১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুরআন পোড়ানোর প্রতিবাদে ‘কুরআন তেলাওয়াত’ তুরস্কে

পুবের কলম ওয়েবডেস্ক:সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআন পুড়িয়েছেন ‘উগ্রপন্থী’ রাজনীতিবিদ রাসমাস পালুদান। বিশ্বব্যাপী এই ন্যাক্কারজনক কাজের নিন্দায় সরব হচ্ছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। প্রতিবাদ হয়েছে তুরস্কে অবস্থিত সুইডিশ দূতাবাসের বাইরেও। শুক্রবার কুরআন অবমাননার প্রতিবাদে সুইডিশ দূতাবাসের সামনে পবিত্র কুরআন তেলাওয়াতের এক অনুষ্ঠান হয়েছে। কুরআন তেলাওয়াত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু মানুষ। কুরআন তেলাওয়াত অনুষ্ঠানের আগে বেশকিছু চার্চে ফুল উপহার দিয়ে কুরআন পোড়ানোর নিন্দা জানান মারদিন প্রদেশের আরতুকলো শহরের একদল মুসলিম। ফুল বিতরণের ভিডিয়ো তুলে ইব্রাহিম খলিল বলেন, ‘সুইডেনে সংঘটিত হৃদয়বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে একজন মুসলিম তরুণ হিসেবে আমরা চিন্তা করেছি কিভাবে এই ঘটনার প্রতিবাদ জানানো যায়। তাই আমরা মুসলিম হিসেবে নবী মুহাম্মদ সা.র উপদেশ অনুসরণের চেষ্টা করি। আমরা গির্জা পরিদর্শন করে ফুল বিতরণের সিদ্ধান্ত নিই, যাতে আমাদের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসা বিরাজ করে।’  তুরস্কের আর্মেনিয়ান চার্চ পবিত্র কুরআন পোড়ানোর নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ‘এই পবিত্র গ্রন্থ পোড়ানো পুরোপুরি অগ্রহণযোগ্য এবং তা শুধু মুসলিমদের অনুভূতিকে আঘাত করে না, বরং সবাইকে অনুতপ্ত করে। এই কাজ বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের মানুষের মধ্যে শত্রুতা উসকে দেয়। এমন ঘৃণ্য কাজ গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ উল্লেখ্য, সম্প্রতি ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করেছে সুইডেন। সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে ন্যাটোর অন্যতম সদস্য তুরস্ক। তারা সুইডেনকে বেশ কিছু শর্ত দিয়েছে। এই কারণে তুরস্কের দূতাবাসকে টার্গেট করেছেন উগ্র ডানপন্থী পালুদান।

আল-কুরআন পৃথিবীর সবচেয়ে বহুল পঠিত ধর্মগ্রন্থ। পবিত্র এই গ্রন্থের সঙ্গে আত্মার সম্পর্ক জড়িয়ে আছে বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমানের। কেউ যখন কুরআন অবমাননা করে, তখন সে সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। কুরআন অবমাননা ধর্মীয় স্বাধীনতার ওপর চরম আঘাত। কোনও সভ্য মানুষ এমন জঘন্য অপকর্ম মেনে নিতে পারে না। তা ছাড়া পৃথিবীর সব ধর্মগ্রন্থই নিজ নিজ অনুসারীদের কাছে অতি মর্যাদা ও সম্মানের। তাই ধর্মগ্রন্থ অবমাননা সব ধর্মে নিন্দনীয় কাজ। পবিত্র কুরআন আল্লাহ তায়ালার চিরসত্য বাণী। সুতরাং যারাই কুরআন অবমাননায় অংশ নিয়েছে বা নেবে তাদের প্রত্যেকের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে চরম দুর্ভোগ ও ভয়াবহ শাস্তি।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে দশ দলের সভা, মোদী সরকারের নীরবতা নিয়ে তীব্র সমালোচনা

আরও পড়ুন: Khyber Pakhtunkhwa: চিনা জেট থেকে বোমা হামলা,পাকিস্তানে ৩০ নিহত
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

