত হয়। এছাড়াও সন্ধ্যা সাড়ে ছয়টায় গৌড় প্রাঙ্গণে রয়েছে নৃত্যনাট্য।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিবসে ট্যুইটে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

আপডেট : ৯ মে ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  আজ ২৫ বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিবস। প্রতিবছরের মতো এবারেও পালিত হচ্ছে কবিগুরুর জন্মদিন। দুবছর করোনা আবহের প্রভাব পড়লেও এবছর সেই আনন্দ ভাগ নিতে চলেছে সকলেই। এই বিশেষ দিনে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ভিডিও ক্লিপ ও ট্যুইট বার্তায় কবিগুরুর প্রতি তাঁর শ্রদ্ধা নিবেদন করে ট্যুইট করে লিখেছেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর জন্ম জয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।  চিন্তা ও কর্মে তিনি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন আজও। আমাদের জাতি, সংস্কৃতি এবং নীতি নিয়ে গর্বিত হতে শিখিয়েছেন তিনি। শিক্ষা এবং সামাজিক ক্ষমতায়নের উপর প্রতিনিয়ত জোর দিয়েছেন তিনি। আমরা ভারতের জন্য তাঁর স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।”

কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার বিনম্র শ্রদ্ধা। মহান কবির শিক্ষা, গান, কবিতা, তাঁর সৃজনশীল ভাণ্ডার আমাদের পথ চলা অব্যাহত রাখুক। তিনি আমাদের জীবনে ধ্রুবতারা হয়ে থাকুক।”

সোমবার সকাল থেকেই রাজ্যের সর্বত্র পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। অন্যদিকে নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার ভোর ৫ টায় গৌড় প্রাঙ্গণে হয় বৈতালিক। এরপর সকাল ৬ টায় রবীন্দ্রভবনে হয় কবিকণ্ঠ। সকাল ৭ টায় উপাসনাগৃহে হয় উপাসনা। এর পাশাপাশি সকাল ৮ টা ৪৫ মিনিটে মাধবীবিতানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব অনুষ্ঠান আয়োজিত হয়। এছাড়াও সন্ধ্যা সাড়ে ছয়টায় গৌড় প্রাঙ্গণে রয়েছে নৃত্যনাট্য।