০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্ঘটনার কবলে  প্রধানমন্ত্রীর ভাইয়ের গাড়ি, প্রহ্লাদ মোদি সহ আহত চার ,দেখুন সেই ভিডিও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 111

 

পুবের কলম ওয়েবডেস্ক: দুর্ঘটনার কবলে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদির গাড়ি। গাড়িতে প্রহ্লাদ ছাড়াও ছিলেন তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও নাতি। সকলে মিলেই মাইসোর থেকে বান্দিপুরার দিকে যাচ্ছিলেন। প্রহ্লাদ মোদি সহ গাড়ির আরোহীরা সকলেই কমবেশি আহত হয়েছেন। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জানা যাচ্ছে আপাতত সকলেই বিপদমুক্ত। যে মার্সিডিজটিতে তাঁরা ছিলেন সেটি একেবারে দুমড়মুচড়ে গিয়েছে। বেলা দুটো নাগাদ এই  দুর্ঘটনাটি ঘটে।মাইসোরের পুলিশ সুপার সীমা লাটকার ঘটনাস্থলে যান।  হাসপাতালেও যান তিনি। যাবতীয় বিষয় খতিয়ে দেখেন।সবমিলিয়ে গাড়িতে ছিলেন মোট পাঁচজন। আহত হয়েছেন প্রহ্লাদ মোদি  তাঁর ছেলে মেহুল মোদি, পুত্রবধূ এবং নাতি মিনাথ মেহুল মোদি এবং তাঁদের গাড়ি চালক।

আরও পড়ুন: ব্রিকসের মঞ্চে পহলেগাঁও নিয়ে সরব মোদি, ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর’

 

আরও পড়ুন: ১৮ জুলাই ফের বঙ্গ সফরে আসছেন মোদি, কোথায় জনসভা করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বেশ কিছু ভিডিও। যাতে দেখা যাচ্ছে ভেঙেচুরে দুমড়েমুচড়ে গিয়েছে গাড়িটি। এরপরেই কীভাবে এই ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। গাড়িতে কোনও সমস্যা ছিল না তাও খতিয়ে দেখা হছে বলে খবর।  পুলিশ সূত্রের খবর প্রহ্লাদ মোদির চোট লেগেছে কাঁধে। তাঁর ছেলের পা ভেঙেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুর্ঘটনার কবলে  প্রধানমন্ত্রীর ভাইয়ের গাড়ি, প্রহ্লাদ মোদি সহ আহত চার ,দেখুন সেই ভিডিও

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: দুর্ঘটনার কবলে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদির গাড়ি। গাড়িতে প্রহ্লাদ ছাড়াও ছিলেন তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও নাতি। সকলে মিলেই মাইসোর থেকে বান্দিপুরার দিকে যাচ্ছিলেন। প্রহ্লাদ মোদি সহ গাড়ির আরোহীরা সকলেই কমবেশি আহত হয়েছেন। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জানা যাচ্ছে আপাতত সকলেই বিপদমুক্ত। যে মার্সিডিজটিতে তাঁরা ছিলেন সেটি একেবারে দুমড়মুচড়ে গিয়েছে। বেলা দুটো নাগাদ এই  দুর্ঘটনাটি ঘটে।মাইসোরের পুলিশ সুপার সীমা লাটকার ঘটনাস্থলে যান।  হাসপাতালেও যান তিনি। যাবতীয় বিষয় খতিয়ে দেখেন।সবমিলিয়ে গাড়িতে ছিলেন মোট পাঁচজন। আহত হয়েছেন প্রহ্লাদ মোদি  তাঁর ছেলে মেহুল মোদি, পুত্রবধূ এবং নাতি মিনাথ মেহুল মোদি এবং তাঁদের গাড়ি চালক।

আরও পড়ুন: ব্রিকসের মঞ্চে পহলেগাঁও নিয়ে সরব মোদি, ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর’

 

আরও পড়ুন: ১৮ জুলাই ফের বঙ্গ সফরে আসছেন মোদি, কোথায় জনসভা করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বেশ কিছু ভিডিও। যাতে দেখা যাচ্ছে ভেঙেচুরে দুমড়েমুচড়ে গিয়েছে গাড়িটি। এরপরেই কীভাবে এই ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। গাড়িতে কোনও সমস্যা ছিল না তাও খতিয়ে দেখা হছে বলে খবর।  পুলিশ সূত্রের খবর প্রহ্লাদ মোদির চোট লেগেছে কাঁধে। তাঁর ছেলের পা ভেঙেছে।