৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপির কুৎসার জবাব, ৫৮ বিধায়কের সমর্থন নিয়ে দিল্লি বিধানসভায় আস্থা ভোটে জয়ী কেজরির আপ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 27

পুবের কলম ওয়েবডেস্কঃ দিল্লি বিধানসভায় আস্থাভোটে জয়ী হল আম আদমি পার্টি। বিজেপির যাবতীয় কুৎসার জবাব দিয়ে শক্তি প্রদর্শনে সফল হলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় আস্থাভোটে কেজরির দল পেয়েছে ৫৮ টি ভোট, বিজেপির পক্ষে পড়েছে মোট ৮টি ভোট।

বিজেপির বিরুদ্ধে নিজের দল ভাঙানোর অভিযোগ করেন কেজরি। বলেন দিল্লিতেও “অপারেশন লোটাস”  এর চক্রান্ত করলেও তা ব্যার্থ হয়েছে বলেই দাবি করেন কেজরি। বিজেপি আপের কোন বিধায়ক ভাঙাতে পারেনি, তার প্রমান দিতেই আস্থাভোটের ডাক দেন অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুন: গরমে দিল্লির রাস্তা থেকে তুলে নেওয়া হল ২০০০ বাস, বিজেপি দুর্নীতিগ্রস্ত তোপ আপের

 

আরও পড়ুন: ২৬-এ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবে তৃণমূলঃ মমতা

আস্থাভোটের প্রস্তাব পাশ হওয়ার পর বিজেপিকে নিশানা করেন কেজরি  বলেন “দিল্লিতে একজনও আপ বিধায়ককে কিনতে ব্যর্থ হয়েছে ওরা, আমাদের ৬২ জন বিধায়ক রয়েছে, তারমধ্যে দুজন দেশের বাইরে, একজন জেলে আছেন”,যদিও বিজেপির দাবি আবগারি দুর্নীতিকে নজর সরানোর জন্যই এই হেন নাটক করছে আপ।

আরও পড়ুন: দিল্লি নির্বাচন: লজ্জার হার কেজরিওয়ালের, মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ধূলিসাৎ

দিল্লিতে আপের উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই তল্লাশি চালায় টানা ১৪ ঘন্টা। সিসোদিয়া বিস্ফোরক দাবি করেন ‘আমার কাছে বিজেপির বার্তা এসেছে— আপ ভেঙে বিজেপিতে যোগ দিন, সিবিআই-ইডির সব মামলা বন্ধ করে দেওয়া হবে!” এই নিয়ে আপ- বিজেপি তরজা তুঙ্গে ওঠে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপির কুৎসার জবাব, ৫৮ বিধায়কের সমর্থন নিয়ে দিল্লি বিধানসভায় আস্থা ভোটে জয়ী কেজরির আপ

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ দিল্লি বিধানসভায় আস্থাভোটে জয়ী হল আম আদমি পার্টি। বিজেপির যাবতীয় কুৎসার জবাব দিয়ে শক্তি প্রদর্শনে সফল হলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় আস্থাভোটে কেজরির দল পেয়েছে ৫৮ টি ভোট, বিজেপির পক্ষে পড়েছে মোট ৮টি ভোট।

বিজেপির বিরুদ্ধে নিজের দল ভাঙানোর অভিযোগ করেন কেজরি। বলেন দিল্লিতেও “অপারেশন লোটাস”  এর চক্রান্ত করলেও তা ব্যার্থ হয়েছে বলেই দাবি করেন কেজরি। বিজেপি আপের কোন বিধায়ক ভাঙাতে পারেনি, তার প্রমান দিতেই আস্থাভোটের ডাক দেন অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুন: গরমে দিল্লির রাস্তা থেকে তুলে নেওয়া হল ২০০০ বাস, বিজেপি দুর্নীতিগ্রস্ত তোপ আপের

 

আরও পড়ুন: ২৬-এ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবে তৃণমূলঃ মমতা

আস্থাভোটের প্রস্তাব পাশ হওয়ার পর বিজেপিকে নিশানা করেন কেজরি  বলেন “দিল্লিতে একজনও আপ বিধায়ককে কিনতে ব্যর্থ হয়েছে ওরা, আমাদের ৬২ জন বিধায়ক রয়েছে, তারমধ্যে দুজন দেশের বাইরে, একজন জেলে আছেন”,যদিও বিজেপির দাবি আবগারি দুর্নীতিকে নজর সরানোর জন্যই এই হেন নাটক করছে আপ।

আরও পড়ুন: দিল্লি নির্বাচন: লজ্জার হার কেজরিওয়ালের, মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ধূলিসাৎ

দিল্লিতে আপের উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই তল্লাশি চালায় টানা ১৪ ঘন্টা। সিসোদিয়া বিস্ফোরক দাবি করেন ‘আমার কাছে বিজেপির বার্তা এসেছে— আপ ভেঙে বিজেপিতে যোগ দিন, সিবিআই-ইডির সব মামলা বন্ধ করে দেওয়া হবে!” এই নিয়ে আপ- বিজেপি তরজা তুঙ্গে ওঠে।