১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অমিত শাহের মন্তব্যের নিন্দা করলেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা

মারুফা খাতুন
  • আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার
  • / 177

পুবের কলম ওয়েবডেস্কঅমিত শাহের মন্তব্যের তীব্র নিন্দা করলেন অবসর প্রাপ্ত বিচারপতিরা। বিরোধী জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বি সুদর্শ্ন রেড্ডিকে নিয়ে মন্তব্য করায় অমিত শাহকে চিঠি লিখলেন ১৮ জন প্রাক্তন বিচারপতি। পাল্টা অমিত শাহ জানিয়েছেন, ২০১১ সালে সালওয়া জুড়ুম রায়ের মামলায়  নকশালবাদকে পরোক্ষভাবে সমর্থন করেছিলেন বি সুদর্শন রেড্ডি।

তিনি আরও বলেছেন, রেড্ডি আসলে এমন এক আদর্শে অনুপ্রাণিত যা নকশালবাদকে সমর্থন করে। অবসরপ্রাপ্ত বিচারপতিরা তাঁদের চিঠিতে লিখেছেন, সালওয়া জুড়ুমের রায় কোনভাবেই নকশালবাদকে সমর্থন করে না। আর বিচারপতির দেওয়া রায়কে বিকৃত করার জন্য একজন সিনিয়র রাজনৈতিক নেতার এইরূপ মন্তব্য। আর এইরূপ মন্তব্য বিচারবিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারে।

আরও পড়ুন: ছত্তিশগড় সফরে গিয়ে মাওবাদীদের আলোচনার প্রস্তাব খারিজ অমিত শাহের

আর শাহের এই কর্মকাণ্ডের প্রতি নিন্দা জনিয়েছেন বিচারপতিরা। চিঠিতে স্বাক্ষ্রকারী হিসেবে নাম রয়েছে, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কুরিয়েন জোসেফ, মদন বি লোকুর, জে চেলামেশ্বর, অভয় ওকা, এ কে পট্টনায়ক, বিক্রমজিৎ সেন, গোপাল গৌড়া, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এস. মুরলীধর, গোবিন্দ মাথুর, সঞ্জীব ব্যানার্জি ও অঞ্জনা প্রকাশ।

আরও পড়ুন: প্রতিদ্বন্দ্বী না, ঐক্যের ভাষা হিন্দি: অমিত শাহ

এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিচারপতি রেড্ডি। তিনি বলেন, সালওয়া জুড়ুম রায় সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত।

আরও পড়ুন: আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অমিত শাহের মন্তব্যের নিন্দা করলেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা

আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঅমিত শাহের মন্তব্যের তীব্র নিন্দা করলেন অবসর প্রাপ্ত বিচারপতিরা। বিরোধী জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বি সুদর্শ্ন রেড্ডিকে নিয়ে মন্তব্য করায় অমিত শাহকে চিঠি লিখলেন ১৮ জন প্রাক্তন বিচারপতি। পাল্টা অমিত শাহ জানিয়েছেন, ২০১১ সালে সালওয়া জুড়ুম রায়ের মামলায়  নকশালবাদকে পরোক্ষভাবে সমর্থন করেছিলেন বি সুদর্শন রেড্ডি।

তিনি আরও বলেছেন, রেড্ডি আসলে এমন এক আদর্শে অনুপ্রাণিত যা নকশালবাদকে সমর্থন করে। অবসরপ্রাপ্ত বিচারপতিরা তাঁদের চিঠিতে লিখেছেন, সালওয়া জুড়ুমের রায় কোনভাবেই নকশালবাদকে সমর্থন করে না। আর বিচারপতির দেওয়া রায়কে বিকৃত করার জন্য একজন সিনিয়র রাজনৈতিক নেতার এইরূপ মন্তব্য। আর এইরূপ মন্তব্য বিচারবিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারে।

আরও পড়ুন: ছত্তিশগড় সফরে গিয়ে মাওবাদীদের আলোচনার প্রস্তাব খারিজ অমিত শাহের

আর শাহের এই কর্মকাণ্ডের প্রতি নিন্দা জনিয়েছেন বিচারপতিরা। চিঠিতে স্বাক্ষ্রকারী হিসেবে নাম রয়েছে, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কুরিয়েন জোসেফ, মদন বি লোকুর, জে চেলামেশ্বর, অভয় ওকা, এ কে পট্টনায়ক, বিক্রমজিৎ সেন, গোপাল গৌড়া, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এস. মুরলীধর, গোবিন্দ মাথুর, সঞ্জীব ব্যানার্জি ও অঞ্জনা প্রকাশ।

আরও পড়ুন: প্রতিদ্বন্দ্বী না, ঐক্যের ভাষা হিন্দি: অমিত শাহ

এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিচারপতি রেড্ডি। তিনি বলেন, সালওয়া জুড়ুম রায় সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত।

আরও পড়ুন: আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