২৫ জুলাই ২০২৫, শুক্রবার, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মিসরে চিরনিদ্রায় শায়িত প্রিন্স করিম আগা খান

ইমামা খাতুন
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার
  • / 130

পুবের কলম, ওয়েব ডেস্ক: ইন্তেকাল-এর পাঁচ দিন পর বিশ্বখ্যাত  আধ্যাত্মিক নেতা আগা খান,কে মিসরের আসওয়ান শহরে দাফন করা হয়েছে। প্রিন্স করিম আগা খান ছিলেন শিয়া ইসলামের ইসমাইলি সম্প্রদায়ের ৪৯তম বংশগত ইমাম।  

৮৮ বছর বয়সে পতুর্গালের লিসবনে ইন্তেকাল করেন তিনি। ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে দাদার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। রবিবার তার দাফনকার্য সম্পন্ন হয়।

আরও পড়ুন: আলা আবদেল ফাত্তাহর নাম সন্ত্রাসবাদীদের তালিকা থেকে বাদ দিল মিশরের আদালত

প্রিন্স করিমকে মিসরের আসওয়ানে তার দাদা আগা খান তৃতীয়ের সমাধিস্থলে সমাহিত করা হয়েছে। নতুন সমাধি নির্মিত না হওয়া পর্যন্ত তার মৃতদেহ সেখানেই সমাহিত থাকবে। তার দাফন পুরোপুরি পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে। এর আগে পতুর্গালের লিসবনের ইসমাইলি সেন্টারে তার জানাজার সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, পতুর্গালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা, ইসমাইলি সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মিশরে হচ্ছে নতুন রাজধানী, থাকবে ৬০ লক্ষ মানুষ

https://puberkalom.com/pratul-mukhopadhyay-hospitalised/

আরও পড়ুন: তৃতীয় মেয়াদে মিশরে প্রেসিডেন্ট নির্বাচিত আল সিসি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মিসরে চিরনিদ্রায় শায়িত প্রিন্স করিম আগা খান

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: ইন্তেকাল-এর পাঁচ দিন পর বিশ্বখ্যাত  আধ্যাত্মিক নেতা আগা খান,কে মিসরের আসওয়ান শহরে দাফন করা হয়েছে। প্রিন্স করিম আগা খান ছিলেন শিয়া ইসলামের ইসমাইলি সম্প্রদায়ের ৪৯তম বংশগত ইমাম।  

৮৮ বছর বয়সে পতুর্গালের লিসবনে ইন্তেকাল করেন তিনি। ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে দাদার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। রবিবার তার দাফনকার্য সম্পন্ন হয়।

আরও পড়ুন: আলা আবদেল ফাত্তাহর নাম সন্ত্রাসবাদীদের তালিকা থেকে বাদ দিল মিশরের আদালত

প্রিন্স করিমকে মিসরের আসওয়ানে তার দাদা আগা খান তৃতীয়ের সমাধিস্থলে সমাহিত করা হয়েছে। নতুন সমাধি নির্মিত না হওয়া পর্যন্ত তার মৃতদেহ সেখানেই সমাহিত থাকবে। তার দাফন পুরোপুরি পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে। এর আগে পতুর্গালের লিসবনের ইসমাইলি সেন্টারে তার জানাজার সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, পতুর্গালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা, ইসমাইলি সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মিশরে হচ্ছে নতুন রাজধানী, থাকবে ৬০ লক্ষ মানুষ

https://puberkalom.com/pratul-mukhopadhyay-hospitalised/

আরও পড়ুন: তৃতীয় মেয়াদে মিশরে প্রেসিডেন্ট নির্বাচিত আল সিসি