১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বেঞ্জেমার কাঁধে ভর করে জয় পেল রিয়াল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২০ অক্টোবর ২০২১, বুধবার
  • / 52

পুবের কলম ওয়েবডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ শাখতার ডনেস্ককে ৫-০ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। গত বছর রিয়ালকে নিজেদের ঘরের মাঠে পরাজিত করেছিল শাখতার ডনেস্ক। এর ফলে এই ম্যাচে বদলা নেওয়ার সুযোগ ছিল রিয়ালের সামনে। প্রত্যাশামতো টিম শাখতার ডনেস্ককে বড় ব্যবধানে পরাজিত করে অ্যানসেলত্তির শিষ্যরা।

এ ম্যাচের ৩৭ মিনিটে লুকাস ভাসকেসের ক্রস বেঞ্জেমার কাছে পৌঁছানোর আগে তা নিজেদেরই জালে বল জড়িয়ে দেন শাখতার ফুটবলার। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। ৫৬ মিনিটে শাখতার ডনেস্কের তিন ডিফেন্ডারকে মাটি ধরিয়ে দুরন্ত  গোল করে রিয়ালের স্কোর ৩-০ করেন ভিনিসিয়াস। ৬৫ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রডরিগ্রো। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে ফলাফল ৫-০ করেন রিয়ালের রক্ষাকর্তা করিম বেঞ্জেমা।

আরও পড়ুন: ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়াল মাদ্রিদ, নয়া নজির বেনজেমা আন্সেলোত্তির

আরও পড়ুন: মাত্র তিন মিনিটের ঝড়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেঞ্জেমার কাঁধে ভর করে জয় পেল রিয়াল

আপডেট : ২০ অক্টোবর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ শাখতার ডনেস্ককে ৫-০ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। গত বছর রিয়ালকে নিজেদের ঘরের মাঠে পরাজিত করেছিল শাখতার ডনেস্ক। এর ফলে এই ম্যাচে বদলা নেওয়ার সুযোগ ছিল রিয়ালের সামনে। প্রত্যাশামতো টিম শাখতার ডনেস্ককে বড় ব্যবধানে পরাজিত করে অ্যানসেলত্তির শিষ্যরা।

এ ম্যাচের ৩৭ মিনিটে লুকাস ভাসকেসের ক্রস বেঞ্জেমার কাছে পৌঁছানোর আগে তা নিজেদেরই জালে বল জড়িয়ে দেন শাখতার ফুটবলার। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। ৫৬ মিনিটে শাখতার ডনেস্কের তিন ডিফেন্ডারকে মাটি ধরিয়ে দুরন্ত  গোল করে রিয়ালের স্কোর ৩-০ করেন ভিনিসিয়াস। ৬৫ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রডরিগ্রো। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে ফলাফল ৫-০ করেন রিয়ালের রক্ষাকর্তা করিম বেঞ্জেমা।

আরও পড়ুন: ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়াল মাদ্রিদ, নয়া নজির বেনজেমা আন্সেলোত্তির

আরও পড়ুন: মাত্র তিন মিনিটের ঝড়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