অমিত শাহের মন্তব্যের নিন্দা করলেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা

- আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার
- / 177
পুবের কলম ওয়েবডেস্ক : অমিত শাহের মন্তব্যের তীব্র নিন্দা করলেন অবসর প্রাপ্ত বিচারপতিরা। বিরোধী জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বি সুদর্শ্ন রেড্ডিকে নিয়ে মন্তব্য করায় অমিত শাহকে চিঠি লিখলেন ১৮ জন প্রাক্তন বিচারপতি। পাল্টা অমিত শাহ জানিয়েছেন, ২০১১ সালে সালওয়া জুড়ুম রায়ের মামলায় নকশালবাদকে পরোক্ষভাবে সমর্থন করেছিলেন বি সুদর্শন রেড্ডি।
তিনি আরও বলেছেন, রেড্ডি আসলে এমন এক আদর্শে অনুপ্রাণিত যা নকশালবাদকে সমর্থন করে। অবসরপ্রাপ্ত বিচারপতিরা তাঁদের চিঠিতে লিখেছেন, সালওয়া জুড়ুমের রায় কোনভাবেই নকশালবাদকে সমর্থন করে না। আর বিচারপতির দেওয়া রায়কে বিকৃত করার জন্য একজন সিনিয়র রাজনৈতিক নেতার এইরূপ মন্তব্য। আর এইরূপ মন্তব্য বিচারবিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারে।
আর শাহের এই কর্মকাণ্ডের প্রতি নিন্দা জনিয়েছেন বিচারপতিরা। চিঠিতে স্বাক্ষ্রকারী হিসেবে নাম রয়েছে, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কুরিয়েন জোসেফ, মদন বি লোকুর, জে চেলামেশ্বর, অভয় ওকা, এ কে পট্টনায়ক, বিক্রমজিৎ সেন, গোপাল গৌড়া, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এস. মুরলীধর, গোবিন্দ মাথুর, সঞ্জীব ব্যানার্জি ও অঞ্জনা প্রকাশ।
এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিচারপতি রেড্ডি। তিনি বলেন, সালওয়া জুড়ুম রায় সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত।