০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান জিতলে প্রশংসা, আমরা জিতলেই ফিক্সিং হয়েছে : হরভজন সিং

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৮ নভেম্বর ২০২১, সোমবার
  • / 9

পুবের কলম ওয়েবডেস্কঃ সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তানের হার স্বীকারের পর চলতি টি-২০ বিশ্বকাপের শেষ চারের লড়াই থেকে ছিটকে গেল কোহলির ভারত। তবুও সোমবার নামিবিয়ার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলবে তারা।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হার ও  আফগানিস্তান এবং স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর পর অনেকেই মন্তব্য করেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড টাকা দিয়ে এই দুটি ম্যাচ কিনেছে। এতদিন এ বিষয়ে কোনও মন্তব্য না করলেও, এবার সমালোচকদের কঠোর জবাব দিলেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং।

এদিন তিনি বলেন, ‘আমার স্বীকার করতে অসুবিধা নেই, পাকিস্তান চলতি টি-২০ বিশ্বকাপে খুব ভালো খেলেছে। বিশেষ করে ভারতের বিপক্ষে ওরা দুর্দান্ত খেলেছে। যার জন্য সবাই ওদের বাহবা দিচ্ছে। পাকিস্তানকে অভিনন্দন। কিন্তু এজন্য খারাপ ব্যবহার করা তো ঠিক নয়। তোমাদের জয় মানেই তোমরা সাধু, আর আমরা জিতলেই তার মধ্যে গলদ থাকছে। ম্যাচ ফিক্সিং হয়েছে, এটা বলা ঠিক নয়। আমরা সবাই ম্যাচ ফিক্সিং নিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের অতীত কীর্তির কথা জানি।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তান জিতলে প্রশংসা, আমরা জিতলেই ফিক্সিং হয়েছে : হরভজন সিং

আপডেট : ৮ নভেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তানের হার স্বীকারের পর চলতি টি-২০ বিশ্বকাপের শেষ চারের লড়াই থেকে ছিটকে গেল কোহলির ভারত। তবুও সোমবার নামিবিয়ার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলবে তারা।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হার ও  আফগানিস্তান এবং স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর পর অনেকেই মন্তব্য করেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড টাকা দিয়ে এই দুটি ম্যাচ কিনেছে। এতদিন এ বিষয়ে কোনও মন্তব্য না করলেও, এবার সমালোচকদের কঠোর জবাব দিলেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং।

এদিন তিনি বলেন, ‘আমার স্বীকার করতে অসুবিধা নেই, পাকিস্তান চলতি টি-২০ বিশ্বকাপে খুব ভালো খেলেছে। বিশেষ করে ভারতের বিপক্ষে ওরা দুর্দান্ত খেলেছে। যার জন্য সবাই ওদের বাহবা দিচ্ছে। পাকিস্তানকে অভিনন্দন। কিন্তু এজন্য খারাপ ব্যবহার করা তো ঠিক নয়। তোমাদের জয় মানেই তোমরা সাধু, আর আমরা জিতলেই তার মধ্যে গলদ থাকছে। ম্যাচ ফিক্সিং হয়েছে, এটা বলা ঠিক নয়। আমরা সবাই ম্যাচ ফিক্সিং নিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের অতীত কীর্তির কথা জানি।’