০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

১০ সন্তানের মায়েদের পুরস্কার দিলেন পুতিন

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ নভেম্বর ২০২২, বুধবার
  • / 84

পুবের কলম ওয়েব ডেস্কঃ রাশিয়ায় যে সব মায়েরা দশ সন্তান বা তার অধিক সন্তান জন্ম দিয়েছেন, তাদের ‘মাদার হিরোইন’ পুরস্কার  দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। পরিবারকে প্রতিষ্ঠান হিসেবে শক্তিশালী করা ও সন্তানদের মানুষ হিসেবে গড়ে তোলার অসামান্য কৃতিত্বের জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের এক ঘোষণায় পুরস্কারের বিষয়টি ঘোষণা করা হয়েছে। পুরস্কার প্রাপকদের মধ্যে পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চেচেন নেতা রমজান কাদিরভের স্ত্রী মেদনি কাদিরোভাও রয়েছেন। ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানে কয়েক হাজার সেনা পাঠিয়েছেন রমজান কাদিরভ। এমনকি প্রয়োজন হলে নিজের কিশোর সন্তানদেরও যুদ্ধে পাঠাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

আরও পড়ুন: ভারত ও চিনের প্রশংসা করলেন পুতিন

পুরস্কার হিসেবে প্রত্যেক ‘মাদার হেরোইন’ বিজয়ী পাবেন ১০ লক্ষ রুবল ও একটি স্বর্ণপদক। ‘মাদার হিরোইন’ নামে এক রাষ্ট্রীয় পুরস্কারের প্রচলন ছিল প্রাক্তন সোভিয়েত ইউনিয়নে। ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ পুরস্কার প্রবর্তন করেন প্রাক্তন সোভিয়েত নেতা জোসেফ স্টালিন। এরপর ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত প্রায় পাঁচ দশক এ পদক চালু ছিল।

আরও পড়ুন: Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প

 

আরও পড়ুন: ট্রাম্প-পুতিন টেলিফোনিক কথোপকথনের পরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার

দীর্ঘ এ সময়ে বহু নারীকে এ পুরস্কারে ভূষিত করা হয়। প্রায় তিন দশক পর চলতি বছরের আগস্ট মাসে এ পুরস্কার আবারও চালু করে রাশিয়া। ১০ বা তার অধিক সন্তান জন্ম দেওয়া প্রত্যেক রুশ নারীকে এ খেতাব দেওয়ার ঘোষণা দেন পুতিন। উল্লেখ্য, নিম্ন জন্মহারের কারণে বছরের পর বছর ধরে কমছে রাশিয়ার জনসংখ্যা। দম্পতিদের সন্তান জন্মদানে উৎসাহ দিতেই সোভিয়েত আমলের এই পুরস্কার ফিরিয়ে আনা হয়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১০ সন্তানের মায়েদের পুরস্কার দিলেন পুতিন

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ রাশিয়ায় যে সব মায়েরা দশ সন্তান বা তার অধিক সন্তান জন্ম দিয়েছেন, তাদের ‘মাদার হিরোইন’ পুরস্কার  দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। পরিবারকে প্রতিষ্ঠান হিসেবে শক্তিশালী করা ও সন্তানদের মানুষ হিসেবে গড়ে তোলার অসামান্য কৃতিত্বের জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের এক ঘোষণায় পুরস্কারের বিষয়টি ঘোষণা করা হয়েছে। পুরস্কার প্রাপকদের মধ্যে পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চেচেন নেতা রমজান কাদিরভের স্ত্রী মেদনি কাদিরোভাও রয়েছেন। ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানে কয়েক হাজার সেনা পাঠিয়েছেন রমজান কাদিরভ। এমনকি প্রয়োজন হলে নিজের কিশোর সন্তানদেরও যুদ্ধে পাঠাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

আরও পড়ুন: ভারত ও চিনের প্রশংসা করলেন পুতিন

পুরস্কার হিসেবে প্রত্যেক ‘মাদার হেরোইন’ বিজয়ী পাবেন ১০ লক্ষ রুবল ও একটি স্বর্ণপদক। ‘মাদার হিরোইন’ নামে এক রাষ্ট্রীয় পুরস্কারের প্রচলন ছিল প্রাক্তন সোভিয়েত ইউনিয়নে। ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ পুরস্কার প্রবর্তন করেন প্রাক্তন সোভিয়েত নেতা জোসেফ স্টালিন। এরপর ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত প্রায় পাঁচ দশক এ পদক চালু ছিল।

আরও পড়ুন: Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প

 

আরও পড়ুন: ট্রাম্প-পুতিন টেলিফোনিক কথোপকথনের পরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার

দীর্ঘ এ সময়ে বহু নারীকে এ পুরস্কারে ভূষিত করা হয়। প্রায় তিন দশক পর চলতি বছরের আগস্ট মাসে এ পুরস্কার আবারও চালু করে রাশিয়া। ১০ বা তার অধিক সন্তান জন্ম দেওয়া প্রত্যেক রুশ নারীকে এ খেতাব দেওয়ার ঘোষণা দেন পুতিন। উল্লেখ্য, নিম্ন জন্মহারের কারণে বছরের পর বছর ধরে কমছে রাশিয়ার জনসংখ্যা। দম্পতিদের সন্তান জন্মদানে উৎসাহ দিতেই সোভিয়েত আমলের এই পুরস্কার ফিরিয়ে আনা হয়।