১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দাম ১৬ লাখ ৮৪ হাজার, আ্যাডভেঞ্চার ভালো বাসলে এই বাইক অপেক্ষা করছে আপনার জন্য

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ মে ২০২২, শনিবার
  • / 110

 

পুবের কলম ওয়েবডেস্কঃ আ্যডভেঞ্চার কমবেশি সকলেই ভালোবাসেন। বাইক নিয়ে পাহাড়ি পথে পাড়ি জমানো অনেকের নেশা। এইরকম আ্যডভেঞ্চার লাভারদের জন্য লঞ্চ করলো অত্যাধুনিক প্রযুক্তির ডুকাটির দুর্ধর্ষ বাইক মাল্টিস্ট্রাডা ভি২। ভারতের বাজারে দুটি ভ্যারিয়েন্টে এসেছে বাইকটি। এগুলি হলো ডুকাটি মাল্টিস্ট্রাডা ভি২ ও ডুকাটি মাল্টিস্ট্রাডা ভি২এস।

ভারতীয় বাজারে ডুকাটি মাল্টিস্ট্রাডা ভি২-এর দাম ১৪ লাখ ৬৫ হাজার ও ডুকাটি মাল্টিস্ট্রাডা ভি২এস-এর মূল্য ১৬ লাখ ৮৪ হাজার টাকা।

নতুন মডেলটি আগের তুলনায় অধিক আরামদায়ক রাইডিংয়ের প্রতিশ্রুতিসহ এসেছে। এটি হ্যান্ডলিং করা আরও সহজ। আবার টুইন সিলিন্ডার ইঞ্জিনসহ হাজির হয়েছে অ্যাডভেঞ্চার বাইক মাল্টিস্ট্রাডা ভি২।

মাল্টিস্ট্রাডা ভি৪-এর মতো এতে অ্যালুমিনিয়াম ডিস্ক ব্রেক, মিরর ও অ্যালয় হুইল দেওয়া হয়েছে। এতে উপস্থিত এলইডি হেডলাইট, টেললাইট এবং টার্ন ইন্ডিকেটর। এস ভার্সনটিতে ফুল এলইডি হেডল্যাম্প, ডুকাটি কর্নারিং লাইট এবং ডুকাটি কুইক শিফ্ট আপ অ্যান্ড ডাউন রয়েছে।

 

আগের মডেলটির তুলনায় ২০২২ ভার্সনটির সার্বিক ওজন ৫ কেজি কম বলে দাবি সংস্থার। ব্ল্যাক রিমের সঙ্গে একটি ক্লাসিক ডুকাটি রেড পেইন্ট থিমসহ এসেছে মোটরসাইকেলটি। আবার হায়ার-স্পেক ভি২এস মডেলে ডিজাইন এলিমেন্টের মধ্যে একটি নতুন স্ট্রীট গ্রে লিভারি সহ ব্ল্যাক ফ্রেম এবং জিটি রেড রিমের সঙ্গে বাজারে পা রেখেছে।

১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইতালির এই জনপ্রিয় ও ব্যয়বহুল মোটরসাইকেল ব্র্যান্ড ডুকাটি। পরে ২০১২ সালে ভক্সওয়াগেন গ্রুপের একটি অংশ হিসেবে যুক্ত হয়। বিশ্বব্যাপী এই দুর্ধর্ষ মোটরসাইকেলের ব্র্যান্ডটির জনপ্রিয়তা আমাদের দেশেও কম নয়। সারাবছর গ্রাহকদের জন্য একের পর এক নতুন বাইক নিয়ে আসছে সংস্থাটি।

Price 16 lakh 84 thousand, this bike is waiting for you if you like adventure

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দাম ১৬ লাখ ৮৪ হাজার, আ্যাডভেঞ্চার ভালো বাসলে এই বাইক অপেক্ষা করছে আপনার জন্য

আপডেট : ৭ মে ২০২২, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ আ্যডভেঞ্চার কমবেশি সকলেই ভালোবাসেন। বাইক নিয়ে পাহাড়ি পথে পাড়ি জমানো অনেকের নেশা। এইরকম আ্যডভেঞ্চার লাভারদের জন্য লঞ্চ করলো অত্যাধুনিক প্রযুক্তির ডুকাটির দুর্ধর্ষ বাইক মাল্টিস্ট্রাডা ভি২। ভারতের বাজারে দুটি ভ্যারিয়েন্টে এসেছে বাইকটি। এগুলি হলো ডুকাটি মাল্টিস্ট্রাডা ভি২ ও ডুকাটি মাল্টিস্ট্রাডা ভি২এস।

ভারতীয় বাজারে ডুকাটি মাল্টিস্ট্রাডা ভি২-এর দাম ১৪ লাখ ৬৫ হাজার ও ডুকাটি মাল্টিস্ট্রাডা ভি২এস-এর মূল্য ১৬ লাখ ৮৪ হাজার টাকা।

নতুন মডেলটি আগের তুলনায় অধিক আরামদায়ক রাইডিংয়ের প্রতিশ্রুতিসহ এসেছে। এটি হ্যান্ডলিং করা আরও সহজ। আবার টুইন সিলিন্ডার ইঞ্জিনসহ হাজির হয়েছে অ্যাডভেঞ্চার বাইক মাল্টিস্ট্রাডা ভি২।

মাল্টিস্ট্রাডা ভি৪-এর মতো এতে অ্যালুমিনিয়াম ডিস্ক ব্রেক, মিরর ও অ্যালয় হুইল দেওয়া হয়েছে। এতে উপস্থিত এলইডি হেডলাইট, টেললাইট এবং টার্ন ইন্ডিকেটর। এস ভার্সনটিতে ফুল এলইডি হেডল্যাম্প, ডুকাটি কর্নারিং লাইট এবং ডুকাটি কুইক শিফ্ট আপ অ্যান্ড ডাউন রয়েছে।

 

আগের মডেলটির তুলনায় ২০২২ ভার্সনটির সার্বিক ওজন ৫ কেজি কম বলে দাবি সংস্থার। ব্ল্যাক রিমের সঙ্গে একটি ক্লাসিক ডুকাটি রেড পেইন্ট থিমসহ এসেছে মোটরসাইকেলটি। আবার হায়ার-স্পেক ভি২এস মডেলে ডিজাইন এলিমেন্টের মধ্যে একটি নতুন স্ট্রীট গ্রে লিভারি সহ ব্ল্যাক ফ্রেম এবং জিটি রেড রিমের সঙ্গে বাজারে পা রেখেছে।

১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইতালির এই জনপ্রিয় ও ব্যয়বহুল মোটরসাইকেল ব্র্যান্ড ডুকাটি। পরে ২০১২ সালে ভক্সওয়াগেন গ্রুপের একটি অংশ হিসেবে যুক্ত হয়। বিশ্বব্যাপী এই দুর্ধর্ষ মোটরসাইকেলের ব্র্যান্ডটির জনপ্রিয়তা আমাদের দেশেও কম নয়। সারাবছর গ্রাহকদের জন্য একের পর এক নতুন বাইক নিয়ে আসছে সংস্থাটি।

Price 16 lakh 84 thousand, this bike is waiting for you if you like adventure