রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা

- আপডেট : ৭ জুন ২০২৩, বুধবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে বাংলার নয়া নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহাকে বেছে নেওয়া হল। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহাকেই অনুমোদন দিলেন রাজ্যপাল। নবান্নের দেওয়া নামেই রাজ্যপাল অনুমোদন দিয়েছেন। প্রাক্তন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হয়। তারপর থেকে ওই আসন ফাঁকা ছিল। রাজভবনে নাম পাঠানো হলেও তাতে অনুমোদন মেলেনি। এই নিয়ে অসন্তোষও প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন কমিশনার হিসেবে রাজীব সিনহার দায়িত্ব গ্রহণ সময়ের অপেক্ষা।
নবান্নের তরফে কমিশনার পদের জন্য প্রথম পছন্দই ছিল রাজীব সিনহা। প্রথমেই তাঁর নাম পাঠানো হয়েছিল রাজভবনে। এরপর রাজ্যপাল সি ভি আনন্দ বোস দ্বিতীয় নাম চেয়ে পাঠান। রাজ্য এ আর বর্ধনের নাম পাঠিয়েছিল। অবশেষে রাজীব সিনহাতেই শিলমোহর দিলেন রাজপাল সিভি আনন্দ বোস। পঞ্চায়েত নির্বাচনের আগেই নতুন কমিশনার পাচ্ছে বাংলা।