১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিরল রোগ মস্তিষ্কখেকো অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিসের হানা ভারতে

মারুফা খাতুন
  • আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
  • / 294

পুবের কলম ওয়েবডেস্ক : বিরল রোগ মস্তিষ্কখেকো অ্যামিবার সংক্রমণ এবার ভারতবর্ষের কেরালায়। রোগের নাম অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস। এটি একধরণের অ্যামিবা যা জলে থাকে। এটি নাকের মধ্য দিয়ে দেহে প্রবেশ করএ ও তারপরে সরাসরি মস্তিষ্কে আঘাত করে।

এখানেই বংশবিস্তার করতে থাকে ও এদের প্রধান খাদ্য হয়ে ওঠে মস্তিষ্কের বিভিন্ন টিস্যুগুলো। তবে এটি সংক্রামক নয়। বিরল এই রোগের সবথেকে খারাপ দিক হল এর কোনও চিকিৎসা জানা নেই। আর এতটাই দ্রুত সংক্রমণ হয় যে চিকিৎসার সময়টুকুও মেলে না।

আরও পড়ুন: রাশিয়ার তেল আর কিনবে না ভারত, দাবি ট্রাম্পের

এই রোগে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত দুজন মারা গিয়েছে। এই রোগের জেরে ক্রমশ দক্ষিণ ভারতে আতঙ্ক ছড়াচ্ছে। এর আগে কেরালায় চলতি মাসে একই রোগে আক্রান্ত হয়ে এক বালিকার মৃত্যু হয়। সেই অর্থে একই মাসে তিন জনের মৃত্যু হয়েছে। এই রোগের সংক্রমণে মালাপ্পুরম জেলার কাপ্পিলার ৫২ বছরের এক যুবকের মৃত্যু হয়। কোঝিকোড় মেডিক্যাল কলেজে গত ৮ই জুলাই তাঁকে ভর্তি করা হয় ও পরে তাঁর মৃত্যু হয়।এমনকি গত ১৪ই আগস্ট এই রোগে থামারাসেরির এক বালিকারও মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ১৩ দিনে ভারতে ১৪৫ টন ইলিশ পাঠাল বাংলাদেশ

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরল রোগ মস্তিষ্কখেকো অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিসের হানা ভারতে

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : বিরল রোগ মস্তিষ্কখেকো অ্যামিবার সংক্রমণ এবার ভারতবর্ষের কেরালায়। রোগের নাম অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস। এটি একধরণের অ্যামিবা যা জলে থাকে। এটি নাকের মধ্য দিয়ে দেহে প্রবেশ করএ ও তারপরে সরাসরি মস্তিষ্কে আঘাত করে।

এখানেই বংশবিস্তার করতে থাকে ও এদের প্রধান খাদ্য হয়ে ওঠে মস্তিষ্কের বিভিন্ন টিস্যুগুলো। তবে এটি সংক্রামক নয়। বিরল এই রোগের সবথেকে খারাপ দিক হল এর কোনও চিকিৎসা জানা নেই। আর এতটাই দ্রুত সংক্রমণ হয় যে চিকিৎসার সময়টুকুও মেলে না।

আরও পড়ুন: রাশিয়ার তেল আর কিনবে না ভারত, দাবি ট্রাম্পের

এই রোগে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত দুজন মারা গিয়েছে। এই রোগের জেরে ক্রমশ দক্ষিণ ভারতে আতঙ্ক ছড়াচ্ছে। এর আগে কেরালায় চলতি মাসে একই রোগে আক্রান্ত হয়ে এক বালিকার মৃত্যু হয়। সেই অর্থে একই মাসে তিন জনের মৃত্যু হয়েছে। এই রোগের সংক্রমণে মালাপ্পুরম জেলার কাপ্পিলার ৫২ বছরের এক যুবকের মৃত্যু হয়। কোঝিকোড় মেডিক্যাল কলেজে গত ৮ই জুলাই তাঁকে ভর্তি করা হয় ও পরে তাঁর মৃত্যু হয়।এমনকি গত ১৪ই আগস্ট এই রোগে থামারাসেরির এক বালিকারও মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ১৩ দিনে ভারতে ১৪৫ টন ইলিশ পাঠাল বাংলাদেশ

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর