০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২৪ এপ্রিল মেগা সোলার প্ল্যান্টের উদ্বোধনে উপত্যকায় পা রাখবেন প্রধানমন্ত্রী, কড়া নিরাপত্তা  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ এপ্রিল ২০২২, মঙ্গলবার
  • / 40

পুবের কলম, ওয়েবডেস্কঃ উপত্যকায় শীঘ্রই অনুষ্ঠিত হবে পুর নির্বাচন। তার আগে জম্মু-কাশ্মীরের মানুষকে গণতন্ত্রের প্রতি আস্থাশীল করতে আগামী ২৪ এপ্রিল উপত্যকায় পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাম্বা জেলার পল্লী গ্রামে একটি মেগা সোলার প্ল্যান্টের উদ্বোধন সহ একাধিক কর্মসূচী নিয়ে জম্মু-কাশ্মীরে আসছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির এই সফর ঘিরে কড়া নিরাপত্তার বলয়ে উপত্যকা। ৩৭০ ধারা বাতিলের পরে গণতন্ত্রের বার্তা দিতে প্রধানমন্ত্রীর এই প্রথম রাজনৈতিক সফর অবশ্যই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, ২৪ এপ্রিল সীমান্তবর্তী সাম্বা জেলার পল্লী পঞ্চায়েতের গ্রামীণ সংস্থাগুলিতে মোদির ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই সফরকালে মোদি বেশ কয়েকটি শিল্প ও উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন, বিনিয়োগের ঘোষণা এবং কৃষক সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে।

আরও পড়ুন: ‘দোস্ত ট্রাম্পের সঙ্গে মুলাকাত করতে উন্মুখ রয়েছি’ মন্তব্য মোদির

প্ল্যান্টের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্বা জেলার পল্লী পঞ্চায়েত দেশের প্রথম কার্বন-নিরপেক্ষ গ্রামীণ সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। প্রধানমন্ত্রী সেখানে একটি মেগা সোলার প্ল্যান্ট উদ্বোধন করবেন। এই প্ল্যান্ট থেকে ৩৪০টি পরিবারকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। ভারত সরকারের গ্রাম উর্জা স্বরাজ কর্মসূচির অধীনে নির্মিত হয়েছে এই ৫০০ কেভি সৌর প্ল্যান্ট। বিজ্ঞান ও শিল্প গবেষণা পিএসইউ’র অধীনে এই প্ল্যান্টকে ২০ দিনের মধ্যে গড়ে তোলা হয়েছে।২০২১ সালে ডিসেম্বরে জম্মু-কাশ্মীরে রিয়েল এস্টেট সামিট অনুষ্ঠিত হয়। যেখানে ২.৩৭ লক্ষ কর্মসংস্থানের সঙ্গে সঙ্গে ৫১, ৬৯৮ কোটির বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে কেন্দ্রীয় শাসিত প্রশাসন দাবি করেছে।

আরও পড়ুন: পছন্দের খাবার খিচুড়ি, ক্যান্টিনে বসে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের আগে সোমবার উপত্যকায় এসে সাম্বা জেলার পল্লী গ্রাম পরিদর্শন করেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। সাম্বা জেলার পল্লী গ্রামে মেগা প্ল্যান্টের কাজ খতিয়ে দেখেন প্রতিমন্ত্রী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, এই প্ল্যান্ট নির্মাণ করা ভারতের কাছে একটি বড় চ্যালেঞ্জ ছিল। উল্লেখ্য, এই সফরের আগে ২০১৯ সালে ২৭ অক্টোবর সেনাদের মাঝে দিওয়ালি উৎসব পালন করতে রাজৌরি আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই সফরের আগে বিভিন্ন জেলায় ১৪৪ ধারা জারি হয়েছে। বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির, মসজিদে সিসিটিভি লাগানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের আগে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে দেওয়া হয়েছে জম্মু-কাশ্মীরকে। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: ফের থমথমে উপত্যকা, জঙ্গি হামলায় জম্মু-কাশ্মীরে সার্কাসকর্মীর মৃত্যু

