০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

টিভিতে ভারত-পাক ম্যাচে রেকর্ড দর্শক

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ নভেম্বর ২০২১, বুধবার
  • / 13

পুবের কলম ওয়েব ডেস্ক:  চলতি টি-২০ বিশ্বকাপ শুরুর আগে থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল প্রতিযোগিতার হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে।  আর টিভিতে সরাসরি ওই  ম্যাচ দেখার ক্ষেত্রে নতুন  নজির সৃষ্টি হল। গত ২৪ অক্টোবর হওয়া ভারত-পাক  ম্যাচ দেখেছেন ১৬ কোটি ৭০ লক্ষ মানুষ।  সম্প্রচারকারী চ্যানেলের দাবি– আর্ন্তজাতিক টি-২০ ক্রিকেট সম্প্রচারে দর্শকের নিরিখে  এই  ম্যাচ নতুন নজির গড়েছে।

গত সপ্তাহ পর্যন্ত টি-২০ বিশ্বকাপে মোট দর্শকসংখ্যা  যা  হয়েছে ২৩ কোটি  ৮০ লক্ষ। যার মধ্যে যোগ্যতা অর্জন পর্ব এবং সুপার-১২‘এর প্রথম ১২টি ম্যাচ রয়েছে। সম্প্রচারকারী চ্যানেলের তরফ থেকে এই তথ্য দেওয়া হয়েছে। এর আগে ২০১৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ টিভিতে দেখেছিলেন ১৩  কোটি ৬০ লক্ষ মানুষ। কোনও আন্তর্জাতিক টি-২০  ম্যাচ টিভিতে  দেখার ক্ষেত্রে এই ম্যাচটিই ছিল সবার আগে। এবারের ভারত-পাক লড়াই সেই ম্যাচকেও ছাপিয়ে গেল। প্রসঙ্গত– গত ২৪ অক্টোবর ওই ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করেছিল ভারত ও পাকিস্তান। যে ম্যাচে পাকিস্তান ১০ উইকেটে জয়লাভ করে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টিভিতে ভারত-পাক ম্যাচে রেকর্ড দর্শক

আপডেট : ১০ নভেম্বর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক:  চলতি টি-২০ বিশ্বকাপ শুরুর আগে থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল প্রতিযোগিতার হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে।  আর টিভিতে সরাসরি ওই  ম্যাচ দেখার ক্ষেত্রে নতুন  নজির সৃষ্টি হল। গত ২৪ অক্টোবর হওয়া ভারত-পাক  ম্যাচ দেখেছেন ১৬ কোটি ৭০ লক্ষ মানুষ।  সম্প্রচারকারী চ্যানেলের দাবি– আর্ন্তজাতিক টি-২০ ক্রিকেট সম্প্রচারে দর্শকের নিরিখে  এই  ম্যাচ নতুন নজির গড়েছে।

গত সপ্তাহ পর্যন্ত টি-২০ বিশ্বকাপে মোট দর্শকসংখ্যা  যা  হয়েছে ২৩ কোটি  ৮০ লক্ষ। যার মধ্যে যোগ্যতা অর্জন পর্ব এবং সুপার-১২‘এর প্রথম ১২টি ম্যাচ রয়েছে। সম্প্রচারকারী চ্যানেলের তরফ থেকে এই তথ্য দেওয়া হয়েছে। এর আগে ২০১৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ টিভিতে দেখেছিলেন ১৩  কোটি ৬০ লক্ষ মানুষ। কোনও আন্তর্জাতিক টি-২০  ম্যাচ টিভিতে  দেখার ক্ষেত্রে এই ম্যাচটিই ছিল সবার আগে। এবারের ভারত-পাক লড়াই সেই ম্যাচকেও ছাপিয়ে গেল। প্রসঙ্গত– গত ২৪ অক্টোবর ওই ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করেছিল ভারত ও পাকিস্তান। যে ম্যাচে পাকিস্তান ১০ উইকেটে জয়লাভ করে।