০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শ্লীলতাহানির প্রতিবাদ করায় যোগী রাজ্যে বেধড়ক মারে মৃত্যু বাবার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ জুন ২০২১, মঙ্গলবার
  • / 134

পুবের কলম ওয়েবডেস্কঃ তিন যুবকের শ্লীলতাহানির শিকার মেয়ে। প্রতিবাদ করায় মাশুল দিতে হল বাবাকে। অভিযোগ– বেধড়ক মারধরের জেরে মৃতু্য বছর ৫০ এর মাজেদ আলির। ঘটনার জেরে চাঞ্চল্য যোগী রাজ্যের ইলাহাবাদে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ৩ যুবককে।

ঠিক কী হয়েছিল ঘটনাটি? রবিবার এলাকারই একটি আম বাগানে গিয়েছিলেন সাদিয়া। অভিযোগ– সেই সময় মাধব নিশাদ– কাল্লু ও গলু নামে তিন যুবক তাঁকে উদ্দেশ্য করে কটুক্তি করে। এমনকী জোর করে চেপে ধরে তাঁর হাতও। কোনও রকমে হাত ছাড়িয়ে পালিয়ে যান সাদিয়া। বাড়িতে এসে বিষয়টি তাঁর বাবাকে খুলে বলেন। শুনে প্রচণ্ড রেগে যান মাজেদ আলি। তাঁর ছেলেকে নিয়ে ঘটনাস্থলে যান। লজ্জাজনক ওই ঘটনার প্রতিবাদ করেন তিনি। দুঃখপ্রকাশ তো দূরঅস্ত! উল্টে তাঁকেই অপমানজনক কথা বলতে শুরু করেন অভিযুক্তরা। পাশেই ছিলেন আরও ৫ জন। তাঁরাও সমর্থন করতে থাকেন অভিযুক্তদেরই। এমনই অভিযোগ মৃতের পরিবারের।  এখানেই শেষ নয়। এরপর উল্টে তাঁদেরই মারধর শুরু করেন অভিযুক্তরা। কোনও রকমে সেখান থেকে প্রাণ হাতে নিয়ে পালান মাজেদ। বাড়ির দরজার কাছে পৌঁছেও শেষ রক্ষা হল না। কিছুক্ষণের মধ্যেই মারা যান মাজেদ।

আরও পড়ুন: জ়ুবিন গর্গের মৃত্যু ‘দুর্ঘটনা’ নয়, ‘খুন’, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত

মেজা পুলিশ সূত্রে খবর– মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ৩ মহিলার বিরুদ্ধেও অভিযোগ জানানো হয় থানাতে। অভিযুক্ত ৩ মহিলা ওই ৩ ‘গুণধর’ যুবকের মা। অভিযোগের ভিত্তিতে ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে– আপাতত ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। রিপোর্ট হাতে এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: ২০০২ সালে নাম ছিল, তবুও আতঙ্কে মৃত্যু!

আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম বাধ্যতামূলক: ঘোষণা যোগীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শ্লীলতাহানির প্রতিবাদ করায় যোগী রাজ্যে বেধড়ক মারে মৃত্যু বাবার

আপডেট : ২৯ জুন ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ তিন যুবকের শ্লীলতাহানির শিকার মেয়ে। প্রতিবাদ করায় মাশুল দিতে হল বাবাকে। অভিযোগ– বেধড়ক মারধরের জেরে মৃতু্য বছর ৫০ এর মাজেদ আলির। ঘটনার জেরে চাঞ্চল্য যোগী রাজ্যের ইলাহাবাদে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ৩ যুবককে।

ঠিক কী হয়েছিল ঘটনাটি? রবিবার এলাকারই একটি আম বাগানে গিয়েছিলেন সাদিয়া। অভিযোগ– সেই সময় মাধব নিশাদ– কাল্লু ও গলু নামে তিন যুবক তাঁকে উদ্দেশ্য করে কটুক্তি করে। এমনকী জোর করে চেপে ধরে তাঁর হাতও। কোনও রকমে হাত ছাড়িয়ে পালিয়ে যান সাদিয়া। বাড়িতে এসে বিষয়টি তাঁর বাবাকে খুলে বলেন। শুনে প্রচণ্ড রেগে যান মাজেদ আলি। তাঁর ছেলেকে নিয়ে ঘটনাস্থলে যান। লজ্জাজনক ওই ঘটনার প্রতিবাদ করেন তিনি। দুঃখপ্রকাশ তো দূরঅস্ত! উল্টে তাঁকেই অপমানজনক কথা বলতে শুরু করেন অভিযুক্তরা। পাশেই ছিলেন আরও ৫ জন। তাঁরাও সমর্থন করতে থাকেন অভিযুক্তদেরই। এমনই অভিযোগ মৃতের পরিবারের।  এখানেই শেষ নয়। এরপর উল্টে তাঁদেরই মারধর শুরু করেন অভিযুক্তরা। কোনও রকমে সেখান থেকে প্রাণ হাতে নিয়ে পালান মাজেদ। বাড়ির দরজার কাছে পৌঁছেও শেষ রক্ষা হল না। কিছুক্ষণের মধ্যেই মারা যান মাজেদ।

আরও পড়ুন: জ়ুবিন গর্গের মৃত্যু ‘দুর্ঘটনা’ নয়, ‘খুন’, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত

মেজা পুলিশ সূত্রে খবর– মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ৩ মহিলার বিরুদ্ধেও অভিযোগ জানানো হয় থানাতে। অভিযুক্ত ৩ মহিলা ওই ৩ ‘গুণধর’ যুবকের মা। অভিযোগের ভিত্তিতে ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে– আপাতত ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। রিপোর্ট হাতে এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: ২০০২ সালে নাম ছিল, তবুও আতঙ্কে মৃত্যু!

আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম বাধ্যতামূলক: ঘোষণা যোগীর