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৪ এপ্রিল মেগা সোলার প্ল্যান্টের উদ্বোধনে উপত্যকায় পা রাখবেন প্রধানমন্ত্রী, কড়া নিরাপত্তা  

আপডেট : ১২ এপ্রিল ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ উপত্যকায় শীঘ্রই অনুষ্ঠিত হবে পুর নির্বাচন। তার আগে জম্মু-কাশ্মীরের মানুষকে গণতন্ত্রের প্রতি আস্থাশীল করতে আগামী ২৪ এপ্রিল উপত্যকায় পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাম্বা জেলার পল্লী গ্রামে একটি মেগা সোলার প্ল্যান্টের উদ্বোধন সহ একাধিক কর্মসূচী নিয়ে জম্মু-কাশ্মীরে আসছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির এই সফর ঘিরে কড়া নিরাপত্তার বলয়ে উপত্যকা। ৩৭০ ধারা বাতিলের পরে গণতন্ত্রের বার্তা দিতে প্রধানমন্ত্রীর এই প্রথম রাজনৈতিক সফর অবশ্যই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, ২৪ এপ্রিল সীমান্তবর্তী সাম্বা জেলার পল্লী পঞ্চায়েতের গ্রামীণ সংস্থাগুলিতে মোদির ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই সফরকালে মোদি বেশ কয়েকটি শিল্প ও উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন, বিনিয়োগের ঘোষণা এবং কৃষক সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে।

আরও পড়ুন: ‘দোস্ত ট্রাম্পের সঙ্গে মুলাকাত করতে উন্মুখ রয়েছি’ মন্তব্য মোদির

প্ল্যান্টের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্বা জেলার পল্লী পঞ্চায়েত দেশের প্রথম কার্বন-নিরপেক্ষ গ্রামীণ সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। প্রধানমন্ত্রী সেখানে একটি মেগা সোলার প্ল্যান্ট উদ্বোধন করবেন। এই প্ল্যান্ট থেকে ৩৪০টি পরিবারকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। ভারত সরকারের গ্রাম উর্জা স্বরাজ কর্মসূচির অধীনে নির্মিত হয়েছে এই ৫০০ কেভি সৌর প্ল্যান্ট। বিজ্ঞান ও শিল্প গবেষণা পিএসইউ’র অধীনে এই প্ল্যান্টকে ২০ দিনের মধ্যে গড়ে তোলা হয়েছে।২০২১ সালে ডিসেম্বরে জম্মু-কাশ্মীরে রিয়েল এস্টেট সামিট অনুষ্ঠিত হয়। যেখানে ২.৩৭ লক্ষ কর্মসংস্থানের সঙ্গে সঙ্গে ৫১, ৬৯৮ কোটির বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে কেন্দ্রীয় শাসিত প্রশাসন দাবি করেছে।

আরও পড়ুন: পছন্দের খাবার খিচুড়ি, ক্যান্টিনে বসে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের আগে সোমবার উপত্যকায় এসে সাম্বা জেলার পল্লী গ্রাম পরিদর্শন করেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। সাম্বা জেলার পল্লী গ্রামে মেগা প্ল্যান্টের কাজ খতিয়ে দেখেন প্রতিমন্ত্রী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, এই প্ল্যান্ট নির্মাণ করা ভারতের কাছে একটি বড় চ্যালেঞ্জ ছিল। উল্লেখ্য, এই সফরের আগে ২০১৯ সালে ২৭ অক্টোবর সেনাদের মাঝে দিওয়ালি উৎসব পালন করতে রাজৌরি আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই সফরের আগে বিভিন্ন জেলায় ১৪৪ ধারা জারি হয়েছে। বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির, মসজিদে সিসিটিভি লাগানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের আগে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে দেওয়া হয়েছে জম্মু-কাশ্মীরকে। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: ফের থমথমে উপত্যকা, জঙ্গি হামলায় জম্মু-কাশ্মীরে সার্কাসকর্মীর মৃত্যু