০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চোখের ছানি অপারেশন সফল হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাষ্ট্রপতি মুর্মু

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ অক্টোবর ২০২২, রবিবার
  • / 108

পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু। দিল্লির সেনা হাসপাতালে ছানি অপারেশন হল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। অপারেশনের পর রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতি এখন সুস্থ রয়েছেন। এবং হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে তাকে।

বলা বাহুল্য, চলতি বছর জুলায় মাসে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। তিনিই হলেন দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। এনডিএ-এর দ্বারা মনোনীত হয়ে তিনি নির্বাচনে লড়াই করেছিলেন। গত ২৪ জুলাই দেশের প্রথম জনজাতি ও সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু। তাকে শপথ বাক্য পাঠ করান দেশের প্রধান বিচারপতি এনভি রমনা। এনডিএ প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মু বিরোধীদের সম্মিলিত প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে জয়ী হন। তিনি হলেন দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি।

আরও পড়ুন: কাঁথিতে প্রসাদ খেয়ে অসুস্থ বহু গ্রামবাসী!

সূত্রের খবর, রবিবার বেলা ১১.৩০ মিনিট নাগাদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাঁ চোখে অপারেশন করা হয়। দিল্লি ক্যান্টনমেন্টের আর্মি হাসপাতাল রিসার্চ ও রেফারালে তাঁর অপারেশন করা হয়।

আরও পড়ুন: ফ্লুর প্রাদুর্ভাব: উদ্বেগজনক হারে বাড়ছে রোগী, সরকারকে সতর্ক করল বিশেষজ্ঞরা

জানা গিয়েছে, এই অপারেশন ব্রিগেডিয়ার এসকে মিশ্র ও তাঁর টিমের তত্ত্বাবধানে হয়েছে। বেলা ১১.৩০ মিনিট নাগাদ এই অপারেশনের পর দুপুর ১.৩০ মিনিট নাগাদ দ্রৌপদী মুর্মুকে ছেড়ে দেওয়া হয়। সেনা হাসপাতালের তরফে তাঁকে কয়েকদিন বিশ্রামে থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হাসপাতাল, বিক্ষোভ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চোখের ছানি অপারেশন সফল হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাষ্ট্রপতি মুর্মু

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু। দিল্লির সেনা হাসপাতালে ছানি অপারেশন হল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। অপারেশনের পর রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতি এখন সুস্থ রয়েছেন। এবং হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে তাকে।

বলা বাহুল্য, চলতি বছর জুলায় মাসে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। তিনিই হলেন দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। এনডিএ-এর দ্বারা মনোনীত হয়ে তিনি নির্বাচনে লড়াই করেছিলেন। গত ২৪ জুলাই দেশের প্রথম জনজাতি ও সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু। তাকে শপথ বাক্য পাঠ করান দেশের প্রধান বিচারপতি এনভি রমনা। এনডিএ প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মু বিরোধীদের সম্মিলিত প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে জয়ী হন। তিনি হলেন দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি।

আরও পড়ুন: কাঁথিতে প্রসাদ খেয়ে অসুস্থ বহু গ্রামবাসী!

সূত্রের খবর, রবিবার বেলা ১১.৩০ মিনিট নাগাদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাঁ চোখে অপারেশন করা হয়। দিল্লি ক্যান্টনমেন্টের আর্মি হাসপাতাল রিসার্চ ও রেফারালে তাঁর অপারেশন করা হয়।

আরও পড়ুন: ফ্লুর প্রাদুর্ভাব: উদ্বেগজনক হারে বাড়ছে রোগী, সরকারকে সতর্ক করল বিশেষজ্ঞরা

জানা গিয়েছে, এই অপারেশন ব্রিগেডিয়ার এসকে মিশ্র ও তাঁর টিমের তত্ত্বাবধানে হয়েছে। বেলা ১১.৩০ মিনিট নাগাদ এই অপারেশনের পর দুপুর ১.৩০ মিনিট নাগাদ দ্রৌপদী মুর্মুকে ছেড়ে দেওয়া হয়। সেনা হাসপাতালের তরফে তাঁকে কয়েকদিন বিশ্রামে থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হাসপাতাল, বিক্ষোভ