হঠাৎ ইসরায়েল-জার্মানির নতুন প্রতিরক্ষা চুক্তি, কারণ কী?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুরআন পোড়ানোর প্রতিবাদে ‘কুরআন তেলাওয়াত’ তুরস্কে

আপডেট : ২৮ জানুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক:সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআন পুড়িয়েছেন ‘উগ্রপন্থী’ রাজনীতিবিদ রাসমাস পালুদান। বিশ্বব্যাপী এই ন্যাক্কারজনক কাজের নিন্দায় সরব হচ্ছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। প্রতিবাদ হয়েছে তুরস্কে অবস্থিত সুইডিশ দূতাবাসের বাইরেও। শুক্রবার কুরআন অবমাননার প্রতিবাদে সুইডিশ দূতাবাসের সামনে পবিত্র কুরআন তেলাওয়াতের এক অনুষ্ঠান হয়েছে। কুরআন তেলাওয়াত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু মানুষ। কুরআন তেলাওয়াত অনুষ্ঠানের আগে বেশকিছু চার্চে ফুল উপহার দিয়ে কুরআন পোড়ানোর নিন্দা জানান মারদিন প্রদেশের আরতুকলো শহরের একদল মুসলিম। ফুল বিতরণের ভিডিয়ো তুলে ইব্রাহিম খলিল বলেন, ‘সুইডেনে সংঘটিত হৃদয়বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে একজন মুসলিম তরুণ হিসেবে আমরা চিন্তা করেছি কিভাবে এই ঘটনার প্রতিবাদ জানানো যায়। তাই আমরা মুসলিম হিসেবে নবী মুহাম্মদ সা.র উপদেশ অনুসরণের চেষ্টা করি। আমরা গির্জা পরিদর্শন করে ফুল বিতরণের সিদ্ধান্ত নিই, যাতে আমাদের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসা বিরাজ করে।’  তুরস্কের আর্মেনিয়ান চার্চ পবিত্র কুরআন পোড়ানোর নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ‘এই পবিত্র গ্রন্থ পোড়ানো পুরোপুরি অগ্রহণযোগ্য এবং তা শুধু মুসলিমদের অনুভূতিকে আঘাত করে না, বরং সবাইকে অনুতপ্ত করে। এই কাজ বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের মানুষের মধ্যে শত্রুতা উসকে দেয়। এমন ঘৃণ্য কাজ গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ উল্লেখ্য, সম্প্রতি ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করেছে সুইডেন। সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে ন্যাটোর অন্যতম সদস্য তুরস্ক। তারা সুইডেনকে বেশ কিছু শর্ত দিয়েছে। এই কারণে তুরস্কের দূতাবাসকে টার্গেট করেছেন উগ্র ডানপন্থী পালুদান।

আল-কুরআন পৃথিবীর সবচেয়ে বহুল পঠিত ধর্মগ্রন্থ। পবিত্র এই গ্রন্থের সঙ্গে আত্মার সম্পর্ক জড়িয়ে আছে বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমানের। কেউ যখন কুরআন অবমাননা করে, তখন সে সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। কুরআন অবমাননা ধর্মীয় স্বাধীনতার ওপর চরম আঘাত। কোনও সভ্য মানুষ এমন জঘন্য অপকর্ম মেনে নিতে পারে না। তা ছাড়া পৃথিবীর সব ধর্মগ্রন্থই নিজ নিজ অনুসারীদের কাছে অতি মর্যাদা ও সম্মানের। তাই ধর্মগ্রন্থ অবমাননা সব ধর্মে নিন্দনীয় কাজ। পবিত্র কুরআন আল্লাহ তায়ালার চিরসত্য বাণী। সুতরাং যারাই কুরআন অবমাননায় অংশ নিয়েছে বা নেবে তাদের প্রত্যেকের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে চরম দুর্ভোগ ও ভয়াবহ শাস্তি।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে দশ দলের সভা, মোদী সরকারের নীরবতা নিয়ে তীব্র সমালোচনা

আরও পড়ুন: Khyber Pakhtunkhwa: চিনা জেট থেকে বোমা হামলা,পাকিস্তানে ৩০ নিহত