০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি নিয়োগ: এবার আর্থিক দুর্নীতির তদন্তে নামছে ইডি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
  • / 11

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদক: রাজ্যে শিক্ষক নিয়োগে বেনিয়ম হয়েছে বলে অভিযোগ দীর্ঘদিন থেকে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। এই পরিস্থিতিতে এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর্থিক দুর্নীতির তদন্ত করবে ইডি’র আধিকারিকরা। এই নিয়োগ দুর্নীতি নিয়ে আগেই সিবিআই এফআইআর করেছিল। সেই সূত্র ধরেই তদন্ত করবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট।

উল্লেখ্য, এসএসসি নিয়ে নাম জড়িয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে তাতে চার সপ্তাহের স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। তার ফলে আপাতত চার সপ্তাহ পার্থবাবুকে সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হবে না। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলে স্বস্তি মেলে।

এবিষয়ে ইডির কাজ এসএসসি নিয়োগে আর্থিক দুর্নীতি খতিয়ে দেখবে।  এই আর্থিক দুর্নীতি উৎস কোথায় খুঁজে দেখবেন তদন্তকারীরা। এই নিয়োগে প্রচুর টাকার লেনদেন হয়েছে কিনা।  এই আর্থিক বিষয়টিই খতিয়ে দেখবেন তাঁরা। ইতিমধ্যেই সিবিআইয়ের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে ইডি।  তদন্তের জন্য পৃথক দলও গঠন করা হচ্ছে।

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে তদন্তভার দিয়েছে কলকাতা হাইকোর্ট। নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এই নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। পরে সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এসএসসি নিয়োগ: এবার আর্থিক দুর্নীতির তদন্তে নামছে ইডি

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: রাজ্যে শিক্ষক নিয়োগে বেনিয়ম হয়েছে বলে অভিযোগ দীর্ঘদিন থেকে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। এই পরিস্থিতিতে এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর্থিক দুর্নীতির তদন্ত করবে ইডি’র আধিকারিকরা। এই নিয়োগ দুর্নীতি নিয়ে আগেই সিবিআই এফআইআর করেছিল। সেই সূত্র ধরেই তদন্ত করবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট।

উল্লেখ্য, এসএসসি নিয়ে নাম জড়িয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে তাতে চার সপ্তাহের স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। তার ফলে আপাতত চার সপ্তাহ পার্থবাবুকে সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হবে না। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলে স্বস্তি মেলে।

এবিষয়ে ইডির কাজ এসএসসি নিয়োগে আর্থিক দুর্নীতি খতিয়ে দেখবে।  এই আর্থিক দুর্নীতি উৎস কোথায় খুঁজে দেখবেন তদন্তকারীরা। এই নিয়োগে প্রচুর টাকার লেনদেন হয়েছে কিনা।  এই আর্থিক বিষয়টিই খতিয়ে দেখবেন তাঁরা। ইতিমধ্যেই সিবিআইয়ের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে ইডি।  তদন্তের জন্য পৃথক দলও গঠন করা হচ্ছে।

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে তদন্তভার দিয়েছে কলকাতা হাইকোর্ট। নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এই নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। পরে সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।