২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন অধ্যাপক অমলেন্দু ভূঁইয়া

শফিকুল ইসলাম
  • আপডেট : ১ জুন ২০২৩, বৃহস্পতিবার
  • / 28

শফিকুল ইসলাম,কল্যাণী:

উপাচার্য ছিলেন ড. মানস কুমার সান্যাল।তার মেয়াদ শেষ হয়েছে।কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন অধ্যাপক অমলেন্দু ভূঁইয়া।

প্রায় এক সপ্তাহ কল্যাণী বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন থাকার পর রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের নির্দেশনামায় অধ্যাপক অমলেন্দু ভূঁইয়া নতুন উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন। বেশ কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয় চত্বরে জল্পনা চলছিল কে অস্থায়ী নতুন উপাচার্য হবেন। শিক্ষকদের অনেকাংশের ধারণা ছিল বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রবীণ শিক্ষককে রাজ্যপাল কয়েক মাসের জন্য অস্থায়ী উপাচার্য হিসেবে মনোনীত করবেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল তিনি ডিনেদের মধ্যে থেকে অধ্যাপক ভূঁইয়াকে অস্থায়ী উপাচার্য মনোনীত করলেন।

বর্তমানে অধ্যাপক ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে অধ্যাপনা করেন এবং ২০২১ সাল থেকে কলা ও বাণিজ্য অনুষদের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক অধ্যাপক সুজয়কুমার মন্ডল বলেন,কয়েকদিন উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজের ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছিল। অধ্যাপক ভূঁইয়াকে উপাচার্যের দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও বিদ্যায়তনিক কাজের ধারা ত্বরান্বিত হবে আশা করি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন অধ্যাপক অমলেন্দু ভূঁইয়া

আপডেট : ১ জুন ২০২৩, বৃহস্পতিবার

শফিকুল ইসলাম,কল্যাণী:

উপাচার্য ছিলেন ড. মানস কুমার সান্যাল।তার মেয়াদ শেষ হয়েছে।কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন অধ্যাপক অমলেন্দু ভূঁইয়া।

প্রায় এক সপ্তাহ কল্যাণী বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন থাকার পর রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের নির্দেশনামায় অধ্যাপক অমলেন্দু ভূঁইয়া নতুন উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন। বেশ কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয় চত্বরে জল্পনা চলছিল কে অস্থায়ী নতুন উপাচার্য হবেন। শিক্ষকদের অনেকাংশের ধারণা ছিল বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রবীণ শিক্ষককে রাজ্যপাল কয়েক মাসের জন্য অস্থায়ী উপাচার্য হিসেবে মনোনীত করবেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল তিনি ডিনেদের মধ্যে থেকে অধ্যাপক ভূঁইয়াকে অস্থায়ী উপাচার্য মনোনীত করলেন।

বর্তমানে অধ্যাপক ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে অধ্যাপনা করেন এবং ২০২১ সাল থেকে কলা ও বাণিজ্য অনুষদের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক অধ্যাপক সুজয়কুমার মন্ডল বলেন,কয়েকদিন উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজের ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছিল। অধ্যাপক ভূঁইয়াকে উপাচার্যের দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও বিদ্যায়তনিক কাজের ধারা ত্বরান্বিত হবে আশা করি।