আইনে পরিণত হল Online Gaming Bill

- আপডেট : ২২ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 85
পুবের কলম, ওয়েব ডেস্ক: আইনে পরিণত হলো অনলাইন গেমিং বিল (Online Gaming Bill)। বৃহস্পতিবারই সংসদে পাশ হয় ওই বিল। আর আজ সন্ধ্যায় সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর্থিক লেনদেনে যুক্ত অনলাইন গেমিং নিষিদ্ধ করার বিলে সই করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার রাষ্ট্রপতি ভবনের তরফে এ কথা জানানো হয়েছে। নয়া আইন ভাঙলে কি হবে পরিণতি?
তাঁদের ৩ বছর পর্যন্ত জেল এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অনলাইন রিয়েল মানি গেমিংয়ের (Online Gaming Bill) প্ল্যাটফর্মের বিজ্ঞাপন যাঁরা করবেন তাঁদের ২ বছর পর্যন্ত জেল এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
সংসদে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, সারা দেশে বহু সংখ্যক লোক অনলাইন রিয়েল মানি গেমিংয়ে (Online Gaming Bill) সর্বস্বান্ত হচ্ছেন। এতদিনে ৪৫ কোটি খেলোয়ার অনলাইন রিয়েল মানি গেমিংয়ে অন্তত ২০ হাজার কোটি টাকা হারিয়েছেন।