ইসলামকে সম্মান করুন, সুইডেনকে বলল চিন

- আপডেট : ২১ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
- / 27
পুবের কলম ওয়েবডেস্কঃ সুইডেনের উগ্র ডানপন্থী ও বিদ্বেষী দলগুলি মুসলিমদের টার্গেট করা শুরু করেছে। সমাজ থেকে ইসলামকে মুছে দিতে চাইছে তারা। মুসলিমদের ধর্মীয়ে আবেগে আঘাত দিতে পবিত্র কুরআনের অবমাননা হয়েছে সেদেশে। আর এ নিয়ে গোটা বিশ্বের মুসলিমরা ক্ষোভে ফুঁসছে। এবার এই ইস্যুতে সুইডেনের কড়া সমালোচনা করেছে চিন। সাম্প্রতিক ঘটনাটি বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে উল্লেখ করে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, বাকস্বাধীনতা জাতিগত বা সাংস্কৃতিক বৈষম্যকে উসকে দেওয়া ও সমাজকে বিচ্ছিন্ন করার কারণ হতে পারে না। ’আমরা আশা করি সুইডেন মুসলিমসহ সংখ্যালঘু গোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসকে আন্তরিকভাবে সম্মান জানাবে।’ গত সপ্তাহে, সুইডেনের দক্ষিণ লিংকোপিং শহরে পবিত্র কুরআনের কপি পুড়িয়ে দেন ডানপন্থী স্ট্রাম কুরস দলের নেতা রাসমুস পালুদান। এর জন্য তিনি অনুতপ্ত নন জানিয়ে ভবিষ্যতে একই কাজ করার হুমকি দেন। রমযান মাসে ঘটনাটির খবর ছড়িয়ে পড়লে সুইডেনসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা বিক্ষোভ শুরু করেন। সুইডেনের ওরেব্রো শহর থেকে বিক্ষোভ শুরু হয়ে পরে তা ছড়িয়ে পড়ে দেশটির রাজধানী স্টকহোম, মালমো, লিংসপিংসহ বিভিন্ন শহরে। ইতিমধ্যে তুরস্ক, সউদি আরবসহ অনেক আরব ও মুসলিম দেশ ও সংস্থা ইসলাম বিদ্বেষী এই ঘটনার নিন্দা জানিয়েছে। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ওআইসি এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।