স্কুলে সংবিধানের প্রস্তাবনা পাঠ বাধ্যতামূলক করল রাজস্থান

- আপডেট : ১ জুলাই ২০২৩, শনিবার
- / 19
পুবের কলম,ওয়েবডেস্ক: সংবিধানের প্রস্তাবনা প্রকাশিত হবে বিদ্যালয়ের পাঠ্যক্রমে। তরুণদের মনে বিশ্বাস এবং দেশপ্রীতিকে উজ্জীবিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের কাছে গণতন্ত্র, জাতীয়তাবাদ পৌঁছে দেওয়ার লক্ষে প্রতিটি বিদ্যালয়ে সংবিধান পাঠ করানো হবে বলেই রাজস্থান সরকার জানিয়েছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। প্রতি শনিবার ‘নো ব্যাগ ডে’ উপলক্ষে বিদ্যালয় গুলিতে সংবিধানের পাঠ পড়ানো হবে। এদিনের বৈঠকে নতুন জেলা গঠন, কর্মরত অফিসকর্মীদের প্রতি ৬ মাস অন্তর ইনক্রিমেন্ট, সরকারি চাকরির ক্ষেত্রে কর্ম সংস্থানের বেশি সুযোগ করে দেওয়া ছাড়া আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে সংস্কৃত স্কুলে কম্পিউটার শিক্ষা এবং রাজস্থান আইএলডি স্কিল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ‘বিশ্বকর্মা স্কিল ইউনিভার্সিটি’ নাম রাখা। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি নির্দেশিকা স্কুলগুলিকে পাঠিয়েছে রাজ্যেড়র শিক্ষামন্ত্রক। সেখানে বলা হয়েছে, সমস্ত স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষিকাদের নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা যেন তাঁদের স্কুলে প্রতি শনিবার এই প্রস্তাবনা পাঠকে বাধ্যতামূলক করেন। ছাত্রছাত্রীদের এই পাঠ করতেই হবে।